bomjatrir dairy

১) প্রোফেসর শঙ্কু সম্মন্ধে কী তথ্য আমরা জানতে পারি? তাঁর দুটি আবিষ্কারের নাম লেখো। যে কোন একতি আবিষ্কারের কার্যকারিতা লেখো। ১+২+২

 

উৎসঃ

   বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ “সত্যজিৎ রায়” রচিত “প্রফেসর শঙ্কুর ডায়রি”-র অন্তর্গত “ব্যোমযাত্রীর ডায়রি” আমাদের পাঠ্য রূপে গৃহীত হয়েছে।

 

প্রফেসর শঙ্কুর পরিচয়ঃ

   প্রফেসর শঙ্কু বিগত পনের বছর ধরে নিরুদ্দেশ রয়েছেন। অনেকে বলেন যে, তিনি কোনো একটি ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আবার অনেকে মনে করেন যে, তিনি ভারতের কোনো এক অখ্যাত-অজ্ঞাত অঞ্চলে আত্মগোপন করে নিজের গবেষণা চালিয়ে যাচ্ছেন। উপযুক্ত সময়ে তিনি আত্মপ্রকাশ করবেন বলেও অনেকের বিশ্বাস।

 

তার দুটি আবিষ্কারঃ

   প্রফেসর শঙ্কু নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কারে নিয়োজিত থাকতেন। তার অসংখ্য আবিষ্কারের মধ্যে অন্যতম দুটি হল ফিস পিল ও বটিক ইন্ডিকা।

 

আবিষ্কারের কার্যকারিতাঃ

   প্রফেসর শঙ্কু বটফলের রস থেকে বটিক ইন্ডিকা তৈরি করেছিলেন। এটি ছিল একটি হোমিওপ্যাথিক বড়ি। বটিক ইন্ডিকার একটি বড়ি সেবন করলে চব্বিশ ঘন্টার জন্য খিদে-তেষ্টা দূর হয়ে যায়। প্রফেসর শঙ্কু প্রায় এক মণ বটিক ইন্ডিকা বড়ি সাথে নিয়ে মঙ্গলযাত্রা করেছিলেন।

 

এই গল্প থেকে আরো প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ

নবম শ্রেণি বাংলাঃ ব্যোমযাত্রীর ডায়রি

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পুরণ করতে হবেঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
sikkhalaya youtube
শিক্ষালয় ইউটিউব চ্যানেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page