মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য MCQ প্রশ্নের উত্তর

মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য MCQ প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য MCQ প্রশ্নের উত্তর পাঠ করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য MCQ প্রশ্নের উত্তর -গুলি একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়ক হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য MCQ প্রশ্নের উত্তরঃ 

১) বাংলা সাহিত্যের ইতিহাসে ‘অন্ধকারময় যুগ’ বলে চিহ্নিত করা হয় যে সময়কালকে- ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী

২) বাংলা সাহিত্যের ইতিহাসে ‘মধ্যযুগ’ বলতে যে সময়কালকে বোঝানো হয়ে থাকে- খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী

৩) মধ্যযুগের কাব্যভাবনা ও বিবর্তনের পথরেখা অনুসরণ করে মধ্যযুগের সাহিত্যকে ভাগে ভাগ করা যায়- তিন ভাগে 

৪) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাক্-চৈতন্য পর্ব বলে চিহ্নিত করা হয়ে থাকে যে সময়কালকে- চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীকে 

৫) যে শতাব্দীকে চৈতন্যপর্ব হিসেবে চিহ্নিত করা হয়- ষোড়শ শতাব্দীকে 

৬) বাংলা সাহিত্যের ইতিহাসে ‘চৈতন্যোত্তর পর্ব’ বলে চিহ্নিত করা হয়ে থাকে যে সময়কালকে- সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীকে 

৭) প্রাক্ চৈতন্য যুগের একমাত্র রচিত সাহিত্যিক নিদর্শন হলো- শ্রীকৃষ্ণবিজয় কাব্য 

৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হলেন- বড়ু চন্ডীদাস

৯) শ্রীরামপাঁচালী বা রামায়ণ রচনা করেন- কৃত্তিবাস ওঝা

১০) চৈতন্য উত্তর যুগের মহাভারতের রচয়িতার নাম হলো- কাশীরাম দাস

১১) মালাধর বসু রচিত গ্রন্থটির নাম হলো- শ্রীকৃষ্ণবিজয়

১২) অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্রের মৃত্যু হয়- ১৭৬০ খ্রিষ্টাব্দে 

১৩) বাংলা সাহিত্যের ইতিহাসে যে সময়কালকে যুগসন্ধিক্ষণ বলা হয়- ১৭৬০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দকে 

১৪) বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো- চর্যাগীতি

১৫) ‘নৃপতিতিলক’ নামে যে শাসক পরিচিত ছিলেন- হোসেন শাহ

১৬) ‘আর্যসপ্তশতী’-র রচয়িতা হলেন- গোবর্ধন আচার্য

১৭) আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে (Click Here) 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

You cannot copy content of this page