আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা

আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা প্রদান করা হলো। এই আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্য কবিতাটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে সমর্থ হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলাঃ  

আয় আরো বেঁধে বেঁধে থাকি

শঙ্খ ঘোষ

আমাদের ডান পাশে ধ্বস

আমাদের বাঁয়ে গিরিখাদ

আমাদের মাথায় বোমারু

পায়ে পায়ে হিমানীর বাঁধ

আমাদের পথ নেই কোনো

আমাদের ঘর গেছে উড়ে

আমাদের শিশুদের শব

ছড়ানো রয়েছে কাছে দূরে!

আমরাও তবে এইভাবে

এ-মুহূর্তে মরে যাব না কি?

আমাদের পথ নেই আর

আয় আরো বেঁধে বেঁধে থাকি।

 

আমাদের ইতিহাস নেই

অথবা এমনই ইতিহাস

আমাদের চোখমুখ ঢাকা

আমরা ভিখারি বারোমাস

পৃথিবী হয়তো বেঁচে আছে

পৃথিবী হয়তো গেছে মরে

আমাদের কথা কে-বা জানে

আমরা ফিরেছি দোরে দোরে।

কিছুই কোথাও যদি নেই

তবু তো কজন আছি বাকি

আয় আরো হাতে হাত রেখে

আয় আরো বেঁধে বেঁধে থাকি। 

 

কবিতার উৎসঃ

‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবি ‘শঙ্খ ঘোষ’ এর ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটি ‘প্যাপিরাস’ প্রকাশনা থেকে ৫ ফেব্রুয়ারি, ২০০৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট ৩১টি কবিতা আছে। পাঠ্য কবিতাটি বইয়ের একত্রিশতম, অর্থাৎ কবিতাটি কাব্যগ্রন্থের শেষতম কবিতা।  

আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তুঃ 

কবি ‘শঙ্খ ঘোষ’ তাঁর ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় সমাজ ব্যবস্থার সঙ্কট মুহূর্তের এক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। কবিতার মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে বিপন্ন মানুষের কথা তুলে ধরেছেন সমাজ সচেতন কবি । এইসব মানুষদের ডানদিকের পথ ধ্বসে রুদ্ধ, বাম দিকে গভীর গিরিখাদ দ্বারা বাধাপ্রাপ্ত। মাথার উপর আকাশটাও নিরাপদ নয়, সেখানে বোমারু বিমানের আনাগোনা। দুর্দশাগ্রস্ত মানুষেরা আজ গৃহহারা। শিশুদের শব ‘ছড়ানো রয়েছে কাছে দূরে’। এই প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকতে কবির আহ্বান- ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’। 
কেবল সমাজের বাহ্যিক অবক্ষয় নয়। বিপন্ন মানুষেরা আজ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে।‌ এই দুর্বলতার কারন তাদের কোনো ইতিহাস নেই। যদিও বা থাকে, সেখানে প্রকৃত সত্যের উন্মোচন ঘটেনি। এইসব বিপন্ন মানুষেরা আজ সহানুভূতির কাঙাল। পৃথিবীর অন্যান্য মানুষ কোনো ভাবেই মনে রাখেনি তাদের কথা। এমতাবস্থায় যে ক’জন বেঁচে থাকতে পারবেন, তাদের কাজ হবে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা। অর্থাৎ পারস্পরিক ঐক্য সুদৃঢ় করে, নিজেদের শক্তিকে একত্রিত করে অশুভ শক্তিকে প্রতিহত করতে একত্রে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন কবি।  

আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা প্রশ্নের উত্তরঃ 

১) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

২) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার SAQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৩) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৪) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বড়ো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৫) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ TEST প্রদান করতে এই লিঙ্কটি অনুসর করতে হবে  

দশম শ্রেণির অধ্যায়ভিত্তিক বাংলা প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page