মাধ্যমিক বাংলা সমাস নির্ণয়

মাধ্যমিক বাংলা সমাস নির্ণয়

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত সমাস অনুশীলনের জন্য বেশ কিছু ‘মাধ্যমিক বাংলা সমাস নির্ণয়’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ‘মাধ্যমিক বাংলা সমাস নির্ণয়’ অনুশীলনের মধ্য দিয়ে তাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও ইতিপূর্বে শিক্ষার্থীদের জন্য সমাসের সার্বিক আলোচনাও শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা দশম শ্রেণির গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি পেজের নিম্ন অংশে দেখতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

মাধ্যমিক বাংলা সমাস নির্ণয়ঃ 

1. দৃঢ়প্রতিজ্ঞ – দৃঢ় প্রতিজ্ঞা যার (বহুব্রীহি) 

2. রত্নাকর- রত্নের আকর (সম্বন্ধ তৎপুরুষ)

3. অপয়া-নেই পয়া যার ( নঞ বহুব্রীহি)

4. অর্ধস্ফুট- অর্ধ রূপে স্ফুট (ক্রিয়া বিশেষণ তৎপুরুষ)

5. ঘর্মাক্ত- ঘর্ম দ্বারা অক্ত (করন তৎপুরুষ)

6. ঘোড়দৌড়- ঘোড়ার দৌড় (সম্বন্ধ তৎপুরুষ)

7. রাতকানা- রাতে কানা ( অধিকরণ তৎপুরুষ)

8. চৌরাস্তা- চৌ (চার) রাস্তার সমাহার (দ্বিগু)

9. কটূক্তি- কটু যে উক্তি (কর্মধারয়)

10. সদসৎ- সৎ ও অসৎ (দ্বন্দ্ব)

11. নদীমাতৃক- নদী মাতা যার (বহুব্রীহি)

12. হাতেখড়ি- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে ( অলোপ বহুব্রীহি)

13. মড়াকান্না- মড়ার নিমিত্ত কান্না (নিমিত্ত তৎপুরুষ)

14. দেবর্ষি- যিনি দেব তিনি ঋষি (কর্মধারয়)

15. ভিক্ষান্ন- ভিক্ষা লব্ধ অন্ন ( মধ্যপদলোপী কর্মধারয়)

16. করকমল- কর কমলের ন্যায় ( উপমিত কর্মধারয়)

17. প্রাণপাখি- প্রাণ রূপ পাখি ( রূপক কর্মধারয়)

18. যথাশক্তি- শক্তিকে অতিক্রম না করে (অব্যয়ীভাব)

19. দ্বিপ- দ্বি (দুই ভাবে) পান করে যে – (উপপদ তৎপুরুষ)

20. বিমনা- বিগত হয়েছে মন যার (বহুব্রীহি)

21. সুপ্তোত্থিত- আগে সুপ্ত পরে উত্থিত (কর্মধারয়)

22. অধৈর্য- নেই ধৈর্য (নঞ তৎপুরুষ)

23. কানাকানি- কানে কানে যে কথা(ব্যতিহার বহুব্রীহি)

24. বিগতাভ্র- বিগত হয়েছে অভ্র যার ( বহুব্রীহি)

25. মারমুখো- মার মুখী যে ( উপপদ তৎপুরুষ)

26. দম্পতি- জায়া ও পতি (দ্বন্দ্ব)

27. শতবার্ষিকী- শত বর্ষের সমাহার (দ্বিগু)

28. বিষাদসিন্ধু- বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয়)

29. মিঠেকড়া- মিঠা অথচ কড়া (কর্মধারয়)

30. কুম্ভকার- কুম্ভ করে যে (উপপদ তৎপুরুষ)

31. সীতারাম- সীতা ও রাম (দ্বন্দ্ব)

32. কানাকানী- কানা ও কানী (দ্বন্দ্ব)

33. চুলোচুলি- চুল টানাটানি করে যে লড়াই (ব্যতিহার বহুব্রীহি)

34. অগ্নিভয়- অগ্নি হইতে ভয় (অপাদান তৎপুরুষ)

35. দিগ্বিদিক- দিক ও বিদিক (দ্বন্দ্ব)

36. সংসারচক্র- সংসার রূপ চক্র ( রূপক কর্মধারয়)

37. অমৃতবানী- বাণী অমৃতের ন্যায় ( উপমিত কর্মধারয়)

38. অকুতোভয়-কোনো কিছুতে ভয় নেই যার ( বহুব্রীহি)

