আধুনিক বাংলা সাহিত্যের ধারা MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত আধুনিক বাংলা সাহিত্যের ধারা MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। ইতিপূর্বে শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত আদি যুগ ও মধ্য যুগ থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের নোট বিভাগ থেকে সেই প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারবে। 

 

উনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষাসংস্কার আন্দোলন

১) রবীন্দ্রনাথের মৃত্যু হয়- ১৯৪১ খ্রিষ্টাব্দে 

২) আত্মীয়সভা স্থাপিত হয়েছিল- ১৮১৫ খ্রিষ্টাব্দে 

৩) স্কুল বুক সোসাইটি স্থাপন করা হয়- ১৮১৭ খ্রিষ্টাব্দে

৪) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮১৭ খ্রিষ্টাব্দে

৫) জেনারেল অ্যাসেম্বলীজ্‌ ইন্সটিটিউশনের বর্তমান নাম হল- স্কটিশচার্চ কলেজ 

৬) মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮৩৫ খ্রিষ্টাব্দে

৭) প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮৫৫ খ্রিষ্টাব্দে

৮) কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল- ১৮৫৭ খ্রিষ্টাব্দে

৯) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৯২১ খ্রিষ্টাব্দে

১০) ইয়ং বেঙ্গল আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন- ডিরোজিও 

১১) মহাবিদ্রোহ হয়েছিল- ১৮৫৭ খ্রিষ্টাব্দে

 

বাংলা সাময়িকপত্রের উদ্ভব ও বিকাশকাল

১) বাংলাদেশে সাময়িকপত্রের সূচনা হয়- ১৮১৮ খ্রিষ্টাব্দে

২) দিগ্‌দর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল- শ্রীরামপুর মিশন থেকে

৩) সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয়- ১৮১৮ খ্রিষ্টাব্দে

৪) প্রথম বাংলা দৈনিকপত্রের সম্পাদক ছিলেন- ঈশ্বরগুপ্ত 

৫) ইয়ংবেঙ্গলের মুখপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়- জ্ঞানান্বেষণ পত্রিকায় 

৬) ত্তত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয়কুমার দত্ত 

৭) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছিলেন- বঙ্গদর্শন পত্রিকা 

৮) বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল- ১৮৭২ খ্রিষ্টাব্দে

৯) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন- দ্বারকানাথ বিদ্যাভূষণ 

১০) সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছিল- ১৯১৪ খ্রিষ্টাব্দে 

১১) সবুজপত্র পত্রিকাটির সম্পাদক ছিলেন- প্রমথ চৌধুরী 

 

এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

বাংলা গদ্য প্রবন্ধের ধারা

১) ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়- ১৮০০ খ্রিষ্টাব্দে 

২) প্রতাপাদিত্য চরিত্র লিখেছেন- রামরাম বসু 

৩) বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী হলেন- বিদ্যাসাগর 

৪) Comedy of Errors এর বাংলা অনুবাদের নাম- ভ্রান্তিবিলাস 

৫) প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর 

৬) একটি ব্যাঙ্গাত্মক নকশাজাতীয় রচনা হল- আলালের ঘরের দুলাল 

৭) কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল- হুতোম প্যাঁচা 

৮) হুতোম প্যাঁচার নক্‌শা কার লেখা- কালীপ্রসন্ন সিংহ 

৯) বঙ্কিমচন্দ্র রচিত শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ হল- কমলাকান্তের দপ্তর 

১০) বিষাদসিন্ধু উপন্যাসটি রচনা করেছেন- মীর মোশারফ হোসেন 

১১) বর্তমান ভারত রচনা করেন- বিবেকানন্দ 

১২) রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধগ্রন্থ হল- ভুবনমোহিনী প্রতিভা 

