একাদশ শ্রেণি বাংলা সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণি বাংলা সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণি বাংলা সাহিত্যের ইতিহাস “মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য” থেকে গুরুত্বপূর্ণ  MCQ প্রশ্নের উত্তরগুলি শিক্ষালয়ের পক্ষ থেকে নিয়মিত প্রদান করা হচ্ছে। যে সকল শিক্ষার্থীরা পূর্বে প্রদান করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেখো নি, তারা নিম্নে প্রদান করা লিঙ্কে টাচ/ক্লিক করে সেগুলো দেখে নিতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

sikkhalaya click here

সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ আলোচনাঃ

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (বৈষ্ণব পদাবলি)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) গীতগোবিন্দম গ্রন্থের রচয়িতা- জয়দেব

২) গীতগোবিন্দম রচিত হয়েছিল- দ্বাদশ শতাব্দীতে

৩) জয়দেব যার রাজসভার কবি ছিলেন- লক্ষ্মণ সেন

৪) চন্ডীদাস হলেন- বিরহের কবি

৫) মোইথিল কোকিল নামে পরিচিত ছিলেন- বিদ্যাপতি

৬) বিদ্যাপতি কূলধর্মে ছিলেন- শৈব

৭) বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেছিলেন- ব্রজবুলি

৮) বিদ্যাপতির একটি অন্যতম গ্রন্থ হল- পুরুষপরীক্ষা

৯) অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন- বিদ্যাপতি

১০) ব্রজবুলি যে সকল ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছিল- বাংলা, মৈথিলি ও অবহট্‌ঠ     

১১) দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা প্রদান করা হয়েছে- গোবিন্দদাসকে

১২) বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়- গোবিন্দদাসকে

১৩) চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয়- জ্ঞানদাসকে

১৪) জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন- কাঁদড়া গ্রামে 

১৫) জ্ঞানদাস জন্মগ্রহণ করেন- ষোড়শ শতাব্দীতে 

১৬) শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন- গোবিন্দদাস 

১৭) সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ হল- পদকল্পতরু 

১৮) নিত্যানন্দের শিষ্য ছিলেন- বলরাম দাস 

১৯) সঙ্গীতকারক উপাধিপ্রাপ্ত হয়েছেন- বলরাম দাস 

২০) একজন বিশিষ্ট মুসলমান কবি হলেন- সৈয়দ মর্তুজা 

 

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (চৈতন্য প্রভাব)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) শ্রীচৈতন্যদেবের জন্ম হয়েছিল- ১৪৮৬ খ্রিঃ

২) চৈতন্যদেবের মাতার নাম হল- শচীদেবী 

৩) কাটোয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন- কেশবভারতী

৪) গয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন- ঈশ্বরপুরী 

৫) চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল- ১৫৩৩ খ্রিঃ 

৬) চৈতন্যদেব প্রচার করেছিলেন- ভক্তিধর্ম

৭) যাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে- শ্রীচৈতন্যদেব   

৮) “বাঙালির হীয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া” বলেছেন- সত্যেন্দ্রনাথ দত্ত

৯) ‘অমৃতাভ’ কাব্যের রচয়িতা হলেন- নবীনচন্দ্র সেন 

১০) ‘শ্রীচৈতন্যলীলা’ নাটকটির রচয়িতা হলেন- গিরিশ ঘোষ 

১১) ‘চন্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ’ কথাটির অর্থ হল- হরিভক্ত চন্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ 

১২) বৈষ্ণব পদাবলী ধারাকে বিভক্ত করা হয়- তিনটি ধারায় (চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য সমসাময়ীক ও চৈতন্যত্তর) 

১৩) বাংলায় বৈষ্ণব পদাবলী ধারার সূচনা ঘটে- পঞ্চদশ শতাব্দীতে

১৪) বাংলায় বৈষ্ণব পদাবলী ধারার বিকাশ ঘটেছিল- সপ্তদশ শতাব্দীতে

১৫) চৈতন্যদের প্রভাবে বাংলা বৈষ্ণব পদাবলী ধারায় আগমন ঘটে- গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার 

