নাগরিকতা MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার

নাগরিকতা MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো নাগরিকতা MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই নাগরিকতা MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের রাষ্টবিজ্ঞান (Pol Science) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

নাগরিকতা MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারঃ 

১) একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল – নাগরিক 

২) নাগরিক শব্দটির উদ্ভব হয়েছে যে শব্দ থেকে – নগর

৩) নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে – গ্রিসে 

৪) নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন – অ্যারিস্টটল 

৫) ‘শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক’ কথাটি বলেছেন – অ্যারিস্টটল 

৬) অ্যারিস্টটল যে অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন – সংকীর্ণ 

৭) রাষ্ট্র অসদাচারণের জন্য যাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে – নাগরিককে

৮) নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে – নাগরিকরা 

৯) রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত – বিদেশিরা 

১০) ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন –  বিদেশি

১১) রাষ্ট্র যাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে – বিদেশি

১২) যে সকল নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না- সসম্পূর্ণ নাগরিক 

১৩) রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন – অ্যারিস্টটল

১৪) নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেছেন – ল্যাস্কি 

১৫) ‘নাগরিকতা হল সমাজের মঙ্গলসাধণের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা’ কথাটি বলেছেন – ল্যাস্কি 

১৬) সুনাগরিকের অন্যতম গুণ হল – দেশপ্রেম 

১৭) ভোটাধিকার আছে – নাগরিকদের

১৮) রাজনৈতিক অধিকার ভোগ করে – নাগরিকরা 

১৯) যারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের আইনকানুন মেনে চলতে বাধ্য, তাদের বলে – নাগরিক

২০) নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে- সুনাগরিকরা

২১) ‘গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হল সুনাগরিকতা’ কথাটি বলেছেন – মিল

২২) বিদেশিদের যে’কটি ভাগে বিভক্ত করা হয় – দুটি

২৩) ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের – প্রজা 

২৪) দ্বিনাগরিকত্ব যে শাসনব্যবস্থার বৈশিষ্ট্য – যুক্তরাষ্ট্রীয় 

২৬) দ্বৈতনাগরিকতা যে দেশে প্রচলিত – মার্কিন যুক্তরাষ্ট্র 

২৭) নাগরিকতা অর্জনের পদ্ধতি হল – দুটি 

২৮) নাগরিকতা অর্জন করা যায় – জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা

২৯) জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় – স্বাভাবিক নাগরিক

৩০) ‘শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, সে তার পিতা-মাতার নাগরিকতা লাভ করবে’ এই নীতিটিকে বলা হয় – রক্তের সম্পর্ক নীতি 

৩১) নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় – আর্জেন্টিনায় 

৩২) গ্রেট ব্রিটেনে অনুমোদনসিদ্ধ নাগরিককে বলা হয় – পূর্ণ নাগরিক 

৩৩) যে দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পান – জাপান 

৩৪) যে দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে – মার্কিন যুক্তরাষ্ট্র 

৩৫) অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা হল – কৃত্রিম নাগরিকতা 

৩৬) ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা হল – ২২টি 

৩৭) ভারতের নাগরিক হতে হলে অন্তত সংবিধান স্বীকৃত যে’কটি ভাষা জানতে হয় – ১টি 

৩৮) সিকিমের ভারতভুক্তির পরে সেখানকার অধিবাসীদের যে পদ্ধতিতে নাগরিকতা প্রদান করা হয় – সমষ্টিগত নাগরিকতা 

৩৯) অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান, তখন তাকে বলা হয় – রাষ্ট্রহীন ব্যক্তি 

৪০) জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি রয়েছে – ২টি 

৪১) সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি হল – চুক্তি 

৪২) বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন – তসলিমা নাসরিন 

৪৩) ভারতবাসী নাগরিকতা অর্জন করে – ১৯৫০ খ্রিঃ ২৬ শে জানুয়ারি 

৪৪) ভারতীয় সংবিধানের যে অংশে নাগরিকতার বিষয়টি রয়েছে – দ্বিতীয় অংশে 

৪৫) ভারতের সংবিধানের যে ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে – ৫ থেকে ১১ 

৪৬) ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত ভারতে বসবাস করতে হয় – ১০ বছর 

৪৭) ভারতের অর্জিত নাগরিক ছিলেন – মাদার টেরেসা 

৪৮) কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকতা – বিলুপ্ত হতে পারে 

৪৯) নাগরিকদের পালন করতে হইয় যে দু’ধরণের কর্তব্য – নৈতিক ও আইনগত 

৫০) সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় – অশিক্ষা  

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?