কারক ও অকারক সম্পর্ক
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কারক ও অকারক সম্পর্ক থেকে কিছ প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হলো। শিক্ষালয় ওয়েবসাইটে নিয়মিত পাঠ্য বিষয়ের পাশাপাশি বাংলা ব্যাকরণ থেকে বিবিধ আলোচনা প্রদান করা হয়ে থাকে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
কারক ও অকারক সম্পর্কঃ
১) তির্যক বিভক্তি হল- একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি
২) ‘তুমি আসলে সে যাবে’- তুমি হল- নিরপেক্ষ কর্তা
৩) অনুসর্গের অপর নাম হল- পরসর্গ
৪) বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে, সেই কর্তাকে বলে- সমধাতুজ কর্তা
৫) বাক্যের ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে, সেই কর্মকে বলে- সমধাতুজ কর্ম
৬) কারক হল- ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক
৭) অকারক হল- নামপদের সঙ্গে নামপদের সম্পর্ক
৮) ‘বিভক্তি’ শব্দের অর্থ হল- বিভাজন
৯) তির্যক বিভক্তির উদাহরণ হলো- এ
১০) ‘রাজায় রাজায় যুদ্ধ হয়’- ‘রাজায় রাজায়’ হল- ব্যতিহার কর্তা
১১) ‘শিক্ষক শিক্ষার্থীকে পড়ান’- ‘শিক্ষক’ হলেন- প্রযোজক কর্তা
১২) ‘শিক্ষক শিক্ষার্থীকে পড়ান’- ‘শিক্ষার্থী’ হল- প্রযোজ্য কর্তা
১৩) ‘মা শিশুকে চাঁদ দেখান’- ‘শিশু’ হল- গৌণ কর্ম
১৪) ‘মা শিশুকে চাঁদ দেখান’- ‘চাঁদ’ হল- মুখ্য কর্ম
১৫) বিভক্তি যুক্ত হয়- শব্দের পরে
১৬) ‘শাঁখ বাজে’- ‘শাঁখ’ হলো- কর্মকর্তৃবাচ্যের কর্তা
১৭) ‘সে ইস্কুলে যায়’- ‘ইস্কুলে’ হলো- অধিকরণ কারক
১৮) ‘বাংলাদেশ ঘুরে এলাম’- ‘বাংলাদেশ’ হলো- অপাদান কারক (বাংলাদেশ থেকে ঘুরে এলাম অর্থে)
১৯) ‘ছেলেরা ফুটবল খেলছে’- ‘ফুটবল’ হল- করণ কারক (ফুটবল দিয়ে খেলছে অর্থে)
২০) ‘যদু হে এ এ এ…… মাছ কিবা’- ‘যদু হে’ এখানে- সম্বোধন পদ
কারক ও অকারক থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবেঃ
♦ কারক ও অকারক MCQ MOCK TEST 1
♦ কারক ও অকারক MCQ MOCK TEST 2
♦ কারক ও অকারক MCQ MOCK TEST 3
কারক ও অকারক সম্পর্কে বিষদ আলোচনা দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