একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত আধুনিক বাংলা সাহিত্যের ধারা MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। ইতিপূর্বে শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত আদি যুগ ও মধ্য যুগ থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের নোট বিভাগ থেকে সেই প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারবে।
উনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষাসংস্কার আন্দোলন
১) রবীন্দ্রনাথের মৃত্যু হয়- ১৯৪১ খ্রিষ্টাব্দে
২) আত্মীয়সভা স্থাপিত হয়েছিল- ১৮১৫ খ্রিষ্টাব্দে
৩) স্কুল বুক সোসাইটি স্থাপন করা হয়- ১৮১৭ খ্রিষ্টাব্দে
৪) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮১৭ খ্রিষ্টাব্দে
৫) জেনারেল অ্যাসেম্বলীজ্ ইন্সটিটিউশনের বর্তমান নাম হল- স্কটিশচার্চ কলেজ
৬) মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮৩৫ খ্রিষ্টাব্দে
৭) প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮৫৫ খ্রিষ্টাব্দে
৮) কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল- ১৮৫৭ খ্রিষ্টাব্দে
৯) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৯২১ খ্রিষ্টাব্দে
১০) ইয়ং বেঙ্গল আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন- ডিরোজিও
১১) মহাবিদ্রোহ হয়েছিল- ১৮৫৭ খ্রিষ্টাব্দে
বাংলা সাময়িকপত্রের উদ্ভব ও বিকাশকাল
১) বাংলাদেশে সাময়িকপত্রের সূচনা হয়- ১৮১৮ খ্রিষ্টাব্দে
২) দিগ্দর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল- শ্রীরামপুর মিশন থেকে
৩) সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয়- ১৮১৮ খ্রিষ্টাব্দে
৪) প্রথম বাংলা দৈনিকপত্রের সম্পাদক ছিলেন- ঈশ্বরগুপ্ত
৫) ইয়ংবেঙ্গলের মুখপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়- জ্ঞানান্বেষণ পত্রিকায়
৬) ত্তত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয়কুমার দত্ত
৭) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছিলেন- বঙ্গদর্শন পত্রিকা
৮) বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল- ১৮৭২ খ্রিষ্টাব্দে
৯) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন- দ্বারকানাথ বিদ্যাভূষণ
১০) সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছিল- ১৯১৪ খ্রিষ্টাব্দে
১১) সবুজপত্র পত্রিকাটির সম্পাদক ছিলেন- প্রমথ চৌধুরী
এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো
বাংলা গদ্য প্রবন্ধের ধারা
১) ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়- ১৮০০ খ্রিষ্টাব্দে
২) প্রতাপাদিত্য চরিত্র লিখেছেন- রামরাম বসু
৩) বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী হলেন- বিদ্যাসাগর
৪) Comedy of Errors এর বাংলা অনুবাদের নাম- ভ্রান্তিবিলাস
৫) প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর
৬) একটি ব্যাঙ্গাত্মক নকশাজাতীয় রচনা হল- আলালের ঘরের দুলাল
৭) কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল- হুতোম প্যাঁচা
৮) হুতোম প্যাঁচার নক্শা কার লেখা- কালীপ্রসন্ন সিংহ
৯) বঙ্কিমচন্দ্র রচিত শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ হল- কমলাকান্তের দপ্তর
১০) বিষাদসিন্ধু উপন্যাসটি রচনা করেছেন- মীর মোশারফ হোসেন
১১) বর্তমান ভারত রচনা করেন- বিবেকানন্দ
১২) রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধগ্রন্থ হল- ভুবনমোহিনী প্রতিভা
১৩) রবীন্দ্রনাথের লেখা শেষ প্রবন্ধগ্রন্থ হল- সভ্যতার সংকট
১৪) বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১৫) ক্ষীরের পুতুল রচনা করেন- অবনীন্দ্রনাথ ঠাকুর