 

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (চৈতন্য জীবনীসাহিত্য)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) মুরারি গুপ্ত রচিত চৈতন্য জীবিনী গ্রন্থের নাম হল- শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম 

২) শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম গ্রন্থে সর্গ রয়েছে- ৭৮টি

৩) প্রবোধচন্দ্রোদয় নাটকটির রচয়িতা- কৃষ্ণমিশ্র

৪) চৈতন্যচন্দ্রোদয় নাটকটির রচয়িতা- কর্ণপুর 

৫) চৈতন্যভাগবত গ্রন্থটির রচয়িতা- বৃন্দাবনদাস

৬) শ্রীচৈতন্যচরিতামৃতম গ্রন্থটির রচয়িতা- কৃষ্ণদাস কবিরাজ 

৭) চৈতন্যলীলার ব্যাস বলা হয়- বৃন্দাবনদাসকে                                                      

৮) চৈতন্যভাগবত গ্রন্থের পূর্বনাম ছিল- চৈতন্যমঙ্গল 

৯) লোচনদাস যার শিষ্য ছিলেন- নরহরি সরকার 

১০) লোচনদাসের চৈতন্যমঙ্গল বিভক্ত- ৪টি খন্ডে 

১১) কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থে খন্ড আছে- ৬২টি 

১২) গৌরাঙ্গবিজয় গ্রন্থটির রচয়িতা হলেন- চূড়ামণি দাস 

১৩) পদকল্পতরু গ্রন্থটির রচয়িতা হলেন- গোকুলানন্দ সেন

১৪) মহাপ্রভুর দাক্ষিণাত্য ও পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যায় যে গ্রন্থে- গোবিন্দদাসের কড়চা 

১৫) রসিকমঙ্গল গ্রন্থটির রচয়িতা হলেন- গোপীবল্লভ দাস 

 

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (আরাকান রাজসভার কাব্যচর্চা)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) রোসাঙদের রাজবংশ হল- মগ

২) রোসাঙদের মাতৃভাষা হল- আরাকান 

৩) হুসেন শাহ চট্টগ্রাম জয় করেছিলেন- পঞ্চদশ শতাব্দীর সূচনায় 

৪) আরাকান রাজসভার একজন বিশিষ্ট কবি হলেন- দৌলত কাজি 

৫) বাংলাদেশে স্বাধীন নাবাবী আমল শুরু হয়েছিল যে শতাব্দীতে- অষ্টাদশ 

৬) সত্যনারায়ণ পাঁচালি রচনা করেছিলেন- ফৈজুল্লা 

 

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (শাক্তপদাবলি)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) ঔরঙজেবের মৃত্যু হয়- ১৭০৭ খ্রিঃ 

২) যে শাক্তকবি ‘কবিরঞ্জন’ নামে প্রসিদ্ধ- রামপ্রসাদ সেন 

৩) রামপ্রদাস সেনের জন্ম হয়েছিল- আনুমানিক ১৭২০ খ্রিঃ

৪) রামপ্রসাদ সেনের জন্ম হয়েছিল যে গ্রামে- কুমারহট্ট 

৫) কুমারহট্ট গ্রামটি যে জেলায় অবস্থিত- চব্বিশ পরগণা 

৬) রামপ্রসাদ সেনের পিতার নাম ছিল- রামরাম সেন 

৭) রামপ্রসাদ সেন যে রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন- রাজা কৃষ্ণচন্দ্র 

৮) বিদ্যাসুন্দর কাব্যটি রচনা করেছেন- ভারতচন্দ্র / রামপ্রসাদ সেন (দুজনেই পৃথকভাবে) 

