বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার

বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার 

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার’ প্রদান করা হলো। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে এই ‘বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার ‘ প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার পাঠ করে বাংলা গানের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রস্তুতির লক্ষ্যে এখানে বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টারঃ

১) ‘চর্যাচর্যবিনিশ্চয়’ গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা – ৫১

২) চর্যার যুগে সঙ্গীতে কয়টি অঙ্গ দেখা যায় – ৬ টি

৩) শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি রাগ রাগিণীর ব্যবহার দেখা যায়  – ৩২ টি

৪) মঙ্গলকাব্য গুলি গাওয়া হোতো কোন লৌকিক ছন্দে – লাচাড়ি ছন্দে

৫) মঙ্গলকাব্য গুলি কতদিন ধরে গাওয়া হোত  – ৮ দিন

৬) মনসাগীতি রাঢ় বঙ্গে কী নামে পরিচিত  – ঝাপান

৭) মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত  – ভাসান

৮) মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত – রয়ানী

৯) মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত – সাইটোল বিষহরীর গান

১০) শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে – রামপ্রসাদ

১১) ‘কবিরঞ্জন’ কার উপাধি – রামপ্রসাদ

১২) একজন আখড়াই গানের শিল্পী হলেন – রামনিধি গুপ্ত

১৩) ‘ঠুংরি’ গানের প্রবর্তক হলেন – নবাব ওয়াজেদ আলি শাহ

১৪) পাঁচালী ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল – ঢপ কীর্তন

১৫) ঊনবিংশ শতকের কলকাত্তাই বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটেছিল –পক্ষী দলের গানে

১৬) পক্ষী দলের সবচেয়ে বিখ্যাত সদস্য বা গায়ক ছিলেন – রূপচাঁদ পক্ষী বা গৌরহরি দাস মহাপাত্র

১৭) সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম কী – প্রবোধ চন্দ্র দে

১৮) বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের প্রকৃত নাম কী – আভাস কুমার গঙ্গোপাধ্যায়

১৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটি কার লেখা – আব্দুল গফ্‌ফর চৌধুরী

২০) বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি – মহীনের ঘোড়াগুলি

২১) ভাওয়াইয়া গানের বাদকদের কী নামে ডাকা হয় – বাউদিয়া

২২) ভাওয়াইয়া গানে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রের নাম হল – দোতারা

২৩) জারিগানের ‘জারি’ শব্দের অর্থ কী – ক্রন্দন

২৪) বাংলা সঙ্গীতের রাগরাগিণীর সূত্রপাত ঘটে – চর্যাগীতে

২৫) নীচের কোন ব্যাক্তি চর্যাগানের রচয়িতা – লুই পা

২৬) ‘কীর্তন গান’ কথাটির অর্থ – যশোগাথ

২৭) কমলাকান্ত ভট্টাচার্য কোন্‌ গানের রচয়িতা  – শাক্তগীতি

২৮) দাশরথি রায় যে ধারার গানের রচয়িতা – পাঁচালী

২৯) ‘গম্ভীরা’ মূলত কোন জেলার গান  – মালদহ

৩০) ‘ঝুমুর’ কী ধরনের গান – লোকগীতি 

৩১) চর্যা গান গুলির আবিষ্কারক- হরপ্রসাদ শাস্ত্রী

৩২) শ্রীকৃষ্ণ কীতনের খণ্ডিত পুঁথি টি পাওয়া গিয়েছিল- বাঁকুড়া জেলার  কাকিলো গ্রামে

৩৩) বিখ্যাত কবিয়াল হলেন- লালন শাহ

৩৪) নিখিল ব্যানার্জি বাজাতেন- সেতার

৩৫) মাঝি মাল্লার গান- ভাটিয়ালি

৩৬) বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিবাহবাহী ও প্রাচীনতম গীতশৈলী- খেয়াল

৩৭) দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী- কৃষ্ণা চট্টোপধ্যায়

৩৮) হেমাঙ্গ বিশ্বাস গাইতেন- গণসঙ্গীত

৩৯) ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল- অবিভক্ত বাংলায়

৪০) “মানুষের প্রথম সাঙ্গীতিক যন্ত্র” হল- কন্ঠ

৪১) “ভারত তথা বাংলার” যাবতীয় বাদ্রযন্ত্রকে বিভক্ত করা হয়- চারটি ভাগে

৪২) “কবি ঈশ্বর গুপ্ত” পক্ষির দলের প্রতিষ্ঠাতা বলেছেন- শিবচন্দ্র ঠাকুরকে

৪৩) রূপচাঁদ পক্ষির পোশাকি নাম হল- গৌরহরি দাস মহাপাত্র

৪৪) বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা”–র সুরের উৎস- লালন গীতি

৪৫) দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় শিল্পী ছিলেন- খেয়াল গানের

৪৬) “তুমি নির্মল করো মঙ্গল করো” গানটির রচয়িতা হলেন- অতুল প্রসাদ সেন

৪৭) রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হল- কল্যাণী

৪৮) অতুল প্রসাদ সেনের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হল- বাণী

৪৯) বাংলা ভাষায় গজল গানের পথিকৃত হলেন- অতুল প্রসাদ সেন

৫০) চারন – কবি হলেন- মুকুন্দ দাস

৫১) মুকুন্দ দাস তার রচিত যে পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গ ঘুরে বেড়িয়েছেন- মাতৃ পূজা

৫২) “আমরা করব জয়” গানটির গীতিকার হলেন- শিবদাস বন্দোপাধ্যায়

৫৩) ভি. বালসারা কে ‘ডি.লিট’ উপাধি দিয়ে সম্মানিত করেছে যে বিশ্ববিদ্যালয়- বিশ্বভারতী

৫৪) মান্না দে-র পোশাকি নাম ছিল- প্রবোধচন্দ্র দে

৫৫) সত্যজিৎ রায়ের “পথের পাঁচালী” সঙ্গীত পরিচালক করেছিলেন- রবি শংকর

৫৬) বাঁশিতে বিখ্যাত ছিলেন- মেহেদী হুসেন  খাঁ

৫৭) ‘পক্ষীর জাতিমালা’ নামে সমের পাঁচালি দল গড়েন- গৌরহরি দাস মহাপাত্র

৫৮) “ওই মহাসিন্ধুর ওপার হতে” গানটির রচয়িতা হলেন- দ্বিজেন্দ্রলাল রায়

৫৯) “মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই” গানটি রচনা করেছেন- রজনীকান্ত সেন

৬০) ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন- সলিল চৌধুরী

৬১) ‘টপ্পা’ শব্দের আদি অর্থ হল- লাফ

৬২) ‘ধনধান্যে পুষ্পভরা’ গানটির রচিয়তা হলেন- দ্বিজেন্দ্রলাল রায়

৬৩) ‘চারণ’ কবি নামে পরিচিত হলেন- মুকুন্দ দাস

৬৪) ‘মহিনের ঘোড়াগুলি’-র আত্মপ্রকাশ ঘটে- ১৯৭৬ খ্রিস্টাব্দে

৬৫) ‘ঝুমুর’ হল- লোক সঙ্গীত

৬৬) জারি গানে ‘জারি’ শব্দের অর্থ হল- ক্রন্দন

৬৭) কিশোর কুমারের প্রকৃত নাম- আভাসকুমার গঙ্গোপাধ্যায় 

….. খুব শীঘ্রই এখানে শিক্ষালয়ের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি প্রদান করা হবে। শিক্ষালয়ের সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইট।  

 

বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য): 

বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ১) 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ২) 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ৩)

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

……. খুব শীঘ্রই এখানে শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য আরো প্রশ্ন- উত্তর সেট প্রদান করা হবে। আপডেটগুলি দেখতে শিক্ষালয় ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত লক্ষ্য রাখুন শিক্ষালয় ওয়েবসাইটে। 

 

দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

উচ্চমাধ্যমিক সেমিস্টার ৩ ও সেমিস্টার ৪ এর সব বাংলা নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-twelve-bengali-note-semester-3-and-4 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?