39. অন্নমুষ্টি-অন্নের মুষ্টি (সম্বন্ধ তৎপুরুষ)

40. দেশানুরাগ-দেশের প্রতি অনুরাগ ( মধ্যপদ লোপী কর্মধারয়)

41. প্রত্যহ- অহঃ অহঃ (অব্যয়ীভাব)

42. রবাহুত-রব দ্বারা আহুত (করন তৎপুরুষ)

43. ঢেঁকিছাঁটা- ঢেঁকি দ্বারা ছাঁটা ( করন তৎপুরুষ)

44. পঞ্চভূত- পঞ্চ ভূতের সমাহার (দ্বিগু)

45. উকিল ব্যারিস্টার – উকিল ও ব্যারিস্টার (দ্বন্দ্ব)

46. মাথাপিছু- মাথা মাথা (অব্যয়ীভাব)

47. রান্নাঘর- রান্নার ঘর (সম্বন্ধ তৎপুরুষ) রান্নার নিমিত্ত ঘর (নিমিত্ত তৎপুরুষ)

48. বীরপূজা- বীরের পূজা (সম্বন্ধ তৎপুরুষ)

49. হৃৎপদ্ম- হৃদ রূপ পদ্ম (রূপক কর্মধারয়)

50. ঘরজামাই- ঘরে পালিত জামাই (মধ্যপদলোপী কর্মধারয়)

51. সপ্তাহ- সপ্ত অহের সমাহার (দ্বিগু)

52. ভূতপূর্ব- পূর্বে ভূত (অধিকরণ তৎপুরুষ)

53. তেলেভাজা- তেল দ্বারা ভাজা (করন তৎপুরুষ)

54. আটচালা- আট চালা যার (বহুব্রীহি)

55. নরসিংহ- নর সিংহের ন্যায় (রূপক কর্মধারয়)

56. মিশকালো- মিশির ন্যায় কালো(উপমান কর্মধারয়)

57. কাঁচকলা- কাঁচ কলা (নিত্য সমাস)

58. অরুণরাঙা- অরুণের ন্যায় রাঙা ( উপমান কর্মধারয়) 

59. ত্রিমূর্তি- ত্রি মূর্তির সমাহার (দ্বিগু)

60. নামঞ্জুর- নয় মঞ্জুর ( নঞ তৎপুরুষ)

61. গাছপাকা- গাছে পাকা (অধিকরণ তৎপুরুষ)

62. শোকাকুল- শোক দ্বারা আকুল (করন তৎপুরুষ)

63. পদ্মনাভ- পদ্ম নাভিতে যার (বহুব্রীহি)

64. ফিবছর- বছর বছর (অব্যয়ীভাব)

65. জমাখরচ- জমা ও খরচ ( দ্বন্দ্ব)

66. স্নানযাত্রা- স্নানের নিমিত্ত যাত্রা ( নিমিত্ত তৎপুরুষ)

67. বর্ণচোরা- বর্ণ চুরি করে যে (উপপদ তৎপুরুষ)

68. নীলোৎপল-নীল মে উৎপল (কর্মধারয়)

69. সোনামুখী- সোনার ন্যায় মুখ যার (বহুব্রীহি)

70. প্রতিদিন- দিন দিন (অব্যয়ীভাব)

71. রোদেপোড়া- রোদ দ্বারা পোড়া (করন তৎপুরুষ)

72. জিতেন্দ্রিয়- ইন্দ্রিয় কে জয় করেছেন যিনি ( উপপদ তৎপুরুষ)

73. অষ্টাদশ-অষ্ট অধিক দশ ( মধ্যপদলোপী কর্মধারয়)

74. আঁখিপাখি- আঁখি রূপ পাখি (রূপক কর্মধারয়)

75. অহোরাত্র- অহঃ ও রাত্রি (দ্বন্দ্ব)

76. পুরুষসিংহ- পুরুষ সিংহের ন্যায় (উপমিত কর্মধারয়)

77. নিখোঁজ- নাই খোঁজ যার (নঞ বহুব্রীহি)

78. আসমুদ্র- সমুদ্র পর্যন্ত ( অব্যয়ীভাব)

79. মধুমাখা- মধু দ্বারা মাখা ( করন তৎপুরুষ)

80. আগাগোড়া- আগা ও গোড়া (দ্বন্দ্ব) আগা হইতে গোড়া পর্যন্ত (অপাদান তৎপুরুষ)

81. গরমিল- মিলের অভাব (অব্যয়ীভাব) নাই মিল ( নঞ তৎপুরুষ)

82. গোবেচারা- গো এর ন্যায় বেচারা (উপমান কর্মধারয়)

83. তেমাথা- তে (তিন) মাথার সমাহার ( দ্বিগু) তিন মাথা যার ( বহুব্রীহি)

84. লাঠালাঠি- লাঠিতে লাঠিতে লড়াই (ব্যতি হার বহুব্রীহি)

85. আকর্ণ- কর্ণ পর্যন্ত ( অব্যয়ীভাব)

86. হাটে বাটে- হাটে ও বাটে (অলোপ দ্বন্দ্ব)

87. মনমাঝি- মন রূপ মাঝি ( রূপক কর্মধারয়)

88. নীলদর্পণ- নীল বিষয়ক দর্পণ (মধ্যপদলোপী কর্মধারয়)

89. রাজর্ষি- যিনি রাজা তিনি ঋষি (কর্মধারয়)

90. ধর্মান্তর- অন্য ধর্ম (নিত্য সমাস)

91. বিয়েপাগলা- বিয়ের নিমিত্ত পাগলা (নিমিত্ত তপুরুষ)

92. সটান- টানের সহিত বর্তমান(সহার্থক বহুব্রীহি)

93. বিশৃংখল- নাই শৃঙ্খলা যেখানে( নঞ বহুব্রীহি)

94. মাতামাতি- মাতা ও মাতি( দ্বন্দ্ব)

95. দশানন- দশ আনন যাহার(বহুব্রীহি)

96. যথাশক্তি- শক্তিকে অতিক্রম না করে(অব্যয়ীভাব)

97. লোকপিছু- প্রতি লোক (অব্যয়ীভাব)

98. রাজপথ-পথের রাজা( সম্বন্ধ তৎপুরুষ)

99. আকাল- নয় কাল ( নঞ তৎপুরুষ)

100. জলজ-জলে জন্মে যে( উপপদ তপুরুষ)

101. লক্ষীছাড়া- লক্ষ্মী ছেড়েছে যাকে (বহুব্রীহি) লক্ষ্মী দ্বারা ছাড়া ( করণ তৎপুরুষ)

102. ফুলবাবু- ফুল যে বাবু ( কর্মধারয়)

103. মুখচন্দ্র- মুখ চন্দ্রের ন্যায়(উপমিত কর্মধারয়)

104. শতাব্দি- শত অব্দের সমাহার (দ্বিগু)

105. বীণাপাণি- বীণা পানিতে যার (বহুব্রীহি)

106. গলাগলি- গলায় গলায় যে ভাব ( ব্যতিহার বহুব্রীহি)

107. পরীক্ষার্থী- পরীক্ষার অর্থী ( সম্বন্ধ তৎপুরুষ)

108. অনর্থক- নাই অর্থ যার( নঞ বহুব্রীহি)

109. পাদপদ্ম- পাদ পদ্মের ন্যায়( উপমিত কর্মধারয়)

110. মাঝনদী-নদীর মাঝ(সম্বন্ধ তপুরুষ)

111. মাধব- মা এর(লক্ষ্মী) ধব (সম্বন্ধ তৎপুরুষ)

112. বেবন্দোবস্ত- বন্দোবস্তের অভাব (অব্যয়ীভাব)

113. কাজলকালো- কাজলের ন্যায় কালো ( উপমান কর্মধারয়)

114. সপ্তদশ- সপ্ত অধিক দশ ( মধ্যপদলোপী কর্মধারয়)

115. মুখপোড়া- মুখ পুড়েছে যার (বহুব্রীহি)

116. প্রোষিতভর্তৃকা- প্রোষিত ভর্তৃকা যার (বহুব্রীহি)

117. বিপত্নীক – বিগত পত্নী যার (বহুব্রীহি )

118. বিদ্যুদ্ দীপ্ত- বিদ্যুতের ন্যায় দীপ্ত (উপমান কর্মধারয় )

119. বিদ্যুৎ দীপ্তি – বিদ্যুতের দীপ্তি (সম্বন্ধ তৎপুরুষ )

120. কামনাপ্রমত্ত – কামনা দ্বারা প্রমত্ত (করন তৎপুরুষ)

121. হরিচরণ-চ্যুতা – হরিচরন হইতে চ্যুত হয়েছে যে (স্ত্রী)- উপপদ তৎপুরুষ)

