বাংলা ব্যাকরণ থেকে বাক্য বিষয়ে শিক্ষার্থীদের জন্য একটি সার্বিক আলোচনা প্রদান করা হলো।
বাক্যঃ
এক বা একাধিক পদ বা পদসমষ্টির মিলিত রূপ দ্বারা যদি মনের ভাব প্রকাশ পায় তাহলে উক্ত পদসমষ্টিকে বাক্য বলে।
যেমনঃ আমি ভাত খাই।
প্রতিটি বাক্যই প্রধান দুটি অংশে বিভক্ত। যথা-
ক) উদ্দেশ্য
খ) বিধেয়
ক) উদ্দেশ্যঃ
বাক্যের যে-অংশ সম্মন্ধে কিছু বলা হয় বা বাক্যের যে অংশে কারও সম্মন্ধে কিছু বলা হয়, তাকেই বলা হয় উদ্দেশ্য।
যেমনঃ কোহলি ভালো ক্রিকেট খেলে। এই বাক্যে কোহলি হল উদ্দেশ্য। কারন তার সম্মন্ধেই কিছু বলা হয়েছে।
খ) বিধেয়ঃ
বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় বিধেয়।
যেমনঃ কোহলি ভালো ক্রিকেট খেলে।
এই বাক্যে “ভালো ক্রিকেট খেলে”- হল বিধেয়।
বাক্যের গঠনগত শ্রেণিবিভাগঃ
গঠনগত ভাবে বাক্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
এছাড়াও ঘ) মিশ্র বাক্য