যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা ।। আবহমান কবিতা ।। নবম শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা আবহমান কবিতা থেকে ‘যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা ।। আবহমান কবিতা ।। নবম শ্রেণি বাংলা’ প্রদান করা হলো। এই যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা ।। আবহমান কবিতা ।। নবম শ্রেণি বাংলা প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে নবম শ্রেনির শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা ।। আবহমান কবিতা ।। নবম শ্রেণি বাংলাঃ
১) ‘যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা”- কবি কাদের, কেন এই পরামর্শ দিয়েছেন? কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কীভাবে সম্পর্কযুক্ত?
উৎসঃ
গ্রামবাংলার রূপকার কবি “নীরেন্দ্রনাথ চক্রবর্তী” রচিত “অন্ধকার বারান্দা” কাব্যগ্রন্থের “আবহমান” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি গৃহীত হয়েছে।
উদ্দিষ্ট ব্যক্তিবর্গঃ
গ্রামবাংলার যেসকল সন্তানেরা তাদের জীবন-জীবিকার প্রয়োজনে মাতৃভূমি ত্যাগে বাধ্য হয় সেই প্রবাসী বঙ্গবাসীদের উদ্দেশ্য করে কবি প্রশ্নোক্ত পরামর্শটি প্রদান করেছেন।
পরামর্শ প্রদানের কারণঃ
বঙ্গ প্রকৃতির সাথে তার সন্তানদের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তাদের জন্মলগ্ন থেকে প্রতিস্থাপিত হয়, তাকে দূরত্বের ব্যবধান কখনোই ছিন্ন করতে পারে না। তাই গ্রামবাংলার বুকে হারিয়ে যাওয়া সন্তানদের পুনরায় ফিরে আসার আবহমানতাকে নির্দেশ করেই কবি প্রশ্নোক্ত পরামর্শটি প্রদান করেছেন।
নামকরণ ও কবির পরামর্শের সম্পর্কঃ
একজন সাহিত্যিক তার সাহিত্য রচনার ভাবনা ও আদর্শবোধকে পাঠকমনে সঞ্চারিত করে তাদের সাহিত্য পাঠে আকর্ষিত করতে যথার্থ নামকরণের ব্যবহার করে থাকেন। আমাদের পাঠ্য “আবহমান” কবিতাটির মধ্য দিয়ে কবি গ্রামবাংলাকে ভালোবেসে তার সন্তানদের যুগে যুগে বারংবার প্রত্যাবর্তনের কাহিনিকেই তার কবিপ্রতিভার স্বাভাবিক দক্ষতায় উপস্থাপন করেছেন।
গ্রামজীবনের সঙ্গে তথা বঙ্গপ্রকৃতির সাথে সংলগ্ন মানুষের বেঁচে থাকার অকৃত্তিম বাসনা কখনোই অবলুপ্ত হয় না। তাই তো গ্রামবাংলায় ফিরে এসে তারা-
“সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে
সারাটা রাত তারায়-তারায় স্বপ্ন এঁকে রাখে।”
বাংলার মাটিতে তার সন্তানদের বারংবার ফিরে আসাকে কবি প্রতীকায়িত করতে যেমন সূর্যের আলো-ছায়ার পরম্পরার প্রসঙ্গ উত্থাপন করেছেন, ঠিক তেমনি তাদের যাওয়া-আসার কাহিনিকে “আবহমান” নামকরণটির মাধ্যমে রূপায়িত করতে একাধিকবার প্রশ্নোক্ত অংশটিকে সার্থকভাবে ব্যবহার করেছেন।
আবহমান কবিতার অন্যান্য প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