৯) শাক্তপদাবলীর একটি বিশেষ পর্যায় হল- বিজয়া 

১০) কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল- ১৭৭২ খ্রিঃ

১১) কমলাকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল- ১৮২১ খ্রিঃ

১২) ‘মা আমায় ঘুরাবে কত’ গানটি রচনা করেছেন- রামপ্রসাদ সেন 

১৩) ‘আসার আশা ভবে আসা’ গানটি রচনা করেছেন- রামপ্রসাদ সেন

১৪) ‘মজিল মন ভ্রমরা’ গানটি রচনা করেছেন- কমলাকান্ত ভট্টাচার্য 

১৫) ‘ওরে নবমী নিশি, না হইও রে অবসান’ গানটি রচনা করেছেন- কমলাকান্ত ভট্টাচার্য 

১৬) কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত তান্ত্রিক কবিতাটি হল- সাধকরঞ্জন 

 

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (বাউল সম্প্রদায় ও বাউলগান)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) ‘বাউল’ শব্দটির উৎপত্তি ঘটেছে যে শব্দ থেকে- বাতুল 

২) বাউল সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল- ষোড়শ শতকের শেষ বা সপ্তদশ শতকের শুরুতে

৩) যে চৈতন্য জীবনী গ্রন্থে বাউল শব্দের প্রয়োগ ঘটেছে- বৃন্দাবন দাসের চৈতন্যভাগবত

৪) বাউলের দৃষ্টিতে মানুষের দেহই- পরম দেবতার বাসস্থল 

৫) লালন ফকির যে সময়কালে বাউল গান রচনা করেছিলেন- উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে 

৬) আধুনিককালে যিনি প্রথম বাউল গান সংরক্ষণ করেছিলেন- রবীন্দ্রনাথ ঠাকুর

৭) বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারার প্রবর্তক ছিলেন- জগমোহন 

৮) মুসলিম লোকসমাজে বাউলের অনুরূপ শজ সাধনার পন্থাকে বলা হয়- মুরশিদি গান 

৯) ‘মারিফতি’ শব্দের অর্থ- পন্থা 

 

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (নাথ সাহিত্য)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) বৌদ্ধ ধর্মের সাথে যে ধর্মের মিলনে নাথ ধর্মের উদ্ভব ঘটে- শৈবধর্ম 

২) নাথ সাহিত্যের অন্যতম শাখা ‘গোরক্ষবিজয়’-এর অপর নাম- মীনচেতন 

৩) নাথ সাহিত্যের অন্যতম শাখা ‘গোপীচন্দ্রের গান’-এর অপর নাম ছিল- ময়নামতীর গান 

৪) গোরখবিজয়ের প্রাচীনতম কবি হলেন- ভীমসেন রায়

৫) ময়নামতীর গানের একজন উল্লেখযোগ্য কবি হলেন- দুর্লভ মল্লিক 

 

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (পূর্ববঙ্গ গীতিকা)

গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) ময়মনসিংহ গীতিকাগুলি প্রকাশিত হয়েছিল- ১৯২৩ খ্রিঃ 

২) ময়মনসিংহ গীতিকা যে পত্রিকায় ছাপানো হয়েছিল- সৌরভ

৩) ময়মনসিংহ গীতিকাটি সংকলন করেছিলেন- দীনেশচন্দ্র সেন 

৪) পূর্ববঙ্গ গীতিকার দুটি উল্লেখযোগ্য পালা হল- মহুয়া, মলুয়া 

৫) পলাশির যুদ্ধ হয়েছিল- ১৭৫৭ খ্রিঃ

৬) কবি ভারতচন্দ্র রায় যে রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন- কৃষ্ণচন্দ্র রায়  

মধ্যযুগ থেকে এই প্রশ্নগুলির উত্তর ভালো করে তৈরি করলেই শিক্ষার্থীরা পরীক্ষায় ‘কমন’ পেয়ে যাবে। সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি নিম্নের লিঙ্কে প্রদান করা হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি সংগ্রহ করতে শিক্ষার্থীদের শিক্ষালয় ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে।

সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে  

সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর- “আধুনিক যুগ”

সাহিত্যের ইতিহাসঃ আদি ও মধ্যযুগ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

আদি ও মধ্যযুগ MCQ মক টেষ্ট 

 

