দ্বন্দ্ব সমাস

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের সমাস থেকে এই পোষ্টে দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিষদ আলোচনা প্রদান করা হলো। 

 

দ্বন্দ্ব সমাসঃ

সাধারণ অর্থে, দ্বন্দ্ব বলতে বোঝায় বিরোধ বা বিবাদ। তবে, বিশেষ অর্থে দ্বন্দ্ব কথাটির অর্থ মিলন। সমাসের আলোচনায়, যে সমাসে সবকটি সমস্যমান পদের অর্থ বজায় থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন- 

ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে

দিন ও রাত = দিনরাত

ধনী ও দরিদ্র = ধনী-দরিদ্র।

 

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগঃ

   দ্বন্দ্ব সমাসের বিবিধ বিভাগগুলি নিম্নে আলোচিত হল-

 

১) সমার্থক দ্বন্দ্ব সমাসঃ

 সমার্থক বা প্রায়-সমার্থক দুই বা তার বেশি পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন-

ঘর ও বাড়ি = ঘরবাড়ি

কালি ও কলম = কালিকলম

চিঠি ও পত্র = চিঠিপত্র।

 

২) বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসঃ

 পরস্পর বিপরীত অর্থবিশিষ্ট দুই বা তার বেশি পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন-

দিন ও রাত = দিনরাত

সাদা ও কালো = সাদাকালো

জন্ম ও মৃত্যু = জন্মমৃত্যু।

 

৩) বহুপদী দ্বন্দ্বঃ

 যে দ্বন্দ্ব সমাসে দুইয়ের অধিক পদ থাকে, তাকে বলে বহুপদী দ্বন্দ্ব বলা হয়। যেমন-

স্বর্গ, মর্ত্য ও পাতাল= স্বর্গ-মর্ত্য-পাতাল

সত্য, শিব ও সুন্দর = সত্য-শিব-সুন্দর

রূপ, রস, গন্ধ ও স্পর্শ = রূপ-রস-গন্ধ-স্পর্শ।

 

৪) অলুক বা অলোপ দ্বন্দ্ব সমাসঃ

 যে দ্বন্দ্ব সমাসের সমস্তপদে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বা অলোপ দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন-

যেতে ও আসতে = যেতে-আসতে

ঘরে ও বাইরে = ঘরেবাইরে

হাতে ও পায়ে = হাতেপায়ে।

 

৫) একশেষ দ্বন্দ্ব সমাসঃ

 যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি মিলিত হয়ে বহুবচনের রূপ লাভ করে, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন-

তুমি, আমি ও সে = আমরা

তুমি ও সে = তোমরা

সে এবং অন্যান্যরা= তারা

 

সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-

১) সমাসের শ্রেণিবিভাগ

২) দ্বন্দ্ব সমাস

৩) কর্মধারয় সমাস

৪) তৎপুরুষ সমাস

৫) অব্যয়ীভাব সমাস 

৬) বহুব্রীহি সমাস

৭) দ্বিগু সমাস 

৮) নিত্য সমাস

৯) অলুক ও বহুব্রীহি সমাস 

১০) সমাস MCQ 

১১) সমাস MCQ মক টেষ্ট ১

১২) সমাস MCQ মক টেষ্ট ২

১২) সমাস SAQ 

 

বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে

 

You cannot copy content of this page

Need Help?