122. মধ্যবিত্ত – মধ্য বিত্ত যার (বহুব্রীহি)

123. ছ- ঘরা-ছ ঘর বিশিষ্ট (দ্বিগু ) ছ ঘর যার ( বহুব্রীহি ) 

124. রাগগর্ভ- রাগ গর্ভে যার ( বহুব্রীহি)

125. দুধেভাতে- দুধে ও ভাতে ( দ্বন্দ্ব)

126. সেতার- সে (তিন) তার যার ( বহুব্রীহি) সে তারের সমাহার ( দ্বিগু)

127. পদাম্বুজ- পদ অম্বুজের ন্যায় ( উপমিত কর্মধারয়)

128. হারামণি- হারা যে মণি (কর্মধারয়)

129. রোগমুক্ত- রোগ হইতে মুক্ত (অপাদান তৎপুরুষ)

130. নোলকনাকে- নোলক নাকে যার ( বহুব্রীহি)

131. শিক্ষাপ্রদ – শিক্ষা প্রদান করে যে ( উপপদ তৎপুরুষ)

132. সারদা- সার দেন যিনি ( উপপদ তৎপুরুষ)

133. শ্মশান- শবের শয়ান (সম্বন্ধ তৎপুরুষ)

134. হৃদয়মৃদঙ্গ- হৃদয় রূপ মৃদঙ্গ (রূপক কর্মধারয়)

135. সূচিভেদ্য- সূচ ভেদ করে যাকে (বহুব্রীহি)

136. কাজের লোক- কাজের নিমিত্ত লোক ( অলোপ নিমিত্ত তৎপুরুষ)

137. ছেলেধরা-ছেলে ধরে যে (উপপদ তৎপুরুষ) , ছেলে কে ধরা (কর্ম তৎপুরুষ)

138. হরিহর- হরি ও হর ( দ্বন্দ্ব)

139. শ্রীহীন- শ্রী দ্বারা হীন ( করন তৎপুরুষ)

140. সুশ্রী – সু যে শ্রী ( কর্মধারয়)

141. তলায়ফুটো- তলায় ফুটো যার (বহুব্রীহি)

142. যথাবিধি- বিধিকে অতিক্রম না করে (অব্যয়ীভাব)

143. হাতাহাতি- হাতে হাতে যে লড়াই (ব্যতিহার বহুব্রীহি)

144. চন্দ্রচূড়- চন্দ্র চূড়াতে তার (বহুব্রীহি)

145. আকাশপট- আকাশ রূপ পট (রূপক কর্মধারয়)

146. দুধসাগু- দুধ মিশ্রিত সাগু (মধ্যপদলোপী কর্মধারয়)

147. পানসাজা- পান কে সাজা ( কর্মতৎপুরুষ) পান সাজে যে ( উপপদ তৎপুরুষ)

148. নৌকাবোঝাই- নৌকা দ্বারা বোঝাই ( করন তৎপুরুষ)

149. শত্রুঘ্ন- শত্রু কে হত্যা করেন যিনি (উপপদ তৎপুরুষ)

150. মামারবাড়ি- মামার বাড়ি (অলোপ সম্বন্ধ তৎপুরুষ)

151. ত্রিভুবন- ত্রি ভুবনের সমাহার ( দ্বিগু)

152. শীতোষ্ণ- শীত ও উষ্ণ (দ্বন্দ্ব)

153. খ্যাতনামা- খ্যাত হয়েছে নাম যার (বহুব্রীহি)

154. ধামাধরা-ধামা ধরে যে ( উপপদ তৎপুরুষ)

155. বাজার -সরকার – বাজারের সরকার (সম্বন্ধ তৎপুরুষ)

156. মুখপদ্ম- মুখ পদ্মের ন্যায় ( উপমিত কর্মধারয়)

157. হাতেকাটা- হাত দ্বারা কাটা (করন তৎপুরুষ)

158. বিলাত – ফেরত – বিলাত হইতে ফেরত (অপাদান তৎপুরুষ)

159. তেলধুতি- তেল মাখার ধুতি ( মধ্যপদলোপী কর্মধারয়)

160. চন্দ্রভুষণ – চন্দ্র ভূষণ যার ( বহুব্রীহি)

161. কালসাপ- কাল সাপ ( নিত্য)

162. মধূপ- মধু পান করে যে ( উপপদ তৎপুরুষ)

163. কাপুরুষ- কু যে পুরুষ ( কর্মধারয়)

