নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন গুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নঃ
ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৮=৮
(i) ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়-
(a) অর্লিয়েন্স
(b) বুরবোঁ
(c) অরেঞ্জ
(d) স্যাভয়-রাজবংশ।
(ii) ফ্রান্সের ‘নাগরিক রাজা’ বলা হয়-
(a) পঞ্চদশ লুইকে
(b) লুই ফিলিপকে
(c) ষোড়শ লুইকে
(d) অষ্টাদশ লুইকে।
(iii) প্রাগের সন্ধি স্বাক্ষরিত হয়-
(a) অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে
(b) প্রাশিয়া ও রাশিয়ার মধ্যে
(c) রাশিয়া ও ডেনমার্কের মধ্যে
(d) প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে।
(iv) শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন-
(a) অগাস্তে ব্ল্যাঙ্কি
(b) আর্নল্ড টয়েনবি
(c) কার্ল মার্কস
(d) কার্টরাইট।
(v) সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ইউরোপের-
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) ইটালিতে
(d) রাশিয়ায়।
(vi) ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামক পুস্তিকাটির প্রকাশ ঘটে-
(a) ১৮৩৮ খ্রিস্টাব্দে
(b) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(c) ১৮৬০ খ্রিস্টাব্দে
(d) ১৮৬৭ খ্রিস্টাব্দে।
(vii) ‘এপ্রিল থিসিস’-এর প্রবস্তা হলেন-
(a) কার্ল মার্কস
(b) লেনিন
(c) হিটলার
(d) মুসোলিনি।
(viii) ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশিত হয়েছিল-
(a) ১৯১২ খ্রিস্টাব্দে
(b) ১৯১৩ খ্রিস্টাব্দে
(c) ১৯১৪ খ্রিস্টাব্দে
(d) ১৯১৫ খ্রিস্টাব্দ
খ) একটি বাক্যে উত্তর দাওঃ ১*৪=৪
(i) ‘কূটনীতির রাজপুত্র’ কাকে বলা হয় ?
(ii) ‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন ?
(iii) কোন সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যুদ্ধবিরতি ঘটায় ?
(iv) সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয় ?
গ) সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ ১*২=২
(i) ‘Organization of Labour’ গ্রন্থটির রচয়িতা ফিশার।
(ii) ‘ওয়াটার ফ্রেম’ নামক যন্ত্রটির উদ্ভাবন করেন জন স্মিটন।
ঘ) নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করোঃ ১*২=২
(i) বিবৃতি: জোসেফ ম্যাৎসিনি ‘ইয়ং ইটালি’ প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা:
(a) ইটালির কৃষকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে।
(b) ইটালির যুবকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে।
(c) ইটালির সাধারণ মানুষের মধ্যে রাজতান্ত্রিক ধারণা গড়ে তুলতে।
(ii) বিবৃতি: ১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাখ্যা:
(a) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির আত্মসমর্পণের জন্য।
(b) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির আত্মসমর্পণের জন্য।
(c) ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য।
ঘ) নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো চারটি) ২*৪=৮
(i) কবে, কার উদ্যোগে ‘শক্তি সমবায়’ গড়ে ওঠে ?
(¡¡) ‘উষ্ণ জলনীতি’ বলতে কী বোঝো ?
(iii) ‘ঘেটো’ কী ?
(iv) ‘ত্রিশক্তি মৈত্রী’ ও ‘ত্রিশক্তি আঁতাত’ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ?
(v) ‘মেনশেভিক’ ও ‘বলশেভিক’ কথার অর্থ কী ?
(vi) ‘মহামন্দা’ কত খ্রিস্টাব্দে এবং কেন হয়েছিল ?
ঙ) নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ৪*২=৮
(i) রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান কে, কত খ্রিস্টাব্দে এবং কেন করেন?
(ii) টীকা লেখোঃ ‘এপ্রিল থিসিস’।
(iii) শিল্প বিপ্লবের কুফলগুলি আলোচনা করো।
চ) নিম্নলিখিত প্রশ্নগুলির ১৫-১৬টি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো একটি) ৮*১=৮
(i) টীকা লেখোঃ ‘মেটারনিখ ব্যবস্থা’।
(ii) ইউরোপীয় শক্তিগুলি কীভাবে চিন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করেছিল তা আলোচনা করো।
(iii) রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো।
(iv) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।
বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