শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের অন্তর্গত বাচ্য থেকে বাচ্য পরিবর্তন আলোচনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাচ্য থেকে এই গুরুত্বপূর্ণ বাচ্য পরিবর্তন প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে বিশেষভাবে উপকৃত হবে। শিক্ষালয়ের পক্ষ থেকে বাচ্য থেকে আরো কিছু গুরুত্বপুর্ণ আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
নির্দেশানুসারে বাচ্য পরিবর্তন করোঃ-
১) লোকটি কাশিতে কাশিতে আসিল। (ভাববাচ্য)
উঃ লোকটির কাশিতে কাশিতে আসা হইল।
২) অপূর্ব রাজি হইয়াছিল। (কর্মবাচ্য)
উঃ অপূর্বর রাজি হওয়া হইয়াছিল।
৩) সে ট্রেনে চাপিয়া বসিল। (ভাববাচ্য)
উঃ তাহার ট্রেনে চাপিয়া বসা হইল।
৪) ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নীচে নামাইতে পারি। (কর্মবাচ্য)
উঃ ইচ্ছা হইলে আমা কর্তৃক তোমাকে টানিয়া নীচে নামানো যাইতে পারে।
৫) তার যে বর্মায় আসা হয়েছে এ খবর সত্য। (কর্তৃবাচ্য)
উঃ সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।
৬) তাহার অনুভব করা হইল। (কর্তৃবাচ্য)
উঃ সে অনুভব করিল।
৭) আমি এখন তবে চললুম কাকাবাবু। (ভাববাচ্য)
উঃ আমার এখন তবে চলা হল কাকাবাবু।
৮) এককালে বাংলায় তাকে বলা হত ঝরনা কলম। (কর্তৃবাচ্য)
উঃ এককালে বাংলায় তাকে বলত ঝরনা কলম।
৯) হিমালয়ের গুহাতে থাকেন। (ভাববাচ্য)
উঃ হিমালয়ের গুহাতে থাকা হয়।
১০) ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। (কর্মবাচ্য)
উঃ ওর লেখক মেসো কর্তৃক ছাপিয়ে দেওয়া হয়েছে।
- নিম্নে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করুনঃ