১৬) সবুজপত্র পত্রিকার সম্পাদক হলেন- প্রমথ চৌধুরী
১৭) প্রমথ চৌধুরী যে ছদ্মনাম ব্যবহার করতেন- বীরবল
১৮) দেশে বিদেশে রচনা করেন- সৈয়দ মুজতবা আলী
১৯) কালপ্যাঁচা ছদ্মনাম হল- বিনয় ঘোষের
২০) ‘তেল-নুন-লকড়ি’ রচনা করেন- প্রমথ চৌধুরী
এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো
কাব্য-কবিতার ধারা
১) টপ্পা শব্দের অর্থ হল- লাফ
২) বাংলা কাব্যের প্রথম ইতিহাসাশ্রিত রোমান্স হল- পদ্মিনী উপাখ্যান
৩) মধুসূদনের প্রথম কাব্য- তিলোত্তমাসম্ভব কাব্য
৪) বাংলা ভাষায় লিখিত সার্থক সাহিত্যিক মহাকাব্য হল- মেঘনাদবধ কাব্য
৫) বাংলা ভাষায় পত্রকাব্য রচনা করেছেন- মাইকেল মধুসূদন দত্ত
৬) মুধুসূদন দত্তের লেখা পত্রকাব্যটি হল- বীরাঙ্গনা
৭) ব্রজাঙ্গনা কাব্যটি রচনা করেছেন- মধুসুদন দত্ত
৮) নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য হল- রৈবতক-কুরুক্ষেত্র-প্রভাস
৯) ভোরের পাখি বলা হয়েছে- বিহারীলাল চক্রবর্তীকে
১০) সাধের আসন কাব্যটি রচনা করেছেন- বিহারীলাল চক্রবর্তী
১১) সারদামঙ্গল কাব্যের কবি হলেন- বিহারীলাল চক্রবর্তী
১২) এষা কাব্যটির রচয়িতা হলেন- অক্ষয়কুমার বড়াল
১৩) আলো ও চায়া কাব্যগ্রন্থটির রচয়িতা- কামিনী রায়
১৪) ভানুসিংহের পদাবলী গ্রন্থের রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫) জীবনসায়াহ্নে রবীন্দ্রনাথ যে কাব্যগ্রন্থ রচনা করেন- রোগশয্যায়
১৬) রবীন্দ্রনাথের জীবিতকালে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ হল- জন্মদিনে
১৭) কুহু ও কেকা, ফুলের ফসল কাব্যগ্রন্থ দুটি রচনা করেছেন- সত্যেন্দ্রনাথ দত্ত
১৮) দুঃখবাদী কবি হলেন- যতীন্দ্রনাথ সেনগুপ্ত
১৯) যতীন্দ্রনাথ সেঙ্গুপ্তের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল- মরীচিকা, মরুশিখা ও মরুমায়া
২০) স্বপনপসারী কাব্যগ্রন্থটি রচনা করেছেন- মোহিতলাল মজুমদার
২১) ফণিমনসা কাব্যগ্রন্থটি রচনা করেছেন- নজরুল ইসলাম
২২) বনলতা সেন কাব্যগ্রন্থটির কবি হলেন- জীবনানন্দ দাশ
২৩) মহাপৃথিবী কাব্যগ্রন্থটির কবি হলেন- জীবনানন্দ দাশ
২৪) বুদ্ধদেব বসুর লেখা প্রথম কাব্যগ্রন্থ হল- বন্দীর বন্দনা
২৫) পদাতিক কবি বলা হয়- সুভাষ মুখোপাধ্যায়কে
২৬) ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন- জয় গোষ্বামী
এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো
বাংলা নাটক ও যাত্রার ধারা
১) প্রথম বাংলা নাট্যাভিনয়ের সাথে যে রুশদেশীয় ব্যক্তির নাম জড়িত তিনি হলেন- গেরাসিম লেবেডেফ
২) কলকাতায় প্রথম শখের যাত্রাদল স্থাপন করেন- রাধারমন সরকার
৩) খোলামঞ্চ রীতিতে বাঙালির প্রচেষতায় প্রথম নাট্যাভিনয় হয়েছিল- ১৮৩১ খ্রিষ্টাব্দে
৪) সেক্সপিয়রের ‘হ্যাম্লেট’ নাটকের অনুসরণে রচিত হয়- কীর্তিবিলাস
৫) কুলীনকুলসর্বস্ব নাটকটি রচনা করেছিলেন- রামনারায়ণ তর্করত্ন
৬) বেলগাছিয়া নাট্যশালায় যে নাটক দেখে মধুসূদন ব্যাথিত হয়েছিলেন- রত্নাবলী
৭) মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক হল- শর্মিষ্ঠা
৮) ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটি রচনা করেছেন- মধুসূদন দত্ত
৯) ‘কৃষ্ণকুমারী’ নাটকটি প্রকাশিত হয়েছিল- ১৮৬১ খ্রিষ্টাব্দে
১০) ‘নীলদর্পণ’ নাটকটি রচনা করেন- দীনবন্ধু মিত্র
১১) দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখতে যে ছদ্মনাম ব্যবহার করেছিলেন- কেনচিৎ পথিকেনাভি প্রণীতম
১২) ‘বিয়ে পাগলা বুড়ো’ নাটকটি রচনা করেন- দীনবন্ধু মিত্র
১৩) বাংলায় প্রথম মহিলা নাট্যকার হলেন- কামিনী সুন্দরী দেবী
১৪) বাংলাদেশে প্রথম সাধারণ রঙ্গমঞ্চ স্থাপিত হয়েছিল- ১৮৭২ খ্রিষ্টাব্দে
