শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার

শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার পেজে তাদের ইতিহাস (History) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ । একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার : 

১) ‘Politics’ গ্রন্থটির রচয়িতা হলেন – অ্যারিস্টটল

২) ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা হলেন – প্লেটো 

৩) ‘আদিম সমাজ ছিল সাম্যবাদী’ কথাটি বলেছেন – কার্ল মার্কস

৪) গ্রিক সভ্যতার উন্মেষের পূর্ববর্তী সময়ে ইজিয়ান সাগরের ক্লিট দ্বীপকে কেন্দ্র করে যে সভ্যতার উদ্ভব হয়েছিল – ইজিয়ান সভ্যতা

৫) মাইসিনীয় সভ্যতা যে সভ্যতার রূপান্তর – ইজিয়ান সভ্যতা 

৬) মাইসিনি নামক রাষ্ট্রে রাজত্ব করতেন – আগামেমনন

৭) ‘হেলেনীয় সভ্যতা’ যে সভ্যতাকে বলা হয় – গ্রিক

৮) ‘ম্যাগনাগ্রিসিয়া’ বলা হয় – বৃহত্তর গ্রিক-কে

৯) প্রাকৃতিক দিক দিয়ে ৩টি ভাগে বিভক্ত গ্রিসের মধ্যাঞ্চল যে নামে পরিচিত ছিল – ডোরিস

১০) ডোরিস অঞ্চলের আদি বাসিন্দারা পরিচিত ছিল যে নামে – ডোরীয়

১১) ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রিসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র – নগররাষ্ট্র

১২) ডোরিয়ান বিজয়ের দুই শতক পর থেকে গ্রিসে নগররাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল – প্রায় ৩০০ বছর

১৩) খ্রিস্টপূর্বপ *খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে গ্রিসে অনেকগুলি ছোটো ছোটো রাষ্ট্রের উদ্ভব হয়েছিল যেগুলি ছিল স্বাধীন, সার্বভৌম ও প্রায় স্বয়ংসম্পূর্ণ-এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় বলা হত – পলিস

১৪) খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক গ্রিসের ইতিহাসে যে নামে পরিচিত – ধ্রুপদি যুগ 

১৫) গ্রিক শব্দ পলিস কথাটির অর্থ – নগররাষ্ট্র

১৬) প্রাচীন কালে পলিসের বিকাশ ঘটে – গ্রিসে

১৭) গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে, পলিসের উপাদান হল – ৪টি

১৮) যে সময়ে প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল – ধ্রুপদি যুগে

১৯) অ্যারিস্টটলের মতে, পলিস উদ্ভবের প্রথম পর্যায় হল – সম্প্রদায়গত বন্ধন

২০) প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে – ৫০০০ জন 

২১) হিপপোডামাসের মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে – ১০ হাজার

২২) গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস হল – এথেন্স ও স্পার্টা

২৩) ‘মানুষ হল এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে’ কথাটি বলেছেন – অ্যারিস্টটল

২৪) ‘Men are the Polis’ উক্তিটির বক্তা – থুকিডিডিস 

২৫) গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল – ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা

২৬) গ্রিসের পলিসগুলির শাসনকাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলি বিভক্ত ছিল – ৪টি ভাগে 

২৭) গ্রিক পলিসগুলিতে যত ধরনের শাসনব্যবস্থা প্রচলিত ছিল – ৩ ধরণের 

২৮) পলিসগুলির শাসন পরিচালনায় নাগরিকরা অংশগ্রহণ করত – প্রত্যক্ষভাবে

২৯) গণভোটের দ্বারা কোনো ব্যক্তিকে নির্বাসিত করা বা রাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রথা যে নামে পরিচিত ছিল – অস্ট্রাসিজম

৩০) গ্রিসের পলিসগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ ছিল – বিচারকার্য সম্পাদন করা

৩১) রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্স বলতে যে শব্দটি ব্যবহার করা হত – এথেনিয়ান

৩২) প্রাথমিক পর্বে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল – ক্ষুদ্র

৩৩) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে পলিসের সংখ্যা ছিল প্রায় – ১৫০০টি

৩৪) গ্রিসে যে দ্বীপটি চারটি পলিসে বিভক্ত ছিল – কিয়স

৩৫) গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য আর জে হোপার সেগুলিকে বলেছেন – অস্বাভাবিক রাষ্ট্র 

৩৬) গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য সেগুলিকে ক্ষুদ্র ভূখণ্ড বলে অভিহিত করেছেন – ভিক্টর এরেনবার্গ

৩৭) ক্লিট দ্বীপে স্বাধীন পলিসের সংখ্যা ছিল – ৫০টির বেশি

৩৮) প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে ‘A Perfect Community’ বলে অভিহিত করেছেন – অ্যারিস্টটল

৩৯) ‘১০ জন নাগরিক নিয়ে যেমন পলিসের গঠন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, ঠিক তেমনি ১ লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসও স্বয়ংসম্পূর্ণ হতে পারে না’ মন্তব্যটি করেছেন – অ্যারিস্টটল

৪০) পেলোপনেসাস বলতে বোঝায় – দক্ষিণ গ্রিস

৪১) পেলোপনেসীয় যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে – এথেন্স ও স্পার্টা

৪২) পেলোপনেসীয় যুদ্ধ হয়েছিল – ৪৩১ খ্রিস্টপূর্বাব্দে

৪৩) পলিসের মূল কেন্দ্র যে নামে পরিচিত ছিল – অ্যাক্রোপলিস

৪৪) অ্যাক্রোপলিস হল – গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসনকেন্দ্র

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?