রাষ্ট্রঃ সংজ্ঞা ও বৈশিষ্ট্য ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো রাষ্ট্রঃ সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই রাষ্ট্রঃ সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের রাষ্টবিজ্ঞান (Pol Science) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
রাষ্ট্রঃ সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারঃ
১) সমাজের সর্বোচ্চ সংগঠন হল – রাষ্ট্র
২) রাষ্ট্র শব্দটিকে আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন – ম্যাকিয়াভেলি
৩) ম্যাকিয়াভেলির রচিত গ্রন্থটি হল – দ্য প্রিন্স
৪) যে শব্দ থেকে রাষ্ট্র শব্দটির উদ্ভব হয়েছে – পলিস
৫) পলিস শব্দটি যে ভাষা থেকে এসেছে – গ্রিক
৬) পলিস শব্দের অর্থ হল – নগররাষ্ট্র
৭) সিভিটাস শব্দের অর্থ হল – ক্ষুদ্র নগররাষ্ট্র
৮) সিভিটাস যে দেশে প্রথম ব্যবহৃত হয় – রোম
৯) ইংরাজি State শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে – Status
১০) Status শব্দটি যে ভাষা থেকে এসেছে – লাতিন
১১) যে ল্যাটিন শব্দ থেকে Status শব্দটি এসেছে – এস্টেট
১২) ‘আমিই রাষ্ট্র’ কথাটি বলেছিলেন – চতুর্দশ লুই
১৩) অ্যারস্টটলের মতে রাষ্ট্র হল – সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান
১৪) ‘রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত, নির্দিষ্ট ভূখন্ডের অধিকারী এক জনসমষ্টি’ কথাটি বলেছেন – উড্রো উইলসন
১৫) ‘রাষ্ট্র হল মর্ত্যে ঈশ্বরের পদচারণা’ কথাটি বলেছেন – হেগেল
১৬) রাষ্ট্রকে ‘জীবন্ত ব্যক্তিত্ব’ বলে সম্বোধন করেছেন – হারবার্ট স্পেনসার
১৭) রাষ্ট্র সম্পর্কিত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন – গার্নার
১৮) ‘রাষ্ট্র হল শ্রেণি শোষণের হাতিয়ার’ কথাটি বলেছেন – কার্ল মার্কস
১৯) মার্কসবাদীদের মতে রাষ্ট্রের বিলোপ ঘটে – শ্রেণিহীন সমাজে
২০) গান্ধিজির রাষ্ট্রহীন সমাজের নাম – রামরাজ্য
২১) ‘রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি’ কথাটি বলেছেন – গার্নার
২২) রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন – সামাজিক চুক্তিবাদীরা
২৩) ‘পশুশক্তি নয়, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি’ কথাটি বলেছেন – গ্রিন
২৪) আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে যে কথাটি প্যয়োগ করেছিলেন – রাজনৈতিক ব্যবস্থা
২৫) রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রথম ব্যবহার করেন – ডেভিড ইস্টন
২৬) ‘রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়’ কথাটি বলেছেন – হেগেল
২৭) রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল – সার্বভৌমিকতা
২৮) রাষ্ট্রের যে উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয়ে থাকে – সার্বভৌমিকতা
২৯) আইনগত সার্বভৌমিকতার জনক হলেন – বোদাঁ
৩০) রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন – জন লক্
৩১) জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন – রুশো
৩২) রুশোর জনগণের সার্বভৌমিকতা যে নামে পরিচিত – সাধারণ ইচ্ছা
৩৩) সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন – গেটেল
৩৪) রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে মনে করেছেন – টমাস হবস্
৩৫) রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় – সরকারকে
৩৬) রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে – সরকার
৩৭) ‘সরকার হল রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র’ কথাটি বলেছেন – গেটেল
৩৮) সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায় – শাসন বিভাগীয় ক্ষমতা
৩৯) এককেন্দ্রিক সরকার বর্তমান – ব্রিটেনে
৪০) ভারতে যে ধরণের সরকার দেখা যায় – যুক্তরাষ্ট্রীয়
৪১) চীন দেশে যে ধরণের সরকার দেখা যায় – সমাজতান্ত্রিক
৪২) রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে যার মাধ্যমে – সরকারের
৪৩) বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হল – ভারত
৪৪) বিশ্বের সবথেকে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট দেশ হল – ভ্যাটিকান সিটি
৪৫) ‘নির্দিষ্ট ভূখন্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না’ কথাটি বলেছেন – ব্লুন্টস্লি
৪৬) ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন – মন্তেষ্কু
৪৭) আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্র হল – রাশিয়া
৪৮) রাষ্ট্রের বাহু বলা হয় – নির্দিষ্ট ভূখন্ডকে
৪৯) ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন – অ্যারিস্টটল
৫০) ‘Social Contract’ গ্রন্থটির রচয়িতা হলেন – রুশো
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