কর্ভাস

নবম শ্রেণি বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত প্রফেসর শঙ্কুর ডায়রি থেকে নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেষ্টের সিলেবাসের অন্তর্গত কর্ভাস (Korvas) গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর তোইরি করলে পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। নবম শ্রেণি বাংলা কর্ভাস থেকে নিম্নে সেই প্রশ্নগুলি প্রদান করা হলো। 

 

প্রশ্নমানঃ ১

১) কোন পাখি কেন প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল?

২) অরনিথন যন্ত্রের পরিচয় দাও।

৩) প্রফেসর শঙ্কু কর্ভাসকে কোন কোন বিষয়ে শিক্ষা প্রদান করেছিলেন?

৪) নিউটনের সাথে কর্ভাসের বন্ধুত্ব হয় কিভাবে?

৫) কর্ভাস কোন কোন ইংরেজি শব্দ লিখতে শিখেছিল?

৬) কর্ভাস কিভাবে খাদ্য গ্রহন করতো?

৭) সাধারণ কাকেদের সাথে কর্ভাস কিভাবে দূরত্ব বজায় রেখেছিল?

৮) কর্ভাস কোন কোন বিষয়ে জ্ঞানলাভ সম্পূর্ণ করেছিল?

৯) কর্ভাসের মধ্যে যে মানবসুলভ বুদ্ধির পরিচয় পাওয়া যায় তার উল্লেখ করো।

১০) প্রফেসর শঙ্কু কর্ভাসের জন্য কেমন খাঁচা বানিয়েছিলেন বিমানযাত্রার জন্য?

১১) প্রফেসর শঙ্কু কোন হোটেলে উঠেছিলেন?

১২) সম্মেলনে কর্ভাস কেমন আচরণ করেছিল?

১৩) সানতিয়াগোর সংবাদপত্রের নাম কী?

১৪) সম্মেলনের চেয়ারম্যানের নাম কী?

১৫) চিলি ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত পর্বতের নাম কী?

১৬) চিলিয়ান জাদুকরের নাম কী ছিল?

১৭) জাদুকর কোন কোন পাখির খেলা দেখিয়েছিল?

১৮) জাদুকর দেখতে কেমন ছিল?

১৯) প্রফেসর শঙ্কুর সাথে রাতে কে দেখা করতে এসেছিল?

২০) আর্গাস কীভাবে সবাইকে সম্মোহিত করতো?

২১) আর্গাসের বিপুল সম্পত্তির পরিচয় দাও।

২২) কোন পক্ষীবিজ্ঞানী ক্লান্তিকর ভাষণ দিয়েছিলেন?

২৩) “আমি ভারি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম”-কে কেন অপ্রস্তুত হয়েছিলেন? 

কর্ভাস গল্প থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ 

কর্ভাস গল্পের গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ 

You cannot copy content of this page

Need Help?