164. বউভাত- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে ( বহুব্রীহি)

165. হাটবাজার- হাট ও বাজার (দ্বন্দ্ব)

166. দশগজী- দশ গজ পরিমাণ যার (বহুব্রীহি)

167. জন্মান্ধ- জন্ম হইতে অন্ধ ( অপাদান তৎপুরুষ) 

168. জনপিছু- প্রতি জন (অব্যয়ীভাব)

169. কোলকুঁজো- কোলে কুঁজো ( অধিকরণ তৎপুরুষ)

170. ডাকমাসুল- ডাকের নিমিত্ত মাসুল (নিমিত্ত তৎপুরুষ)

171. চালাক চতুর- যে চালাক সেই চতুর (কর্মধারয়)

172. গ্রামান্তর- অন্য গ্রাম (নিত্য)

173. লুচিভাজা- লুচিকে ভাজা ( কর্ম তৎপুরুষ)

174. পিছপা- পিছনে পা যার (বহুব্রীহি)

175. রাজনীতি- রাজার অনুসৃত নীতি (মধ্যপদলোপী কর্মধারয়)

176. উপকণ্ঠ- কণ্ঠের সমীপে ( অব্যয়ীভাব)

177. নিলাজ- নাই লাজ যার (নঞ বহুব্রীহি)

178. চড়ামেজাজ- চড়া যে মেজাজ ( কর্মধারয়)

179. মাথাভাঙ্গা- মাথা ভাঙ্গা যার ( বহুব্রীহি) মাথা কে ভাঙ্গা ( কর্ম তৎপুরুষ)

180. হাড়কাঁপানো- হাড় কাঁপায় যা ( বহুব্রীহি)

181. হতভাগী- হত ভাগ্য যার (স্ত্রী) (বহুব্রীহি)

182. সাঁজঘুমুনে- সাঁজে ঘুমায় যে ( উপপদ তৎপুরুষ)

183. ঘিয়েভাজা- ঘি দ্বারা ভাজা ( করণ তৎপুরুষ)

184. ছড়িহাতে- ছড়ি হাতে যার (বহুব্রীহি)

185. নাপিতপুরুত- নাপিত ও পুরুত (দ্বন্দ্ব)

186. ছিঁচকাঁদুনে- একটুতেই কাঁদে যে (উপপদ তৎপুরুষ)

187. জ্ঞানহীন- জ্ঞান দ্বারা হীন ( করণ তৎপুরুষ)

188. অনুচ্ছিষ্ট- নয় উচ্ছিষ্ট ( নঞ তৎপুরুষ)

189. বিড়ালাক্ষী- বিড়ালের ন্যায় অক্ষি যার ( মধ্যপদলোপী বহুব্রীহি)

190. নির্জলা- নাই জল যাহাতে ( নঞ বহুব্রীহি)

191. উপবন- বনের সমীপে (অব্যয়ীভাব)

192. কুয়োয়পড়া- কুয়োয় পড়া ( অধিকরণ তৎপুরুষ)

193. পাকাচুলো- পাকা চুল যার (বহুব্রীহি)

194. ঘরপালানো- ঘর হইতে পালানো ( অপাদান তৎপুরুষ)

195. দধি থলথল- দধির ন্যায় থলথল (উপমান কর্মধারয়)

196. রণবীর- রণে বীর ( অধিকরণ তৎপুরুষ)

197. আদায় কাঁচকলায়- আদায় ও কাঁচকলায় ( দ্বন্দ্ব)

198. হীরককঠিন- হীরকের ন্যায় কঠিন (উপমান কর্মধারয়)

199. পূর্ণকাম – পূর্ণ কাম যার ( বহুব্রীহি)

200. শীলবৃদ্ধ- শীলে বৃদ্ধ ( অধিকরণ তৎপুরুষ)

201. তপস্যা নির্মল – তপস্যা দ্বারা নির্মল (করণ তৎপুরুষ)

202. নরশার্দুল- নর শার্দুলের ন্যায় (উপমিত কর্মধারয়)

203. ডাকাবুকো- ডাকাতের বুকের ন্যায় বুক যার (বহুব্রীহি)

204. উটকপালী – উটের ন্যায় কপাল যার (মধ্যপদলোপী বহুব্রীহি)

205. ফি – সন- সন সন (অব্যয়ীভাব)

206. যথাকর্তব্য- কর্তব্য কে অতিক্রম না করে (অব্যয়ীভাব)

207. ধামাসুদ্ধ – ধামা সুদ্ধ ( নিত্য)

208. সস্ত্রীক- স্ত্রীর সহিত বর্তমান ( সহার্থক বহুব্রীহি)

209. কালসিন্ধু- কাল রূপ সিন্ধু ( রূপক কর্মধারয়)

210. গালাগালি- পরস্পর কে গালি দিয়ে যে ঝগড়া ( ব্যতিহার বহুব্রীহি)

211. একচোখো- এক চোখ যার ( বহুব্রীহি)

212. চিনির বলদ- চিনির বলদ ( অলোপ সম্বন্ধ তৎপুরুষ)

213. পরাৎপর- পর হইতে পর (অপাদান তৎপুরুষ)

214. পাপাসক্তি- পাপে আসক্তি ( অধিকরণ তৎপুরুষ)

215. সচিত্র- চিত্রের সহিত বর্তমান ( সহার্থক বহুব্রীহি)

216. কৃতবিদ্য- কৃত হয়েছে বিদ্যা যার ( বহুব্রীহি)

217. নয়ন – লোভন- নয়ন লোভায় যে ( উপপদ তৎপুরুষ)

218. হংসডিম্ব- হংসীর ডিম্ব (সম্বন্ধ তৎপুরুষ)

219. দুখ জাগানিয়া- দুখ জাগায় যে (উপপদ তৎপুরুষ)

220. দেশ ভ্রমণ- দেশে ভ্রমণ ( অধিকরণ তৎপুরুষ)

221. শয়নরত- শয়নে রত ( অধিকরণ তৎপুরুষ)

222. শরণাগত- শরণ কে আগত ( কর্ম তৎপুরুষ)

223. মনোজিৎ- মন কে জয় করেছেন যিনি (উপপদ তৎপুরুষ)

224. কবিরাজ- কবিদের রাজা ( সম্বন্ধ তৎপুরুষ)

225. পাতাচাটা- পাতা চাটে যে ( উপপদ তৎপুরুষ)

226. নীড়হারা- নীড় হারিয়েছে যে ( উপপদ তৎপুরুষ)

227. সর্বহারা- সর্ব হারিয়েছে যে ( উপপদ তৎপুরুষ)

228. আকাশভরা- আকাশ ভরে যাহাতে ( বহুব্রীহি)

229. গোলাভরা- গোলা ভরা যাহাতে ( বহুব্রীহি)

230. ধর্মঘট-ধর্ম রক্ষার্থে ঘট ( মধ্যপদলোপী কর্মধারয়) 

231. অনীশ- নাই ঈশ যাহার ( নঞ বহুব্রীহি)

232. অনিশ- নাই নিশা যাহাতে ( নঞ বহুব্রীহি)

233. লাভের গুড় – লাভের গুড় ( আরোপ সম্বন্ধ তৎপুরুষ) 

234. শাপমুক্ত- শাপ হইতে মুক্ত ( অপাদান তৎপুরুষ)

235. ঘৃতপক্ক- ঘৃত দ্বারা পক্ক ( করণ তৎপুরুষ)

236. শতদল- শত দলের সমাহার ( দ্বিগু)

237. ত্রুটিপূর্ণ- ত্রুটি দ্বারা পূর্ণ ( করণ তৎপুরুষ)

238. অগ্নিশর্মা- অগ্নির ন্যায় শর্মা ( উপমিত কর্মধারয়)

239. বহুব্রীহি- বহু ব্রীহি ( ধান) যার ( বহুব্রীহি)

240. মধ্যপদলোপী- মধ্যপদ লোপ পায় যাহাতে ( বহুব্রীহি)

241. পারিজাত- পারি(সমুদ্র) হইতে জাত (অপাদান তৎপুরুষ)

242. অব্জ- অপে (জল) জন্মে যে ( উপপদ তৎপুরুষ)

243. ঘুমপাড়ানি-ঘুম পাড়ায় যা ( বহুব্রীহি)

244. ফিবার – মিক্সচার- ফিবার ও মিক্সচার (দ্বন্দ্ব)

245. তদূর্ধ্ব- তার (তৎ) ঊর্দ্ধ ( সম্বন্ধ তৎপুরুষ)

246. নরাধম- নরের অধম (সম্বন্ধ তৎপুরুষ)

247. দ্বিগু- দ্বি (দুই) গরুর সমাহারে ক্রীত (দ্বিগু)

248. পিঠভরা- পিঠ ভরে যাহাতে (বহুব্রীহি)

