শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার :
১) ইউনেস্কো পরিচালিত শিক্ষা কমিশন শিক্ষাকে সম্পদ বলেছে – অন্তরের
২) শিক্ষার উপাদান – 4টি
৩) শিক্ষার দুটি সক্রিয় উপাদান হল – শিক্ষক ও শিক্ষার্থী
৪) শিক্ষার নিষ্ক্রিয় উপাদান হল – পাঠক্রম
৫) শিক্ষার প্রধান উপাদান হল – শিক্ষার্থী
৬) শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে – শিক্ষার্থী
৭) “বংশগতি হল সেইসকল বৈশিষ্ট্যের সমাহার যেগুলি জন্মের সময় তার মধ্যে উপস্থিত থাকে।” কথাটি বলেছেন – উডওয়ার্থ
৮) শিশুর জৈবিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হয় – জিন সংগঠন দ্বারা
৯) শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সে দুটি হল – বংশগতি ও পরিবেশ
১০) Heredity Genius’ বইটির রচয়িতা হলেন – গ্যালটন
১১) পিতা-মাতার বুদ্ধির সঙ্গে ছেলেমেয়ের বুদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে- এ কথা প্রমাণ করেন – টারম্যান
১২) “বংশগতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত বিকাশের উপাদান।” কথাটি বলেছেন – স্যান্ডিফোর্ড
১৩) “শিক্ষা হল শিশুর জ্ঞান পরিচালনা- যেভাবে মাছ সাঁতার শেখে, পাখি উড়তে শেখে, প্রাণী দৌড়োতে শেখে-সেভাবে শিক্ষা গ্রহণ করবে।” কথাটি বলেছেন – কমেনিয়াস
১৪) শিশুর জীবনবিকাশের গুরুত্বপূর্ণ উপাদান – বংশগতি ও পরিবেশ
১৫) কাসা-দাই-বামবিনি বিদ্যালয় পরিবেশের দ্বারা শিশুশিক্ষা পরিচালনা করেন – মাদাম মন্তেসরি
১৬) ব্যক্তিত্ব হল – বংশগতি × পরিবেশ
১৭) বংশধারার ক্ষুদ্রতম উপাদান হল – জিন
১৮) ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কথাটির অর্থ হল – শিক্ষার্থীদের একমাত্র কাজ হল অধ্যয়ন
১৯) শিশু তার জন্মগ্রহণের সময় যেসব বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে তার পিতা- মাতার কাছ থেকে এবং পরোক্ষভাবে অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকে, সেগুলিকে বলা হয় – বংশগতি
২০) বংশগতির জনক বলা হয় – মেন্ডেলকে
২১) মনোবিদ অ্যালপোর্টের মতে, মানুষের ব্যক্তিত্ব যে দুটি উপাদানের পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল, সেগুলি হল – বংশগতি ও পরিবেশ
২২) ব্যক্তিত্ববিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাবকে প্রধান বলেছেন – ডাগডেল
২৩) DNA-এর পুরো নাম হল – De-Oxy ribonucleic Acid
২৪) যেসব কোশে DNA অনুপস্থিত থাকে, সেসব কোশে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে – RNA
২৫) Heredity শব্দটি যে শব্দ থেকে উৎপন্ন হয়েছে, তা হল – ল্যাটিন
২৬) “বংশগতি হল সমস্ত দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলির সমষ্টি, যেগুলি শিশু জন্মলগ্নে তার পূর্বপুরুষদের কাছ থেকে পায়।” বলেছেন – স্টোন
২৭) ব্যক্তির দৈহিক আকৃতি, গায়ের রং, গঠন ইত্যাদি বাহ্যিক বৈশিষ্ট্যগুলি যে বংশগতির অন্তর্গত, তা হল – দৈহিক বংশগতি
২৮) “বংশগতি হল সেইসকল উপাদান, যা জন্মের শুরুতেই শিশু পিতা-মাতার কাছ থেকে লাভ করে।” কথাটি বলেছেন – উডওয়ার্থ
২৯) জেলের কারাবন্দিদের উপর বংশগতির পরীক্ষা করেন – ডাগডেল
৩০) শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত – শিক্ষক
৩১) শিক্ষককে শিক্ষার উপাদান বলা হয়, কারণ – তিনি শিক্ষার্থীর কাছে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক
৩২) শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল – সহায়কের
৩৩) শিক্ষাপ্রক্রিয়ার মূল চাবিকাঠি হলেন – শিক্ষক
৩৪) সমাজ যার উপর জাতিগঠনের ভার অর্পণ করেছে – শিক্ষক
৩৫) শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ফুটিয়ে তোলেন – শিক্ষক
৩৬) বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন হল – প্রাক্ষোভিক বিকাশমূলক কাজ
