“কর্ভাস” গল্প থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
১) কর্ভাসের মধ্যে ‘মানবসুলভ বুদ্ধি’ জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো। ৫
উৎসঃ
আধুনিক বাংলা কথাসাহিত্যে গোয়েন্দাপ্রধান গবেষণাধর্মী রচনাধারার সার্থক স্রষ্টা “সত্যজিৎ রায়” রচিত “প্রফেসর শঙ্কুর ডায়রি”-এর অন্তর্গত “কর্ভাস” গল্পে আমরা কর্ভাস নামক কাকের পরিচয় পাই।
দুটি ঘটনার পরিচয়ঃ
কর্ভাস অরনিথন যন্ত্রের মাধ্যমে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করার পাশাপাশি মানবসুলভ বুদ্ধি বা ‘হিউম্যান ইনটেলিজেনস্’-এরও অধিকারী হয়ে উঠেছিল। তেমনই দুটি ঘটনা সম্পর্কে নিম্নে আলোচনা করা যেতে পারে-
প্রথম ঘটনাঃ
চিলির রাজধানী সানতিয়াগোতে পক্ষীবিজ্ঞানীদের সভায় যোগদানের উদ্দেশ্যে যাবেন বলে প্রফেসর শঙ্কু তার ব্যাগ গোছাচ্ছিলেন। তার কাজ সমাপ্ত হলে যখন তিনি বাক্সের ঢাকনা বন্ধ করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন কর্ভাস সেই সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে।
দ্বিতীয় ঘটনাঃ
চিলির উদ্দেশ্যে রওনা দেবার পূর্বে প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছিলেন কর্ভাস তার খাঁচার থেকে বেরিয়ে আসবার জন্য ছটফট করছে। প্রকৃত বিষয়টি অনুধাবন করতে অসমর্থ প্রফেসর শঙ্কু কর্ভাসকে খাঁচা থেকে মুক্তি প্রদান করলে সে প্রফেসর শঙ্কুর লেখার টেবিলের উপর গিয়ে বসে এবং তার ঠোঁট দিয়ে উপরের দেরাজে ভীষণ ব্যস্তভাবে টোকা দিতে থাকে। তখন প্রফেসর শঙ্কু দেরাজ খুলে দেখেন যে, তার পাসপোর্টটা সেখানেই রয়ে গিয়েছিল।
মূল্যায়ণঃ
অতএব আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কর্ভাসের মধ্যে যে, মানবসুলভ বুদ্ধি বা ‘হিউম্যান ইনটেলিজেন্স’ জেগে উঠেছিল সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
Sir নোট গুলো দারুণ, আমি আমার ছেলের জন্য pdf পেতে চাই
শিক্ষালয় ওয়েবসাইটের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ। শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোটের সহায়তা পেতে- https://sikkhalaya.in/index.php/paid-courses/ – এই লিঙ্কে ক্লিক/টাচ করুন।