সিরাজদ্দৌলা

দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে সিরাজদ্দৌলা নাট্যাংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। সিরাজদ্দৌলা থেকে শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর ভালো করে তৈরি করলে দ্বিতীয় ইউনিট টেষ্ট, টেষ্ট পরীক্ষা তথা মাধ্যমিক পরীক্ষায় বিশেষ সহায়তা লাভ করবে।

সিরাজদ্দৌলা নাট্যাংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ 

১) ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো। ৪ 

 

২) ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে লুৎফান্নেসার চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো। ৪  

 

৩) মীরজাফরের সঙ্গে নবাবের বিরোধের কারণগুলি লেখো। কীভাবে এই বিরোধ দূরীভূত হয়? ২+২ 

 

৪) শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। ৪ 

 

৫) “তার সব সর্তও তোমাদের জানা আছে।”—কোন্ শর্তের কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে এই শর্তের কথা শোনানোর কারণ কী? ২+২

 

৬) “এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।”—কার প্রতি, কার এই উক্তি? উদ্দিষ্ট ব্যক্তিকে দরবার থেকে বিতাড়িত করার কারণ কী? ২+২

 

৭) “আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।”—কার প্রতি, কার এই উক্তি? কোন কাজে বক্তা নিজেকে অক্ষম বলে মনে করেছেন এবং কেন? ২+২

 

৮) “বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সবরকমে আমাকে সাহায্য করুন।”—সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? ২+২

 

৯) “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।”—কার কাছে, কার এই অনুরোধ? এই অনুরোধের কারণ কী? ২+২

অথবা, “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।”—কে, কাকে এই অনুরোধ জানিয়েছেন? বাংলার দুর্দিনের পরিচয়টি লিপিবদ্ধ করো। ২+২

 

১০) “ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ!”—কে, কাকে আপস করার কথা বলেছেন? বক্তা এই আপসে সম্মত নন কেন? ২+২

 

১১) “আপনি আমাদের কী করতে বলেন জাঁহাপনা!”—কোন পরিস্থিতিতে কার উদ্দেশে বক্তার এই জিজ্ঞাসা? উদ্দিষ্ট ব্যক্তি বক্তাকে কী করার অনুরোধ জানিয়েছিলেন? ২+২

 

১২) “কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান?” কোন পরিস্থিতিতে এই নাটকে আশা ও ভরসা দেওয়ার কথা বলা হয়েছে? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? ২+২

 

১৩) “পলাশি, রাক্ষসী পলাশি।”—কার লেখা, কোন্ রচনার অংশ? কার প্রতি, কার এই উক্তি? প্রসঙ্গত সংলাপ রচনায় নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। ১+১+২ 

You cannot copy content of this page

Need Help?