সাহিত্যের ইতিহাস

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (বড়ো প্রশ্ন)

১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড ও কী কী? এই কাব্যটির সাহিত্যমূল্য আলোচনা করো।

ভূমিকাঃ

১৯০৯ খ্রিষ্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন। ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কাব্যটি মুদ্রিত আকারে প্রকাশিত হয়।

খন্ড সংখ্যাঃ

       বড়ু চন্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি রাধাকৃষ্ণের প্রণয়লীলাকে আধারিত করে রচিত হয়েছে। এই কাব্যটি তেরোটি খন্ডে বিভক্ত। যথা- জন্ম খন্ড, তাম্বুল খন্ড, দান খন্ড, নৌকা খন্ড, ভার খন্ড, ছত্র খন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হার খন্ড, বাণ খন্ড, বংশী খন্ড এবং রাধাবিরহ। তবে শেষ অংশটির সাথে খন্ড শব্দটি যুক্ত না থাকায় অনেকে এটিকে প্রক্ষিপ্ত বলে মনে করেন।

সাহিত্যমূল্যঃ

       বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো বড়ু চন্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যের যে সকল বৈশিষ্ট্যাবলীর জন্য কাব্যটি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে উঠেছে তা ক্রমান্বয়ে আলোচিত হলো-

১) কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কংসবধের জন্য কৃষ্ণের মথুরা গমন পর্যন্ত যে কাহিনি এই কাব্যে বর্ণিত হয়েছে তা বাংলা সাহিত্যে ইতিপূর্বে হয় নি।

২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে আমরা যে গীতিময়তা তথা নাট্যরস লাভ করি তা বাংলা সাহিত্যের আদিযুগের সাহিত্যগুণের পরিচায়ক।

৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে আমরা যে কাহিনি লাভ করি তা লৌকিক পরিমণ্ডলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তাই কৃষ্ণকে আমরা পাই গোয়ালা যুবক রূপে রাধার প্রেম প্রার্থনা করতে, আর গ্রাম্য বড়াই চরিত্রটি হয়ে তার সহায়ক।

৪) তৎকালীন মানুষের পেশা, মানুষের সংসার জীবন, বাল্যবিবাহের মতো সামাজিক প্রথারও পরিচয় আমরা শ্রীকৃষ্ণকীর্তনে লাভ করি।

৫) আদিমধ্যযুগের নব্যবাংলা ভাষার বিবিধ লক্ষণের পরিচয় আমরা এই কাব্যে পেয়ে থাকি। যেমন- সর্বনাম পদে ‘রা’ বিভক্তির ব্যবহার, ভবিষ্যতকালের কর্তৃবাচ্যে ‘ইব’ ক্রিয়ার ব্যবহার প্রভৃতি।

       অতএব আলোচনা করে দেখা গেল, বাংলা সাহিত্যে আদিমধ্যযুগের সাহিত্য নিদর্শন রূপে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির সাহিত্যমূল্য অপরিসীম।

সাহিত্যের ইতিহাস মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ 

কৃত্তিবাস ওঝা ও রামায়ণ অনুবাদ সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

কাশীরাম দাস ও মহাভারত অনুবাদ সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শ্রীকৃষ্ণবিজয় কাব্য সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

মঙ্গলকাব্য থেকে ছোট প্রশ্নের উত্তরের সমাধান।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

মঙ্গলকাব্যের নামকরণ ও বৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

মনসামঙ্গল কাব্যধারার দুজন বিশিষ্ট কবি সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বিদ্যাপতির পরিচয় দাও ও তাঁর কবি-প্রতিভা সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বৈষ্ণব পদ-সাহিত্যে চন্ডীদাসের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাসের কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বৈষ্ণব পদ-সাহিত্যে গোবিন্দদাসের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

দৌলত কাজির জীবন ও কবিপ্রতিভা সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

সৈয়দ আলাওলের কবি পরিচিতি ও কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

রামপ্রসাদ সেনের কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাউল কাদের বলা হয়? লালন ফকিরের কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

You cannot copy content of this page