Sikkhalaya.in

Online Bengali Classes

অব্যয়ীভাব সমাস

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের সমাস থেকে এই পোষ্টে অব্যয়ীভাব সমাস সম্পর্কে বিষদ আলোচনা প্রদান করা হলো। 

 

যে সমাসের প্রথম পদটি অব্যয় হয় এবং সমাসবদ্ধ পদে উক্ত অব্যয়ের ভাবটি প্রধান ভাবে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। যেমন-

নগরীর সমীপে = উপনগরী

ভিক্ষার অভাব= দুর্ভিক্ষ

দিন দিন = প্রতিদিন

মূর্তির সদৃশ = প্রতিমূর্তি

ইষ্টকে অতিক্রম না করে= যথেষ্ট

 

সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-

১) সমাসের শ্রেণিবিভাগ

২) দ্বন্দ্ব সমাস

৩) কর্মধারয় সমাস

৪) তৎপুরুষ সমাস

৫) অব্যয়ীভাব সমাস 

৬) বহুব্রীহি সমাস

৭) দ্বিগু সমাস 

৮) নিত্য সমাস

৯) অলুক ও বহুব্রীহি সমাস 

১০) সমাস MCQ 

১১) সমাস MCQ মক টেষ্ট ১

১২) সমাস MCQ মক টেষ্ট ২

১২) সমাস SAQ 

 

বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে

দশম শ্রেণি বাংলা নোট

 

You cannot copy content of this page