শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের অন্তর্গত বাচ্য থেকে বাচ্য প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাচ্য থেকে এই বাচ্য প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে বিশেষভাবে উপকৃত হবে। শিক্ষালয়ের পক্ষ থেকে বাচ্য থেকে আরো কিছু গুরুত্বপুর্ণ আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
বাচ্য প্রশ্নের উত্তরঃ
১) কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের পদ্ধতিগুলি লেখো।
উঃ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হলে-
ক) কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা, দিয়া, কর্তৃক যোগ করতে হবে।
যেমনঃ অনন্যা গান করছে> অনন্যার দ্বারা গান করা হচ্ছে।
খ) কর্মটি অপ্রাণীবাচক হলে একই রকম থাকবে।
যেমনঃ চাঁদ দেখেছে?> চাঁদ দৃষ্ট হয়েছে?
গ) ক্রিয়ার মূল ধাতু ক্রিয়াবিশেষ্য হয়ে যাবে।
যেমনঃ দেখ>দেখা, খা> খাওয়া
২) কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের পদ্ধতিগুলি লেখো।
উঃ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হলে-
ক) কর্মবাচ্যে কর্তার “র”, “এর”, “দের” বিভক্তি এবং “দ্বারা”, “দিয়া”, “কর্তৃক” অনুসর্গ লোপ করতে হবে।
খ) করণ কারককে কর্তৃকারকে পরিবর্তন করতে হবে।
গ) কর্তৃপদকে কর্মপদে পরিণত করতে হবে।
৩) কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের পদ্ধতিগুলি লেখো।
উঃ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে হলে-
ক) কর্তৃ পদটিতে “র”, “এর”, “কে” বিভক্তি যুক্ত করতে হবে।
খ) “হ” ও “য” ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয় এবং ক্রিয়াটি প্রথম পুরূষের রূপ নেয়।
যেমনঃ কেমন ঘুমালে?> কেমন ঘুম হল?
গ) সমাপিকা ক্রিয়ার ধাতুর সঙ্গে আ, আনা, অন ইত্যাদি কৃৎপ্রত্যয় যোগে ক্রিয়াবাচক বিশেষ্য গঠিত হয়।
যেমনঃ সে শুনেছে> তার শোনা হয়েছে।
৪) ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের পদ্ধতিগুলি লেখো।
উঃ ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হলে-
ক) ভাববাচ্যে কর্তার “র”, “এর”, “দের”, “কে” বিভক্তির লোপ ঘটিয়ে কর্তৃপদকে “শূণ্য” বিভক্তিযুক্ত করতে হবে।
খ) ভাববাচ্যের ক্রিয়াকে কর্তৃবাচ্যের শর্তানুসারে মৌলিক ক্রিয়ায় পরিণত করতে হবে।
৫) বাচ্য পরিবর্তন বলতে কী বোঝ?
উঃ কোন বাক্যের অর্থগত পরিবর্তন সাধন না করে তাকে এক বাচ্য থেকে অন্য বাচ্যে রূপান্তরকেই বাচ্য পরিবর্তন বলে।
কর্তৃবাচ্যকে কর্ম ও ভাববাচ্যে, কর্ম ও ভাববাচ্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করা যায়। কর্মবাচ্যকে ভাববাচ্যে রূপান্তরিত করা যায় না। আবার কর্মকর্তৃবাচ্যেরও রূপান্তর হয় না।
নিম্নে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক প্রদান করা হলোঃ
- বাচ্য
- বাচ্য প্রশ্নের উত্তর
- বাচ্য পরিবর্তন
- বাংলা ব্যাকরণ বাচ্য পরিবর্তন
- বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করুনঃ