249. বিগতাশ্রু- বিগত হয়েছে অশ্রু যার (বহুব্রীহি)

250. শ্রীভ্রষ্ট- শ্রী হইতে ভ্রষ্ট ( অপাদান তৎপুরুষ)

251. নয়নভরা- নয়ন ভরে যাহাতে (বহুব্রীহি)

252. বুকভরা- বুক ভরে যাহাতে (বহুব্রীহি)

253. বেহায়া- নাই হায়া যার ( বহুব্রীহি)

254. শ্রীবৃদ্ধি- শ্রীর বৃদ্ধি ( সম্বন্ধ তৎপুরুষ)

255. গবাদি- গো আদিতে যাহার ( বহুব্রীহি)

256. গত্যন্তর- অন্য গতি ( নিত্য সমাস)

257. শ্রীযুক্ত- শ্রী দ্বারা যুক্ত ( করণ তৎপুরুষ)

258. হা – ঘর – ঘরের অভাব ( অব্যয়ীভাব)

259. হাফহাতা- হাফ হাতা যার ( বহুব্রীহি)

260. চন্দ্রমৌলি- চন্দ্র মৌলিতে ( মস্তকে) যাহার (বহুব্রীহি)

261. উপমহাদেশ- মহাদেশের সদৃশ (অব্যয়ীভাব)

262. লাটকে লাট- প্রতি লাট (অব্যয়ীভাব)

263. শিশুফুল- শিশু ফুলের ন্যায় ( উপমিত কর্মধারয়)

264. আধাসরকারি- আধা রূপে সরকারী (ক্রিয়া বিশেষণ তৎপুরুষ)

265. তেতলা- তে তলা যার (বহুব্রীহি) তিন তলার সমাহার (দ্বিগু)

266. আজানু- জানু পর্যন্ত (অব্যয়ীভাব)

267. শোকম্লান- শোক দ্বারা ম্লান ( করণ তৎপুরুষ)

268. কেনাকাটা- কেনা ও কাটা ( দ্বন্দ্ব)

269. হাতি – কাঁদা- হাতির ন্যায় কাঁদা ( উপমান কর্মধারয়)

270. নিখরচে- নাই খরচ যাহার ( বহুব্রীহি)

271. তাঁতশিল্প- তাঁত দ্বারা চালিত শিল্প (করন তৎপুরুষ)

272. হয়গ্রীব- হয় (ঘোড়া) এর ন্যায় গ্রীবা যার (বহুব্রীহি)

273. শরম- সাধ্বস- শরম ও সাধ্বস ( দ্বন্দ্ব)

274. কাজের কাজ- কাজের কাজ ( সম্বন্ধ তৎপুরুষ)

275. মনরাখা- মন কে রাখা ( কর্ম তৎপুরুষ)

276. সহজ- সহ (সঙ্গে) জন্মে যে (উপপদ তৎপুরুষ)

277. অব্যয়- নাই ব্যয় যার (নঞ বহুব্রীহি)

278. অলুক – নাই লোপ তার ( নঞ বহুব্রীহি)

279. শয়নঘর- শয়নের নিমিত্ত ঘর (নিমিত্ত তৎপুরুষ)

280. গবাক্ষ- গো এর ন্যায় অক্ষি যার (বহুব্রীহি)

281. তারানেভা- তারা নেভায় যে ( উপপদ তৎপুরুষ)

282. ফলাহার- ফল নিষ্পন্ন আহার (মধ্যপদলোপী কর্মধারয়)

283. শ্রীশ-শ্রীর ঈশ ( সম্বন্ধ তৎপুরুষ)

284. তৎসদৃশ- তৎ সদৃশ (নিত্য সমাস)

285. ভয়মুক্ত- ভয় হইতে মুক্ত (অপাদান তৎপুরুষ)

286. পিছপা- পিছনে পা যার ( বহুব্রীহি)

287. ধস্তাধস্তি- ধস্তা ও ধস্তি (দ্বন্দ্ব)

288. নবান্ন- নব যে অন্ন (কর্মধারয়)

289. বিমাতা- মাতার সদৃশ (অব্যয়ীভাব)

290. ঘিভাত- ঘি মিশ্রিত ভাত (মদ্যপদলোপী কর্মধারয়)

291. স্বগত- স্ব(নিজ) কে গত ( কর্ম তৎপুরুষ)

292. তেপান্তর- তে (তিন) প্রান্তরের সমাহার (দ্বিগু)