১৫) ‘জনা’ নাটকটির রচয়িতা হলেন- গিরিশচন্দ্র ঘোষ
১৬) ‘মেবার পতন’ নাটকটি রচনা করেছিলেন- দ্বিজেন্দ্রলাল রায়
১৭) ‘অভিনয় নিয়ন্ত্রন আইন’ জারি করা হয়েছিল- ১৮৭৬ খ্রিষ্টাব্দে
১৮) রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটক- বাল্মীকিপ্রতিভা
১৯) ‘অচলায়তন’ নাটকটির অভিনয়যোগ্য রুপান্তর হল- গুরু
২০) ‘কারাগার’ নাটকটি রচনা করেছেন- মন্মথ রায়
২১) ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি রচনা করেছিলেন- বাদল সরকার
২২) ‘তিতুমীর’ ও ‘টিনের তলোয়ার’ নাটক দুটি রচনা করেছিলেন- উৎপল দত্ত
এই অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো
উপন্যাস ও ছোটগল্প
১) ‘আলালের ঘরের দুলাল’ রচনা করেন- প্যারীচাঁদ মিত্র
২) ‘ফুলমণি ও করুণার বিবরণ’ রচনা করেন- হানা ক্যাথেরিন ম্যুলেন্স
৩) বাংলা উপন্যাসের প্রথম সার্থক স্রষ্টা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪) বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫) ‘কপালকুন্ডলা’ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৮৬৬ খ্রিষ্টাব্দে
৬) ‘বন্দেমাতরম্’ সংগীতটি রয়েছে যে উপন্যাসে- আনন্দমঠ
৭) সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত যে উপন্যাস- আনন্দমঠ
৮) রবীন্দ্রনাথের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস- চোখের বালি
৯) ‘গোরা’ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল- ১৯১০ খ্রিষ্টাব্দে
১০) চলিত গদ্যে লেখা রবীন্দনাথের প্রথম উপন্যাস- ঘরে বাইরে
১১) রবীন্দনাথের লেখা শেষ উপন্যাস- মালঞ্চ
১২) শরৎচন্দ্র যে গল্পের জন্য কুন্তলীন পুরষ্কার পান- মন্দির
১৩) শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসটি- রাজনৈতিক উপন্যাস
১৪) শরৎচন্দ্র রচিত একতি আত্মজীবনীমূলক উপন্যাস- শ্রীকান্ত
১৫) ‘পথের পাঁচালী’ উপন্যাসটি রচনা করেছেন- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম- প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
১৭) ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটি রচনা করেছেন- মানিক বন্দ্যোপাধ্যায়
১৮) ‘অন্তঃশীলা’ উপন্যাসটির রচয়িতা- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
১৯) রাজনৈতিক উপন্যাস ‘জাগরী’-র রচয়িতা হলেন- সতীনাথ ভাদুড়ী
২০) ‘পরশুরাম’ যার ছদ্মনাম- রাজশেখর বসু
২১) ‘বেনামী বন্দর’ গল্পগ্রন্থটি রচনা করেছেন- প্রেমেন্দ্র মিত্র
২২) ‘বনফুল’ যার ছদ্মনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
২৩) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসটির রচয়িতা- আশাপূর্ণা দেবী
২৪) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি রচনা করেছেন- অদ্বৈত মল্লবর্মন
২৫) ‘কিনু গোয়ালার গলি’ উপন্যাসটি রচনা করেছেন- সন্তোষকুমার ঘোষ
২৬) ‘হাজার চুরাশির মা’ উপন্যাসটির রচয়িতা হলেন- মহাশ্বেতা দেবী
২৭) ‘গঙ্গা’ উপন্যাসটির রচয়িতা হলেন- সমরেশ বসু
২৮) ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেছেন- মদনমোহন তর্কালঙ্কার
২৯) বাংলা শিশু সাহিত্যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৩০) ‘আবোল-তাবোল’ গ্রন্থটি রচনা করেছেন- সুকুমার রায়
৩১) ‘ঠাকুমার ঝুলি’ গ্রন্থটি রচনা করেছেন- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৩২) ‘ক্ষীরের পুতুল’ রচনা করেছেন- অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৩) ‘সহজপাঠ’ রচনা করেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর
উপন্যাস অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো
ছোটগল্প অংশ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো