শব্দ ও পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ।। নবম শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের পখ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত ‘শব্দ ও পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ।। নবম শ্রেণি বাংলা’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ‘শব্দ ও পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ।। নবম শ্রেণি বাংলা’ অনুশীলনের মধ্য দিয়ে শব্দ ও পদ অধ্যায়টির পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশাকরি ‘শব্দ ও পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ।। নবম শ্রেণি বাংলা’ প্রশ্নগুলি শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হয়ে উঠবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শব্দ ও পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ।। নবম শ্রেণি বাংলাঃ
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১০*১=১০
১) যে বিশেষ্য পদের দ্বারা সংখ্যা গণনা সম্ভন নয়- ক) সংজ্ঞাবাচক খ) বস্তুবাচক গ) জাতিবাচক ঘ) কোনোটিই নয়
২) ‘ভারতবর্ষ মহান দেশ’- এখানে বিশেষণ পদটি হল- ক) ভারতবর্ষ খ) মহান গ) দেশ ঘ) কোনোটিই নয়
৩) একটি ভাববাচক বিশেষ্য হল- ক) দর্শন খ) স্নেহ গ) হাওড়া ঘ) শিশু
৪) পদের সঙ্গে পদের সংযোগ ঘটায় যে অব্যয়- ক) অনন্বয়ী খ) সমুচ্চয়ী গ) পদান্বয়ী ঘ) আলংকারিক
৫) অব্যয়কে বলা হয়- ক) কারক খ) বাহক গ) যোজক ঘ) অযোজক
৬) যে কালে অনুজ্ঞাভাব হয় না- ক) অতীত খ) বর্তমান গ) ভবিষ্যৎ ঘ) ক ও খ উভয়ই
৭) ‘ছোট্ট একটা ফুল দুলছে’- ‘ফুল’ যে শ্রেণির বিশেষ্য- ক) গুণবাচক খ) ক্রিয়াবাচক গ) সংজ্ঞাবাচক ঘ) জাতিবাচক
৮) ‘সে দ্রুত দৌড়ায়’- এখানে ‘দ্রুত’ যেমন বিশেষণ- ক) বিশেষ্যের বিশেষণ খ) ক্রিয়াবিশেষণ গ) সর্বনামীয় বিশেষণ ঘ) বিশেষণের বিশেষণ
৯) একটি সংযোজক অব্যয় হল- ক) কিন্তু খ) ব্যতীত গ) এবং ঘ) অথবা
১০) ‘সে চালাক’- এখানে ‘চালাক’ হল – ক) বিশেষ্যের বিশেষণ খ) ক্রিয়াবিশেষণ গ) অব্যয় ঘ) সর্বনামের বিশেষণ
খ) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ ১০*১=১০
১) সংজ্ঞাবাচক ও জাতিবাচক বিশেষ্যের পার্থক্য লেখো।
২) বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও।
৩) দুটি বহুপদী বিশেষণ পদের উদাহরণ দাও।
৪) অনির্দেশক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও।
৫) ‘অব্যয়’ শব্দের সাধারণ অর্থ লেখো।
৬) পদান্বয়ী ও অনন্বয়ী অব্যয়ের পার্থক্য লেখো।
৭) পঙ্গু ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
৮) দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও।
৯) ঘটমান অতীত কালের একটি উদাহরণ দাও।
১০) ভবিষ্যৎ অনুজ্ঞা কাকে বলে?
উপরের প্রশ্নের উত্তরগুলি এবং শব্দ-পদ অধ্যায়ের আরো আলোচনা দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