ধ্বনিতত্ব থেকে MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণি বাংলা (তৃতীয় সেমিস্টার)

ধ্বনিতত্ব থেকে MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণি বাংলা (তৃতীয় সেমিস্টার)

শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের বাংলা বিষয়ের সহায়তায় ধ্বনিতত্ব থেকে MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণি বাংলা (তৃতীয় সেমিস্টার) প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার (Class Twelve Bengali 3rd Semester) পরীক্ষায় ধ্বনিতত্ব থেকে এই ধ্বনিতত্ব MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

ধ্বনিতত্ব থেকে MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণি বাংলা (তৃতীয় সেমিস্টার) : 

১) মুখের মান্য বাংলার স্বরধনির সংখ্যা – সাত

২) বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা – ১১টি

৩) ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হল – বর্ণ

৪) ধ্বনি জুড়ে জুড়ে তৈরি হয় – শব্দ

৫) শব্দ মধ্যস্থিত যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিসমষ্টি নিশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে, তাকে বলে – অক্ষর

৬) ‘অ্যা’ ধ্বনির উচ্চারণস্থান হল – নিম্নমধ্য, সম্মুখ

৭) ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা হল – Phonology

৮) ভাষা শরীরের সবচেয়ে নীচে রয়েছে যে স্তর – ধ্বনিস্তর

৯) বিভাজ্যধ্বনির মূল দুটি ভাগ হল – স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

১০) উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা যায় – তিন ভাগে

১১) বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল – চারটি

১২) বাংলায় অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা – ৭টি

১৩) উপরের দাঁতের সঙ্গে অধরের মিলনে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে বলে – দন্তৌষ্ঠ্যধ্বনি

১৪) আমাদের দুটি ওষ্ঠের মধ্যে নীচেরটির নাম হল – অধর

১৫) ‘অ্যা’ স্বরধ্বনিটি জিহ্বার যে অবস্থান থেকে উচ্চারিত হয় – নিম্নমধ্য

১৬) জিহ্বার সম্মুখ অবস্থান থেকে উচ্চারিত একটি স্বরধ্বনি হল –

১৭) জিহ্বার পশ্চাৎ অবস্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি হল –

১৮) একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হল –

১৯) একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হল – উ 

২০) ‘এ’ স্বরধ্বনিটি জিহ্বার যে অবস্থান থেকে উচ্চারিত হয় – উচ্চমধ্য 

২১) প, ফ, ব, ভ, ম-ধ্বনিগুলি উচ্চারণ স্থান অনুযায়ী যে প্রকারের ধ্বনি – ওষ্ঠ্যধ্বনি

২২) একটি প্রসূত স্বরধ্বনির উদাহরণ হল –

২৩) উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে একটি বর্তুল স্বরধ্বনির উদাহরণ হল –

২৪) একটিমাত্র ধ্বনির পার্থক্যবিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয় – ন্যূনতম শব্দজোড়

২৫) ‘অনেক’ শব্দটিতে যে বর্তুল স্বরধ্বনির উল্লেখ আছে –

২৬) একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ হল –

২৭) একটি কণ্ঠ্যতালব্য স্বরধ্বনির উদাহরণ হল –

২৮) ‘ও’ যে প্রকার স্বরধ্বনি – কণ্ঠ্য

২৯) ‘ক্’-ব্যঞ্জনধ্বনিটি উচ্চারণের প্রকার অনুসারে যে প্রকারের – অঘোষ অল্পপ্রাণ

৩০) উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা যায় – ৭ ভাগে

৩১) মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল – ৩০টি

৩২) মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা হল – ৪০টি

৩৩) একটি দন্ত্যব্যঞ্জন হল – দ্

৩৪) মূর্ধন্যব্যঞ্জনের উদাহরণ হল – গ্‌, ঘ

৩৫) উচ্চারণস্থান অনুযায়ী যে ধ্বনিগুলিকে তালব্যধ্বনি বলা যায় – চ, ছ

৩৬) ‘খ’ ধ্বনিটি যে প্রকার ধ্বনির উদাহরণ – কণ্ঠ্যব্যঞ্জন

৩৭) একটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি হল –

৩৮) ক্, চ্, ট্, ত্, প্-ধ্বনিগুলি হল – অঘোষ অল্পপ্রাণ

৩৯) ধ্বনিতত্ত্বে যা নিয়ে আলোচনা করা হয় – বাগধ্বনি 

৪০) তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা – ২টি 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে আমাদের অপর ওয়েবসাইট www.wbnotes.in ভিজিট করতে হবে। 

ধ্বনিতত্ব থেকে MCQ প্রশ্নের উত্তর

You cannot copy content of this page