Class Eight Geography Model Activity Task
January, 2022
অষ্টম শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
জানুয়ারি, ২০২২
করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে ২০২২ নতুন শিক্ষাবর্ষে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।
১) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১*২=২
১.১) শিলামণ্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলাে- খ) অ্যাস্থেনোস্ফিয়ার
১.২) নীচের ছবিতে তির চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলাে- ঘ) লেহম্যান
২.১) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করােঃ ১*৩= ৩
২.১.১) ‘S’ তরঙ্গ __________ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।
উত্তরঃ তরল বা অর্ধতরল
২.১.২) পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলাের ঘনত্ব __________ ।
উত্তরঃ বেশি
২.১.৩) ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে __________ ।
উত্তরঃ শিলামণ্ডল
সকল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
২.২) বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখােঃ ১*৩= ৩
২.২.১) P তরঙ্গ ভূঅভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তরঃ ভুল
২.২.২) কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন।
উত্তরঃ ভুল
২.২.৩) সিমা অপেক্ষাকৃত ভারি হওয়ায় সিয়ালের নীচে অবস্থান করে।
উত্তরঃ ঠিক
অষ্টম শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে
অষ্টম শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্ক ২০২২
৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*২= ৪
৩.১) ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
উত্তরঃ ম্যাগমা ও লাভার পার্থক্যগুলি নিম্নে আলোচনা করা হলো-
বিষয়ঃ সংজ্ঞা
ম্যাগমাঃ ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণ কে ম্যাগমা বলে।
লাভাঃ লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরিস্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাস্প হীন শিলার মিশ্রণ।
বিষয়ঃ প্রকৃতি
ম্যাগমাঃ ভূগর্ভের তরল শিলা হল ম্যাগমা
লাভাঃ লাভা হলো ভূপৃষ্ঠের উপরিস্থিত তরল ও কঠিন শিলার মিশ্রণ
বিষয়ঃ স্থানিকতা
ম্যাগমাঃ ভূ-গর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায়
লাভাঃ লাভা ভূপৃষ্ঠের উপরিভাগেই অবস্থান করে
অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের MCQ মক টেষ্ট প্রদান করতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে
৩.২) ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
উত্তরঃ ক্রোফেসিমা ও নিফেসিমার পার্থক্যগুলি নিম্নে প্রদান করা হলো-
বিষয় |
ক্রোফেসিমা |
নিফেসিমা |
অবস্থান |
গুরুমণ্ডলের উপরের অংশ বা বহিঃগুরুমণ্ডল |
গুরুমণ্ডলের নীচের অংশ বা অন্তঃগুরুমণ্ডল |
বিস্তার |
৩০-৭০০ কিমি. |
৭০০-২৯০০ কিমি. |
বেধ |
প্রায় ৬৭০ কিমি. |
প্রায় ২২০০ কিমি. |
উপাদান |
ক্রোমিয়াম (Cr.), লোহা (Fe), সিলিকন (Si), ও ম্যাগনেশিয়াম (Ma) |
নিকেল (Ni), লোহা (Fe), সিলিকন (Si), ও ম্যাগনেশিয়াম (Ma) |
পদার্থের আকৃতি |
অপেক্ষাকৃত হালকা |
অপেক্ষাকৃত ভারী |
ঘনত্ব |
৩.৪ – ৪.৫ গ্রাম/ঘন সেমি. |
৪.৫ – ৫.৬ গ্রাম/ঘন সেমি. |
অষ্টম শ্রেণি ইতিহাস বিষয়ের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
অষ্টম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২
৪) নীচের প্রশ্নটির উত্তর দাওঃ ৩*১= ৩
ভূঅভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা উল্লেখ করাে।
উত্তরঃ
পরিচলন স্রোতের ভূমিকাঃ
ভূগর্ভের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার ওপরের ঠান্ডা, ভারী পদার্থ নীচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়।
পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায়। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে। পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫) নীচের প্রশ্নটির উত্তর দাওঃ ৫*১= ৫
পৃথিবীর অভ্যন্তরভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তরঃ বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তরের সন্ধান পেয়েছেন। একেবারে উপরে আছে ভূত্বক। ভূত্বকের নিচে আছে গুরুমন্ডল। আর একেবারে নীচে বা পৃথিবীর কেন্দ্রের চারদিকে অবস্থান করছে কেন্দ্রমন্ডল।
পৃথিবীর অভ্যন্তরভাগের বৈশিষ্ট্যসমূহঃ
◘ পৃথিবীর অভ্যন্তর একাধিক পৃথক স্তরে বিভক্ত।
◘ অপেক্ষাকৃত ভারী পদার্থ নীচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে।
◘ হালকা পদার্থ বা উপাদান ভূপৃষ্ঠের উপরের দিকে উঠে আসে।
◘ ভুত্বক বা শিলামন্ডল সম্পর্কে যতটা জানা যায় পৃথিবীর কেন্দ্রমন্ডল ও গুরুমন্ডল সম্পর্কে ততটা তথ্য জানা যায় না।
◘ গুরুমন্ডলের উপরের স্তর আস্থেনোস্ফিয়ারে প্রচণ্ড তাপ ও চাপের ফলে শিলা সান্দ্র অবস্থায় থাকে।
সকল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে