অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন ।। Class Eight Second Unit Test Bengali Question

অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন ।। Class Eight Second Unit Test Bengali Question

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন ।। Class Eight Second Unit Test Bengali Question’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন ।। Class Eight Second Unit Test Bengali Question সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন ।। Class Eight Second Unit Test Bengali Question: 

শিক্ষালয়, অনুপম ধর

www.sikkhalaya.in

শ্রেণিঃ অষ্টম      বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ২৫        সময়ঃ ৪৫ মিনিট

১) যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৩=৬

ক) ‘মানুষ বড়ো কাঁদছে’- কী কারণে কবি একথা বলেছেন?

খ) ‘গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে/গাছ না গাছের প্রেতচ্ছায়া’- একটা গাছ দাঁড়িয়ে আছে বলেও পরের পংক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে কেন? 

গ) ‘চিরকাল উত্তাল তাই রে’- কে, কেন চিরকাল উত্তাল হয়ে থাকে?

ঘ) ‘পাড়াগাঁর দুপহর ভালোবাসি’ কবিতাটিতে প্রকৃতির কেমন ছবি আমরা ফুটে উঠতে দেখি?

ঙ) ‘কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে’- কারা বাড়িটিকে ভালোবেসে থমকে দাঁড়ায়, কেন? 

 

২) যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৩=৬ 

ক) ‘রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল’- রমেশের বিস্ময়ের কারণ কী?

খ) ‘গাছের কথা’ রচনাটিতে লেখক জগদীশচন্দ্র বসুর ছেলেবেলার কথা কীভাবে উঠে এসেছে তা লেখো। 

গ) ‘কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি’- কার সম্পর্কে কেন এরূপ মন্তব্য করা হয়েছে?

ঘ) ‘আমাদের তো জয়জয়কার’- কী কারণে লেখক ও তাঁর সঙ্গীদের জয়জয়কার হয়েছিল?

 

৩) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩ 

ক) ‘দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই’- দুর্গার উত্তর দেবার সুযোগ ছিল না কেন?

খ) ‘দিদির উপর অত্যন্ত মমতা হয়’- দিদির উপর অপুর মমতা হয় কেন? 

 

৪) নীচের বাক্যগুলির রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো। ১*৩=৩

ক) আমরা যুবকরা ছিলুম একদল, মহাফুর্তিতে ট্রেনে চড়েছি। 

খ) তারা শুধু কেঁদে মরে বাইরে। 

গ) ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। 

 

৫) রেখাঙ্কিত শব্দগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো। ১*৩=৩

ক) না লাঠিসোটা ধরবেন। 

খ) ছন্দহীন বুনো চালতার। 

গ) আপনার এবার অমতে কিছু হবে না। 

 

৬) তোমার এলাকায় বেশ কিছু পথবাতি অকেজো হয়ে রয়েছে। এই বিষয়ে অভিযোগ জানিয়ে পৌরপিতার কাছে একটি পত্র রচনা করো। ৪  

 

অষ্টম শ্রেণি বাংলা নোটঃ 

অষ্টম শ্রেণি বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

click here

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?