শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার পেজে তাদের ইতিহাস (History) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার :
১) ‘Politics’ গ্রন্থটির রচয়িতা হলেন – অ্যারিস্টটল
২) ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা হলেন – প্লেটো
৩) ‘আদিম সমাজ ছিল সাম্যবাদী’ কথাটি বলেছেন – কার্ল মার্কস
৪) গ্রিক সভ্যতার উন্মেষের পূর্ববর্তী সময়ে ইজিয়ান সাগরের ক্লিট দ্বীপকে কেন্দ্র করে যে সভ্যতার উদ্ভব হয়েছিল – ইজিয়ান সভ্যতা
৫) মাইসিনীয় সভ্যতা যে সভ্যতার রূপান্তর – ইজিয়ান সভ্যতা
৬) মাইসিনি নামক রাষ্ট্রে রাজত্ব করতেন – আগামেমনন
৭) ‘হেলেনীয় সভ্যতা’ যে সভ্যতাকে বলা হয় – গ্রিক
৮) ‘ম্যাগনাগ্রিসিয়া’ বলা হয় – বৃহত্তর গ্রিক-কে
৯) প্রাকৃতিক দিক দিয়ে ৩টি ভাগে বিভক্ত গ্রিসের মধ্যাঞ্চল যে নামে পরিচিত ছিল – ডোরিস
১০) ডোরিস অঞ্চলের আদি বাসিন্দারা পরিচিত ছিল যে নামে – ডোরীয়
১১) ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রিসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র – নগররাষ্ট্র
১২) ডোরিয়ান বিজয়ের দুই শতক পর থেকে গ্রিসে নগররাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল – প্রায় ৩০০ বছর
১৩) খ্রিস্টপূর্বপ *খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে গ্রিসে অনেকগুলি ছোটো ছোটো রাষ্ট্রের উদ্ভব হয়েছিল যেগুলি ছিল স্বাধীন, সার্বভৌম ও প্রায় স্বয়ংসম্পূর্ণ-এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় বলা হত – পলিস
১৪) খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক গ্রিসের ইতিহাসে যে নামে পরিচিত – ধ্রুপদি যুগ
১৫) গ্রিক শব্দ পলিস কথাটির অর্থ – নগররাষ্ট্র
১৬) প্রাচীন কালে পলিসের বিকাশ ঘটে – গ্রিসে
১৭) গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে, পলিসের উপাদান হল – ৪টি
১৮) যে সময়ে প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল – ধ্রুপদি যুগে
১৯) অ্যারিস্টটলের মতে, পলিস উদ্ভবের প্রথম পর্যায় হল – সম্প্রদায়গত বন্ধন
২০) প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে – ৫০০০ জন
২১) হিপপোডামাসের মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে – ১০ হাজার
২২) গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস হল – এথেন্স ও স্পার্টা
২৩) ‘মানুষ হল এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে’ কথাটি বলেছেন – অ্যারিস্টটল
২৪) ‘Men are the Polis’ উক্তিটির বক্তা – থুকিডিডিস
২৫) গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল – ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা
২৬) গ্রিসের পলিসগুলির শাসনকাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলি বিভক্ত ছিল – ৪টি ভাগে
২৭) গ্রিক পলিসগুলিতে যত ধরনের শাসনব্যবস্থা প্রচলিত ছিল – ৩ ধরণের
২৮) পলিসগুলির শাসন পরিচালনায় নাগরিকরা অংশগ্রহণ করত – প্রত্যক্ষভাবে
২৯) গণভোটের দ্বারা কোনো ব্যক্তিকে নির্বাসিত করা বা রাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রথা যে নামে পরিচিত ছিল – অস্ট্রাসিজম
৩০) গ্রিসের পলিসগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ ছিল – বিচারকার্য সম্পাদন করা
৩১) রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্স বলতে যে শব্দটি ব্যবহার করা হত – এথেনিয়ান
৩২) প্রাথমিক পর্বে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল – ক্ষুদ্র
৩৩) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে পলিসের সংখ্যা ছিল প্রায় – ১৫০০টি
৩৪) গ্রিসে যে দ্বীপটি চারটি পলিসে বিভক্ত ছিল – কিয়স
৩৫) গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য আর জে হোপার সেগুলিকে বলেছেন – অস্বাভাবিক রাষ্ট্র
৩৬) গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য সেগুলিকে ক্ষুদ্র ভূখণ্ড বলে অভিহিত করেছেন – ভিক্টর এরেনবার্গ
৩৭) ক্লিট দ্বীপে স্বাধীন পলিসের সংখ্যা ছিল – ৫০টির বেশি
৩৮) প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে ‘A Perfect Community’ বলে অভিহিত করেছেন – অ্যারিস্টটল
৩৯) ‘১০ জন নাগরিক নিয়ে যেমন পলিসের গঠন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, ঠিক তেমনি ১ লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসও স্বয়ংসম্পূর্ণ হতে পারে না’ মন্তব্যটি করেছেন – অ্যারিস্টটল
৪০) পেলোপনেসাস বলতে বোঝায় – দক্ষিণ গ্রিস
৪১) পেলোপনেসীয় যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে – এথেন্স ও স্পার্টা
৪২) পেলোপনেসীয় যুদ্ধ হয়েছিল – ৪৩১ খ্রিস্টপূর্বাব্দে
৪৩) পলিসের মূল কেন্দ্র যে নামে পরিচিত ছিল – অ্যাক্রোপলিস
৪৪) অ্যাক্রোপলিস হল – গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসনকেন্দ্র
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