293. জয়যুক্ত- জয় দ্বারা যুক্ত (করন তৎপুরুষ)

294. সগর- গরের সহিত বর্তমান ( সহার্থক বহুব্রীহি)

295. ঘৃতান্ন- ঘৃতই অন্ন যার ( বহুব্রীহি)

296. দুরবস্থ- দুঃ অবস্থা যার ( বহুব্রীহি)

297. দুরবস্থা- দুঃখ এমন অবস্থা ( কর্মধারয়)

298. গোষ্ঠ – গোপাল- গোষ্ঠের গোপাল ( সম্বন্ধ তৎপুরুষ)

299. গোষ্ঠবিহারী- গোষ্ঠে বিহার করে যে (উপপদ তৎপুরুষ)

300. দৃষ্টিকটু- কটু দৃষ্টি যাহাতে ( বহুব্রীহি)

301. ফলান্বিত- ফল দ্বারা অন্বিত ( করণ তৎপুরুষ)

302. গোষ্পদ- গো এর পদ (সম্বন্ধ তৎপুরুষ)

303. চৌকাঠ- চৌ কাঠের সমাহার (দ্বিগু)

304. আহারনিরত-আহারে নিরত ( ব্যাপৃত) ( অধিকরণ তৎপুরুষ)

305. আহারনীরত- আহার হইতে নীরত ( অপাদান তৎপুরুষ)

306. শিবনাথ- যিনি শিব তিনি নাথ ( কর্মধারয়)

307. চন্দ্রনাথ- যিনি চন্দ্র তিনি নাথ ( কর্মধারয়)

308. বেনুগোপাল- বেনু ধারী গোপাল (মধ্যপদলোপী কর্মধারয়)

309. সনিষ্ঠ- নিষ্ঠার সহিত বর্তমান (সহার্থক বহুব্রীহি)

310. নাড়ুগোপাল – নাড়ু হাতে গোপাল (মধ্যপদলোপী কর্মধারয়)

311. পদব্রজ- পদ চলিত ব্রজ(পথ) ( মধ্যপদলোপী কর্মধারয়)

312. কৃষিগান- কৃষি বিষয়ক গান ( মধ্যপদলোপী কর্মধারয়)

313. অস্পৃহা- স্পৃহার অভাব ( অব্যয়ীভাব)

314. নিস্পৃহ- নাই স্পৃহা যার (নঞ বহুব্রীহি)

315. ভুলচুক- ভুল ও চুক ( দ্বন্দ্ব)

316. ভোলানাথ- যিনি ভোলা তিনি নাথ ( কর্মধারয়)

317. বিশ্বনাথ- বিশ্বের নাথ (সম্বন্ধ তৎপুরুষ)

318. দাঁতকপাটি- দাঁতের কপাটি ( সম্বন্ধ তৎপুরুষ)

319. খগ- খ (আকাশ) তে গমন করে যে ( উপপদ তৎপুরুষ)

320. কালবৈশাখী – কাল যে বৈশাখী (কর্মধারয়)

321. নগ- নাই গমন যার (বহুব্রীহি)

322. নভশ্চূম্বী- নভঃ কে চুম্বন করে যে ( উপপদ তৎপুরুষ)

323. নাতিঘন- নয় অতি ঘন (নঞ তৎপুরুষ)

324. হরগৌরি- হর ও গৌরি (দ্বন্দ্ব)

325. শ্যামসুন্দর – শ্যামের ন্যায় সুন্দর(উপমান কর্মধারয়)

 

শিক্ষার্থীদের জন্য সমাস আলোচনার সকল গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি নিম্নে প্রদান করা হলো। প্রতিটি লিঙ্কে সমাসের নির্দিষ্ট আলোচনাগুলি ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এই লিঙ্কগুলি থেকে তাদের প্রয়োজন অনুসারে আলোচনাগুলি দেখতে পারবে- 

১) সমাসের শ্রেণিবিভাগ

২) দ্বন্দ্ব সমাস

৩) কর্মধারয় সমাস

৪) তৎপুরুষ সমাস

৫) অব্যয়ীভাব সমাস 

৬) বহুব্রীহি সমাস

৭) দ্বিগু সমাস 

৮) নিত্য সমাস

৯) অলুক ও বহুব্রীহি সমাস 

১০) সমাস MCQ 

১১) সমাস MCQ মক টেষ্ট ১

১২) সমাস MCQ মক টেষ্ট ২

১২) সমাস SAQ 

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?