
কারক নির্ণয় MCQ মক টেষ্ট
বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কারক। ইতিপূর্বে আমরা কারক কাকে বলে, এর শ্রেণিবিভাগ তথা বিভক্তি ও অনুসর্গ সম্পর্কে জেনেছি (শিক্ষালয় ওয়েবসাইটের নোট বিভাগে আলোচনা করা হয়েছে)। আজকে আমরা কারক নির্ণয় অনুশীলন করবো। কারক ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে জানার পরে শিক্ষার্থীদের জন্য কারক নির্ণয় অনুশীলন করা একান্ত আবশ্যক। বারংবার অনুশিলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কারক ও বিভক্তি নির্ণয়ে পারদর্শীতা অর্জনে সমর্থ হবে। শিক্ষার্থীদের সেই মানসিক বিকাশের উদ্দেশ্যেই শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে আরেকটি কারক নির্ণয় MCQ মক টেষ্ট প্রদান করা হলো (আগেও শিক্ষালয় ওয়েবসাইটে কারক নির্ণয় মক টেষ্ট প্রদান করা হয়েছে, যেগুলি শিক্ষার্থীরা শিক্ষালয় ওয়েবসাইটে দশম শ্রেণি মক টেষ্ট বিভাগে পেয়ে যাবে)।
কারক নির্ণয়ের এই MCQ মক টেষ্টটি সপ্তম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ব্যাকরণ চর্চায় বিশেষভাবে সহায়তা প্রদান করবে। কারক নির্ণয় MCQ মক টেষ্টে ১০টি কারক নির্ণয়ের জন্য ৪টি করে বিকল্প প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের ই-মেইল আইডি ও নাম লিখে সেই প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করতে হবে। উত্তরগুলি সাবমিট করার সাথে সাথেই শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর দেখতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এই মক টেষ্টটি একজন শিক্ষার্থী একাধিকবার প্রদান করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পুরণ করোঃ
শিক্ষালয় ওয়েবসাইটের পোষ্টগুলি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করুনঃ