১৩) রবীন্দ্রনাথের লেখা শেষ প্রবন্ধগ্রন্থ হল- সভ্যতার সংকট 

১৪) বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী 

১৫) ক্ষীরের পুতুল রচনা করেন- অবনীন্দ্রনাথ ঠাকুর 

১৬) সবুজপত্র পত্রিকার সম্পাদক হলেন- প্রমথ চৌধুরী 

১৭) প্রমথ চৌধুরী যে ছদ্মনাম ব্যবহার করতেন- বীরবল 

১৮) দেশে বিদেশে রচনা করেন- সৈয়দ মুজতবা আলী 

১৯) কালপ্যাঁচা ছদ্মনাম হল- বিনয় ঘোষের 

২০) ‘তেল-নুন-লকড়ি’ রচনা করেন- প্রমথ চৌধুরী 

 

এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

কাব্য-কবিতার ধারা 

১) টপ্পা শব্দের অর্থ হল- লাফ 

২) বাংলা কাব্যের প্রথম ইতিহাসাশ্রিত রোমান্স হল- পদ্মিনী উপাখ্যান 

৩) মধুসূদনের প্রথম কাব্য- তিলোত্তমাসম্ভব কাব্য 

৪) বাংলা ভাষায় লিখিত সার্থক সাহিত্যিক মহাকাব্য হল- মেঘনাদবধ কাব্য 

৫) বাংলা ভাষায় পত্রকাব্য রচনা করেছেন- মাইকেল মধুসূদন দত্ত 

৬) মুধুসূদন দত্তের লেখা পত্রকাব্যটি হল- বীরাঙ্গনা 

৭) ব্রজাঙ্গনা কাব্যটি রচনা করেছেন- মধুসুদন দত্ত 

৮) নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য হল- রৈবতক-কুরুক্ষেত্র-প্রভাস 

৯) ভোরের পাখি বলা হয়েছে- বিহারীলাল চক্রবর্তীকে 

১০) সাধের আসন কাব্যটি রচনা করেছেন- বিহারীলাল চক্রবর্তী 

১১) সারদামঙ্গল কাব্যের কবি হলেন- বিহারীলাল চক্রবর্তী 

১২) এষা কাব্যটির রচয়িতা হলেন- অক্ষয়কুমার বড়াল 

১৩) আলো ও চায়া কাব্যগ্রন্থটির রচয়িতা- কামিনী রায় 

১৪) ভানুসিংহের পদাবলী গ্রন্থের রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর 

১৫) জীবনসায়াহ্নে রবীন্দ্রনাথ যে কাব্যগ্রন্থ রচনা করেন- রোগশয্যায় 

১৬) রবীন্দ্রনাথের জীবিতকালে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ হল- জন্মদিনে 

১৭) কুহু ও কেকা, ফুলের ফসল কাব্যগ্রন্থ দুটি রচনা করেছেন- সত্যেন্দ্রনাথ দত্ত 

১৮) দুঃখবাদী কবি হলেন- যতীন্দ্রনাথ সেনগুপ্ত  

১৯) যতীন্দ্রনাথ সেঙ্গুপ্তের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল- মরীচিকা, মরুশিখা ও মরুমায়া 

২০) স্বপনপসারী কাব্যগ্রন্থটি রচনা করেছেন- মোহিতলাল মজুমদার

২১) ফণিমনসা কাব্যগ্রন্থটি রচনা করেছেন- নজরুল ইসলাম

২২) বনলতা সেন কাব্যগ্রন্থটির কবি হলেন- জীবনানন্দ দাশ 

২৩) মহাপৃথিবী কাব্যগ্রন্থটির কবি হলেন- জীবনানন্দ দাশ

২৪) বুদ্ধদেব বসুর লেখা প্রথম কাব্যগ্রন্থ হল- বন্দীর বন্দনা 

২৫) পদাতিক কবি বলা হয়- সুভাষ মুখোপাধ্যায়কে 

২৬) ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন- জয় গোষ্বামী 

 

এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

 

বাংলা নাটক ও যাত্রার ধারা

১) প্রথম বাংলা নাট্যাভিনয়ের সাথে যে রুশদেশীয় ব্যক্তির নাম জড়িত তিনি হলেন- গেরাসিম লেবেডেফ 

২) কলকাতায় প্রথম শখের যাত্রাদল স্থাপন করেন- রাধারমন সরকার

৩) খোলামঞ্চ রীতিতে বাঙালির প্রচেষতায় প্রথম নাট্যাভিনয় হয়েছিল- ১৮৩১ খ্রিষ্টাব্দে 

৪) সেক্সপিয়রের ‘হ্যাম্লেট’ নাটকের অনুসরণে রচিত হয়- কীর্তিবিলাস 

৫) কুলীনকুলসর্বস্ব নাটকটি রচনা করেছিলেন- রামনারায়ণ তর্করত্ন 

৬) বেলগাছিয়া নাট্যশালায় যে নাটক দেখে মধুসূদন ব্যাথিত হয়েছিলেন- রত্নাবলী 

৭) মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক হল- শর্মিষ্ঠা 

৮) ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটি রচনা করেছেন- মধুসূদন দত্ত

৯) ‘কৃষ্ণকুমারী’ নাটকটি প্রকাশিত হয়েছিল- ১৮৬১ খ্রিষ্টাব্দে 

১০) ‘নীলদর্পণ’ নাটকটি রচনা করেন- দীনবন্ধু মিত্র 

১১) দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখতে যে ছদ্মনাম ব্যবহার করেছিলেন- কেনচিৎ পথিকেনাভি প্রণীতম 

১২) ‘বিয়ে পাগলা বুড়ো’ নাটকটি রচনা করেন- দীনবন্ধু মিত্র 

১৩) বাংলায় প্রথম মহিলা নাট্যকার হলেন- কামিনী সুন্দরী দেবী 

১৪) বাংলাদেশে প্রথম সাধারণ রঙ্গমঞ্চ স্থাপিত হয়েছিল- ১৮৭২ খ্রিষ্টাব্দে 

১৫) ‘জনা’ নাটকটির রচয়িতা হলেন- গিরিশচন্দ্র ঘোষ 

১৬) ‘মেবার পতন’ নাটকটি রচনা করেছিলেন- দ্বিজেন্দ্রলাল রায় 

১৭) ‘অভিনয় নিয়ন্ত্রন আইন’ জারি করা হয়েছিল- ১৮৭৬ খ্রিষ্টাব্দে 

১৮) রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটক- বাল্মীকিপ্রতিভা 

১৯) ‘অচলায়তন’ নাটকটির অভিনয়যোগ্য রুপান্তর হল- গুরু 

২০) ‘কারাগার’ নাটকটি রচনা করেছেন- মন্মথ রায় 

২১) ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি রচনা করেছিলেন- বাদল সরকার 

২২) ‘তিতুমীর’ ও ‘টিনের তলোয়ার’ নাটক দুটি রচনা করেছিলেন- উৎপল দত্ত 

 

এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

উপন্যাস ও ছোটগল্প

১) ‘আলালের ঘরের দুলাল’ রচনা করেন- প্যারীচাঁদ মিত্র 

২) ‘ফুলমণি ও করুণার বিবরণ’ রচনা করেন- হানা ক্যাথেরিন ম্যুলেন্স 

৩) বাংলা উপন্যাসের প্রথম সার্থক স্রষ্টা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

৪) বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস- দুর্গেশনন্দিনী  

৫) ‘কপালকুন্ডলা’ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৮৬৬ খ্রিষ্টাব্দে 

৬) ‘বন্দেমাতরম্‌’ সংগীতটি রয়েছে যে উপন্যাসে- আনন্দমঠ 

৭) সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত যে উপন্যাস- আনন্দমঠ 

৮) রবীন্দ্রনাথের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস- চোখের বালি 

৯) ‘গোরা’ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল- ১৯১০ খ্রিষ্টাব্দে 

