আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা
আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলাঃ
আয় আরো বেঁধে বেঁধে থাকি
শঙ্খ ঘোষ
আমাদের ডান পাশে ধ্বস
আমাদের বাঁয়ে গিরিখাদ
আমাদের মাথায় বোমারু
পায়ে পায়ে হিমানীর বাঁধ
আমাদের পথ নেই কোনো
আমাদের ঘর গেছে উড়ে
আমাদের শিশুদের শব
ছড়ানো রয়েছে কাছে দূরে!
আমরাও তবে এইভাবে
এ-মুহূর্তে মরে যাব না কি?
আমাদের পথ নেই আর
আয় আরো বেঁধে বেঁধে থাকি।
আমাদের ইতিহাস নেই
অথবা এমনই ইতিহাস
আমাদের চোখমুখ ঢাকা
আমরা ভিখারি বারোমাস
পৃথিবী হয়তো বেঁচে আছে
পৃথিবী হয়তো গেছে মরে
আমাদের কথা কে-বা জানে
আমরা ফিরেছি দোরে দোরে।
কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি
আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি।
কবিতার উৎসঃ
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবি ‘শঙ্খ ঘোষ’ এর ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটি ‘প্যাপিরাস’ প্রকাশনা থেকে ৫ ফেব্রুয়ারি, ২০০৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট ৩১টি কবিতা আছে। পাঠ্য কবিতাটি বইয়ের একত্রিশতম, অর্থাৎ কবিতাটি কাব্যগ্রন্থের শেষতম কবিতা।
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তুঃ
আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা প্রশ্নের উত্তরঃ
১) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
২) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার SAQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৪) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বড়ো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৫) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ TEST প্রদান করতে এই লিঙ্কটি অনুসর করতে হবে
দশম শ্রেণির অধ্যায়ভিত্তিক বাংলা প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে