Sikkhalaya.in

Online Bengali Classes

nitya somas

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের সমাস থেকে এই পোষ্টে নিত্য সমাস সম্পর্কে বিষদ আলোচনা প্রদান করা হলো।   

 

নিত্য সমাসঃ 

 যে সমাসের সমস্যমান পদগুলি অবিগ্রহ বা নিত্য সম্বন্ধে থাকে এবং সেইজন্য সমস্যমান পদগুলি দিয়ে ব্যাসবাক্য করা যায় না, অথবা, অন্য পদ দিয়ে ব্যাসবাক্য গঠন করে সমাসবদ্ধ পদটির অর্থ বিশ্লেষণ করা হয়, তাকে নিত্য সমাস বলে।

যেমন-

অন্য গ্রাম- গ্রামান্তর

অন্য দেশ- দেশান্তর 

 

প্রকারভেদঃ

নিত্য সমাস দু’রকম হতে পারে, যথা-

১) অবিগ্রহ নিত্যঃ

 যে সমাসের ব্যাসবাক্য কোনো ভাবেই সম্ভব নয়, তাকে অবিগ্রহ নিত্য সমাস বলে।

যেমন- কৃষ্ণসর্প

কৃষ্ণসর্প শব্দটি দুটি শব্দযোগে গঠিত- কৃষ্ণ এবং সর্প। এখন যদি এর ব্যাসবাক্য করা হয় “কৃষ্ণ যে সর্প”, তাহলে সেটি ভুল হবে। কারণ কৃষ্ণবর্ণ বা কালো রঙের সাপ তো অনেক আছে কিন্তু কৃষ্ণসর্প হল বিশেষ একটি বিষধর সাপ। দুটি শব্দ দিয়ে তৈরি হলেও কৃষ্ণসর্প আসলে একটিই শব্দ এবং সেইজন্য এর ব্যাসবাক্য সম্ভব নয়।

 

২) অস্বপদ বিগ্রহ নিত্যঃ

যে নিত্য সমাসের স্বপদ বা নিজের পদ অর্থাৎ সমস্যমান পদগুলি দ্বারা বিগ্রহ বাক্য বা ব্যাসবাক্য গঠন করা সম্ভব নয় কিন্তু অস্বপদ বা অন্য পদ দ্বারা ব্যাসবাক্য করা সম্ভব, তাকে অস্বপদ বিগ্রহ নিত্য সমাস বলে।

যেমন-

অন্য জন্ম= জন্মান্তর

অন্য দেশ = দেশান্তর

গ্রামান্তর= অন্য গ্রাম

একমাত্র= কেবল এক

 

সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-

১) সমাসের শ্রেণিবিভাগ

২) দ্বন্দ্ব সমাস

৩) কর্মধারয় সমাস

৪) তৎপুরুষ সমাস

৫) অব্যয়ীভাব সমাস 

৬) বহুব্রীহি সমাস

৭) দ্বিগু সমাস 

৮) নিত্য সমাস

৯) অলুক ও বহুব্রীহি সমাস 

১০) সমাস MCQ 

১১) সমাস MCQ মক টেষ্ট ১

১২) সমাস MCQ মক টেষ্ট ২

১২) সমাস SAQ 

দশম শ্রেণির বাংলা পাঠ্য বিষয়ের নোট দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

দশম শ্রেণি বাংলা নোট

You cannot copy content of this page