১০) চলিত গদ্যে লেখা রবীন্দনাথের প্রথম উপন্যাস- ঘরে বাইরে 

১১) রবীন্দনাথের লেখা শেষ উপন্যাস- মালঞ্চ 

১২) শরৎচন্দ্র যে গল্পের জন্য কুন্তলীন পুরষ্কার পান- মন্দির 

১৩) শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসটি- রাজনৈতিক উপন্যাস 

১৪) শরৎচন্দ্র রচিত একতি আত্মজীবনীমূলক উপন্যাস- শ্রীকান্ত 

১৫) ‘পথের পাঁচালী’ উপন্যাসটি রচনা করেছেন- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

১৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম- প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় 

১৭) ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটি রচনা করেছেন- মানিক বন্দ্যোপাধ্যায় 

১৮) ‘অন্তঃশীলা’ উপন্যাসটির রচয়িতা- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় 

১৯) রাজনৈতিক উপন্যাস ‘জাগরী’-র রচয়িতা হলেন- সতীনাথ ভাদুড়ী 

২০) ‘পরশুরাম’ যার ছদ্মনাম- রাজশেখর বসু 

২১) ‘বেনামী বন্দর’ গল্পগ্রন্থটি রচনা করেছেন- প্রেমেন্দ্র মিত্র 

২২) ‘বনফুল’ যার ছদ্মনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায় 

২৩) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসটির রচয়িতা- আশাপূর্ণা দেবী

২৪) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি রচনা করেছেন- অদ্বৈত মল্লবর্মন 

২৫) ‘কিনু গোয়ালার গলি’ উপন্যাসটি রচনা করেছেন- সন্তোষকুমার ঘোষ 

২৬) ‘হাজার চুরাশির মা’ উপন্যাসটির রচয়িতা হলেন- মহাশ্বেতা দেবী 

২৭) ‘গঙ্গা’ উপন্যাসটির রচয়িতা হলেন- সমরেশ বসু 

২৮) ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেছেন- মদনমোহন তর্কালঙ্কার 

২৯) বাংলা শিশু সাহিত্যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

৩০) ‘আবোল-তাবোল’ গ্রন্থটি রচনা করেছেন- সুকুমার রায় 

৩১) ‘ঠাকুমার ঝুলি’ গ্রন্থটি রচনা করেছেন- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 

৩২) ‘ক্ষীরের পুতুল’ রচনা করেছেন- অবনীন্দ্রনাথ ঠাকুর 

৩৩) ‘সহজপাঠ’ রচনা করেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর  

উপন্যাস অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

ছোটগল্প অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

……… শিক্ষালয় ওয়েবসাইটের পোষ্টগুলি ভালো লাগলে ওয়েবসাইটিকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো। 

  • আড্ডা প্রবন্ধে আড্ডার বৈশিষ্ট্য । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
    আড্ডা প্রবন্ধে আড্ডার বৈশিষ্ট্য । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য আড্ডা প্রবন্ধে...
  • একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাজেশন
    একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাজেশন শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল...
  • আগুন নাটকে সতীশ চরিত্র
    আগুন নাটকে সতীশ চরিত্র শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য আগুন নাটকে সতীশ চরিত্র আলোচনাটি প্রদান করা হলো।...
  • চোখের জলটা তাদের জন্য । দ্বাদশ শ্রেণি বাংলা
    চোখের জলটা তাদের জন্য । দ্বাদশ শ্রেণি বাংলা শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা অলৌকিক গল্প থেকে চোখের জলটা তাদের জন্য...
  • মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর
    মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ছোট প্রশ্নের সেট এই মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর প্রদান করা হলো।...
  • গুরুত্বপূর্ণ প্রতিবেদন । মাধ্যমিক বাংলা
    গুরুত্বপূর্ণ প্রতিবেদন । মাধ্যমিক বাংলা মাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলা দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন প্রদান করা হলো। দশম...
  • H.S Bengali Question
    H.S Bengali Question শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে উচ্চমাধ্যমিক প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন বা H.S Bengali Question প্রদান করলাম। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা...
sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
sikkhalaya youtube
শিক্ষালয় ইউটিউব চ্যানেল
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?