৩৭) শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যে মাধ্যমে সংযোগ রক্ষা করেন – ফিডব্যাক
৩৮) শিক্ষা প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষকের ভূমিকা – বৃদ্ধি পায়
৩৯) শিক্ষকের প্রধান ভূমিকা হল – বিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়ন
৪০) শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ককে নৌকোর চালক এবং চালিকাশক্তির সঙ্গে তুলনা করেছেন – জন ডিউই
৪১) শিক্ষককে জাতির আলোকবর্তিকাবাহী এবং মানবজাতির ভবিষ্যতের রূপকার বলেছেন – জন অ্যাডাম্স
৪২) মাদাম মন্তেসরি তাঁর শিক্ষাব্যবস্থায় শিক্ষিকাদের বলেছিলেন – পরিচারিকা
৪৩) একজন আদর্শ শিক্ষকের মধ্যে যে গুণটি থাকা আবশ্যক – দায়িত্বশীলতা
৪৪) একজন সুশিক্ষকের মধ্যে যে গুণগুলি থাকা উচিত – প্রগতিশীলতা, ধৈর্যশীলতা, দায়িত্বশীলতা
৪৫) একজন সুশিক্ষকের বুদ্ধ্যঙ্ক হওয়া উচিত – 120-র বেশি
৪৬) শিক্ষা সহায়ক উপকরণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল – পাঠক্রম
৪৭) পাঠক্রম হল অভিজ্ঞতার – সমন্বয়
৪৮) পাঠক্রমের বিষয়বস্তুগুলি একে অন্যের সঙ্গে – সম্পর্কযুক্ত
৪৯) “পাঠক্রম হচ্ছে মানবজাতির সার্বিক জ্ঞান ও অভিজ্ঞতার এক সমন্বয়ী রূপ” কথাটি বলেছেন – ফ্রয়েবেল
৫০) পাঠক্রম রচনার নীতি হল – পরিবর্তনশীল
৫১) “একটি বিশেষ কোর্সের সমস্ত বিষয়, ধারণা ও নীতির সমন্বয়সাধন হল পাঠক্রম” কথাটি বলেছেন – জন ডিউই
৫২) “শিক্ষার্থী যা কিছু শেখে তাই-ই হল পাঠক্রম।” কথাটি বলেছেন – হর্নি
৫৩) পাঠক্রমের ক্রিয়াগত নীতি বলা হয় – সক্রিয়তা এবং নমনীয়তার নীতিকে
৫৪) পাঠক্রমের প্রকৃতি প্রভাবিত হয় – পাঠক্রম নির্ধারক ব্যক্তিসমূহের দ্বারা
৫৫) পাঠক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় – মুদালিয়র কমিশনের রিপোর্টে
৫৬) আধুনিক কালে পাঠক্রমের বিস্তৃতি – শ্রেণিকক্ষের ভিতরে ও বাইরে
৫৭) একটি পাঠক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত – অনুবন্ধন
৫৮) পাঠক্রম প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যের নীতিটি হল – শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া
৫৯) পাঠক্রমের মূল উদ্দেশ্য হল – শিক্ষার্থীর উদ্দেশ্যপূরণ
৬০) পাঠক্রম প্রণয়ন সমন্বয়ের নীতিতে যে বিষয়ে সমন্বয়সাধনের কথা বলা হয়েছে – শিশু ও সমাজের
৬১) “আদর্শ পাঠক্রম রচিত হবে শিশুর চাহিদা ও সমাজের চাহিদার সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে” কথাটি বলা হয়েছে – মুদালিয়র কমিশনে
৬২) পাঠক্রম প্রণয়নের সময় পরিণমনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত- কারণ – শিশুর শিখন পরিণমনের উপর নির্ভরশীল
৬৩) “শ্রেণিকক্ষের পাঠক্রম শিক্ষার্থীর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত”- এ কথা বলেছে – কোঠারি কমিশন
৬৪) আধুনিক পাঠক্রম শিক্ষার্থীর যে ধরনের বিকাশে সহায়তা করে – সার্বিক
৬৫) গতানুগতিক পাঠক্রমে অবহেলা করা হয়েছে – কর্মকে
৬৬) “শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে অবিচ্ছিন্ন কর্ম হল কর্মকেন্দ্রিক পাঠক্রম” কথাটি বলেছেন – জন ডিউই
৬৭) Education of 3Hs তত্ত্বটি উপস্থাপন করেন – ব্র্যানফোর্ড
৬৮) নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতি যে শিক্ষাব্যবস্থায় – নিয়ন্ত্রিত শিক্ষা
৬৯) ‘পাঠক্রম’ কথাটির অর্থ হল – শিক্ষাদানের লক্ষ্যে পৌঁছোনোর পথ বা উপায়
৭০) যে ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে – Currere
৭১) ‘Currere’ শব্দের অর্থ হল – দৌড়ের পথ
৭২) বর্তমানে পাঠক্রমের একটি বৈশিষ্ট্য হল – পরিবর্তনশীলতা
৭৩) ফ্রয়েবেলের মতে, ‘কারিকুলাম’ হল – মানবজাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