“টিকিটের অ্যালবাম” গল্প থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
১) “হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে”-কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কী?
উৎসঃ
তামিল লেখক “সুন্দর রামস্বামী” রচিত “তেরটি গল্পগ্রন্থ”-এর অন্তর্গত “টিকিটের অ্যালবাম” গল্পটির বাংলা অনুবাদ করেছেন “অর্ঘ্যুকুসুম দত্তগুপ্ত”। প্রশ্নোক্ত অংশটি এই গল্পের অন্তর্গত।
যার মনে হয়েছেঃ
গল্পের কেন্দ্রীয় চরিত্র রাজাপ্পার মনে প্রশ্নোক্ত মনোভাবের সঞ্চার ঘটেছে।
তার জনপ্রিয়তা কমে যাবার কারণঃ
একদা রাজাপ্পার টিকিটের অ্যালবামের প্রতি তার বন্ধু-বান্ধবীরা আকর্ষিত হলেও, তার সহপাঠী নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে তার জন্য একটি সুন্দর ও আকর্ষণীয় টিকিটের অ্যালবাম প্রেরণ করলে, রাজাপ্পার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পেতে শুরু করেছিল।
নাগরাজনের অ্যালবামটিতে ডাকটিকিটের সংখ্যা কম থাকলেও, তাতে সুন্দর সুন্দর ছবি ছিল। রাজাপ্পার অ্যালবামে অতো সুন্দর ছবি ছিল না। রাজাপ্পার অ্যালবামটি বহু ব্যবহারের ফলে যেন ছেঁড়া ন্যাকরার মতো হয়ে গিয়েছিল।
ডাকটিকিটের প্রকৃত মূল্য সবার পক্ষে বোঝা সম্ভব ছিল না। তাই সকলে নাগরাজনের সুন্দর ছবির নতুন অ্যালবামের প্রতি অধিক আকর্ষিত হলে রাজাপ্পার জনপ্রিয়তা কমে গিয়েছিল।
স্কুলের ছেলেমেয়েদের নাগরাজন কীভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত?
“চোরাদৃষ্টিতে অ্যালবামটা দেখত”-সেই চোরাদৃষ্টিতে দেখা অ্যালবামটির কোন্ বিশেষত্বের কথা গল্পে রয়েছে?
উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে