মঙ্গলকাব্য থেকে আরো MCQ প্রশ্নের উত্তর

মঙ্গলকাব্য থেকে আরো MCQ প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে আবারো মঙ্গলকাব্য থেকে আরো MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা (Class Eleven First Semester Bengali) পরীক্ষার জন্য এই MCQ প্রশ্নের উত্তরগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই মঙ্গলকাব্য থেকে আরো MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

মঙ্গলকাব্য থেকে আরো MCQ প্রশ্নের উত্তর : 

১) ‘মঙ্গল’ শব্দটি ব্যবহৃত হত – মাহাত্ম্য প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে

২) মঙ্গলকাব্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল – সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে লৌকিক ও বহিরাগত বিভিন্ন ধর্মমতের সমন্বয় 

৩) মঙ্গলগান রচিত হওয়া শুরু হয় – খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে 

৪) যে ধরনের মঙ্গলকাব্যে শিব উপাখ্যান সংযোজিত হয়েছে – ধর্মমঙ্গল

৫) বর্ণনার শেষে মঙ্গলকাব্যের কবিগণ নিজের নাম পরিচয়জ্ঞাপক যে বিবরণ দিতেন, তাকে বলা হত – ভণিতা

৬) মঙ্গলকাব্যের নায়িকার সারা বছরের দুঃখের কথা বর্ণনা হল – বারোমাস্যা 

৭) মঙ্গলকাব্যে ‘চৌতিশা’ হল – বর্ণানুক্রমিক চৌত্রিশ অক্ষরে দেবতার স্তব

৮) মঙ্গলকাব্যগুলির দ্বিতীয় অংশে বর্ণিত হয়েছে – গ্রন্থ উৎপত্তির কারণ

৯) বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য হল – মনসামঙ্গল

১০) মনসামঙ্গলের আদি কবি হলেন – হরিদত্ত

১১) চৈতন্যপূর্ব যুগের একজন মনসামঙ্গলকার হলেন – বিপ্রদাস পিপলাই

১২) চৈতন্য পরবর্তী যুগের একজন মনসামঙ্গলকার হলেন – কেতকাদাস ক্ষেমানন্দ

১৩) মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় কাব্যের নাম –পদ্মাপুরাণ

১৪) নারায়ণ দেবের মনসামঙ্গল যে নামে পরিচিত – পদ্মাপুরাণ

১৫) যে কবির মনসামঙ্গল সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল – কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল

১৬) কবি কেতকাদাস ক্ষেমানন্দের সময়কাল হল – সপ্তদশ শতাব্দী

১৭) মনসামঙ্গল কাব্যের প্রধান পুরুষ চরিত্র – চাঁদ সদাগর

১৮) স্বর্গের নর্তকী ঊষা জন্ম নিল উজানী নগরে, তার নাম হল – বেহুলা 

১৯) ঊষার স্বামী অনিরুদ্ধ জন্ম নিয়েছিল – লখিন্দর রূপে 

২০) চন্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হলেন – মানিক দত্ত

২১) চন্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি মানিক দত্ত যে অঞ্চলের বলে অনুমান করা হয় – মালদহ

২২) চন্ডীমঙ্গলের একজন কবি হলেন – দ্বিজমাধব 

২৩) কবি দ্বিজমাধব রচিত চন্ডীমঙ্গলটি যে নামে পরিচিত – মঙ্গলচণ্ডীর গীত

২৪) চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হলেন – মুকুন্দ চক্রবর্তী

২৫) মুকুন্দ চক্রবর্তীর আদি বাসস্থান ছিল – বর্ধমান জেলার দামুন্যা গ্রামে  

২৬) ‘কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন – মুকুন্দ চক্রবর্তী

২৭) মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি যে নামে পরিচিত – অভয়ামঙ্গল

২৮) মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম ছিল – হৃদয় মিশ্র 

২৯) মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সর্বপ্রথম সাহিত্যের যে শাখার লক্ষণ দেখা যায় – উপন্যাস

৩০) মুকুন্দরাম যার অত্যাচারে বাস্তুভিটা পরিত্যাগ করে মেদিনীপুরে আসেন – মামুদ সরিফ

৩১) চন্ডীমঙ্গলের আখেটিক খন্ডের নায়ক হলেন – কালকেতু

৩২) চন্ডীমঙ্গলের বণিক খন্ডের নায়ক হলেন – ধনপতি সদাগর

৩৩) রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় – ধর্মমঙ্গল কাব্যকে

৩৪) ময়ূরভট্ট রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম – হাকন্দ পুরাণ

৩৫) ধর্মমঙ্গল ধারার আদি কবি হলেন – ময়ূরভট্ট

৩৬) ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হলেন – ঘনরাম চক্রবর্তী 

৩৭) ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য যে শতাব্দীতে রচিত – অষ্টাদশ 

৩৮) ‘অনাদিমঙ্গল’ নামে পরিচিত যে কবির কাব্য – ঘনরাম চক্রবর্তী

৩৯) যে কবি ‘রায়গুণাকর’ উপাধি লাভ করেছিলেন – ভারতচন্দ্র রায়

৪০) ভারতচন্দ্র রায় জন্মগ্রহণ করেন – পেঁড়ো গ্রামে

৪১) ভারতচন্দ্র রায়ের পিতার নাম – নরেন্দ্রনারায়ণ রায়

৪২) ভারতচন্দ্র যার পৃষ্ঠপোষকতায় ‘অন্নদামঙ্গল’ কাব্য লেখেন – কৃষ্ণচন্দ্রের 

৪৩) ‘নূতন মঙ্গল’ নামে অভিহিত যে কাব্য – অন্নদামঙ্গল

৪৪) ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি বিভক্ত – তিনটি খন্ডে 

৪৫) ‘বিদ্যাসুন্দর’ গ্রন্থটির রচয়িতা হলেন – ভারতচন্দ্র রায়

৪৬) শিবায়ন কাব্যগুলির কবিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় – রামেশ্বর ভট্টাচার্য

আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?