ব্যোমযাত্রীর ডায়রি প্রশ্ন ও উত্তর ।। Bomjatrir Dairy Prosno Uttor

ব্যোমযাত্রীর ডায়রি প্রশ্ন ও উত্তর ।। Bomjatrir Dairy Prosno Uttor

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণি বাংলা ব্যোমযাত্রীর ডায়রি প্রশ্ন ও উত্তর ।। Bomjatrir Dairy Prosno Uttor প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ব্যোমযাত্রীর ডায়রি প্রশ্ন ও উত্তর ।। Bomjatrir Dairy Prosno Uttor নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

ব্যোমযাত্রীর ডায়রি প্রশ্ন ও উত্তর ।। Bomjatrir Dairy Prosno Uttor:

ব্যোমযাত্রীর ডায়রি থেকে MCQ প্রশ্নের উত্তরঃ 

১) ব্যোমযাত্রীর ডায়রি গল্পটি লিখেছেন- সত্যজিৎ রায়। 

২) প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডাইরিটা লেখক পেয়েছিলেন- তারক চাটুজ্জোর কাছ থেকে।

৩) তারক বাবুর লেখাগুলোর জন্য লেখক- পাঁচ-দশ টাকা করে দিতেন। 

৪) প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ সময়কাল ছিল- পনেরো বছর। 

৫) ‘ব্যাপার তো একটাই’- যে ব্যাপারটার কথা বলা হয়েছে- বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। 

৭) কাগজে উল্কাখণ্ডের  ছবি দেখে  লেখকের মনে হয়েছিল- একটা কালো মড়ার খুলি। 

৮) তারকবাবু সুন্দবনের মাথারিয়া অঞ্চলে গিয়েছিলেন- বাঘছালের সন্ধানে।

৯) তারকবাবু সুন্দবনের মাথারিয়া অঞ্চল থেকে নিয়ে এসেছিলেন- গোসাপের ছাল। 

১০) প্রফেসর শঙ্কু খাতাটা পেয়েছিলেন- পাথরটা পড়ায় যে গর্ত হয়েছিল সেই গর্তের ঠিক মাঝখানে। 

১২) লেখক তারক চ্যাটুর্জেকে ডায়রির জন্য দিয়েছিলেন- কুড়ি টাকা। 

১৩) হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল কারণ- ডায়রির লেখার রঙ পরিবর্তন হচ্ছিল।  

১৪) প্রফেসর শঙ্কুর খাতার কাগজ গুলো ছিল- রাবারের মতো। 

১৫) প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর সঙ্গে আছে- ২৭ বছর। 

১৬) শঙ্কু প্রহ্লাদকে শিক্ষা দিয়েছিলেন- Snuff-gun বা নস্যাস্ত্র দিয়ে। 

১৭) প্রফেসর শঙ্কু রকেটে যাত্রার প্রথমবারে কেলেঙ্কারিদের জন্য দায়ী করেছেন- প্রহ্লাদকে। 

১৮) প্রথমবার রকেটটা পড়ে গিয়েছিল- অবিনাশ বাবুর মুলোর ক্ষেতে। 

১৯) অবিনাশ বাবুর মুলোর ক্ষেত নষ্ট হওয়ার জন্য প্রফেসর শঙ্কুর কাছে দাবি করেছিল- ৫০০ টাকা।

২০) ‘প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধা হবে’- এখানে যে সুবিধার কথা বলা হয়েছে- প্রহ্লাদের সাহস। 

২১) প্রহ্লাদের ওজন ছিল- দু মণ সাত সের। 

২২) বিধু শেখরের ওজন ছিল- সাড়ে পাঁচ মণ।

২৩) প্রফেসর শঙ্কুর ওজন ছিল- এক মন এগারো সের।

২৪) ‘ওই হাউইটা কালীপুজোর দিন ছাড়ুন না’- কথাটি বলেছিলেন- অবিনাশ বাবু। 

২৫) অবিনাশ বাবু চায়ে চিনির বদলে খান- স্যাকারিন। 

২৬) ‘এই বড়িই হল আমার নতুন অস্ত্র’- শঙ্কু এই অস্ত্রটি তৈরি করার বিদ্যা শিখেছিলেন- মহাভারতের  জৃম্ভুণাস্ত্র থেকে। 

২৭) ‘কাল ওকে Fish Pill খাওয়ালাম’- এখানে যাকে খাওয়ানোর কথা বলা হয়েছে- বিড়াল নিউটনকে। 

২৮) ‘এই দুটো মাস উল্কাপাত হয় সবচেয়ে বেশি’ – যে দুটো মাসের কথা বলা হয়েছে- আশ্বিন-কার্তিক মাস।

২৯) ‘এক আশ্চর্য দৃশ্য এখানে’- আশ্চর্য দৃশ্যটি হল- বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছের পাশে উল্কার একটা প্রকাণ্ড জোনাকির মত জ্বলতে থাকা। 

৩০) শঙ্কুর বাগানে যে গাছটির কথা বলা হয়েছে সেই গাছটি হল- গোলঞ্চ গাছ। 

৩১) বটিক ইন্ডিকা প্রফেসর শঙ্কু যে গাছের রস থেকে তৈরি করেছিলেন- বট ফলের রস থেকে।

৩২) প্রফেসর শঙ্কু বটফলের রস থেকে যে বড়ি তৈরি করেছিলেন তার নাম- বটিক ইন্ডিকা। 

৩৩) বটিক ইন্ডিকা ছিল- হোমিওপ্যাথিক ওষুধ। 

৩৪) ‘বটিক ইন্ডিকা’ খেলে খিদে তেষ্টা মিটে যায়- চব্বিশ ঘন্টা। 

৩৫) প্রহ্লাদ রকেটে যে বই পাঠ করতো- রামায়ণ। 

৩৬) ‘ঘাড়টাকে চিৎ করে বলল -গাগোঃ’- এখানে ‘গাগোঃ’ কথার বাংলা অর্থ- ভালো। 

৩৭) বিধুশেখর রকেটের মধ্যে যে গানটা গাইবার চেষ্টা করছিল- ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। 

৩৮)  প্রফেসর শঙ্কু প্রথমে যে গ্রহে যাত্রা করেছিলেন- মঙ্গল গ্রহে। 

৩৯) ‘বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল’- এখানে যার কথা বলা হয়েছে- বিধুশেখর। 

৪০) মঙ্গল গ্রহে নদীর জলকে প্রফেসর শঙ্কুর মনে হয়েছিল- স্বচ্ছ পেয়ারার জেলি। 

৪১) ‘তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম’- এখানে নিউটন খেয়েছিল- মঙ্গল গ্রহে নদীর জল। 

৪২) ‘বিধুশেখর গম্ভীর গলায় বলল- ‘বিভং ভীবং বিভং’- বিধুশেখর যা বলতে চেয়েছিল- বিপদ ভীষণ বিপদ। 

৪৩) মঙ্গলীরা যা বলে চিৎকার করছিল- তিন্তিড়ি, তিন্তিড়ি। 

৪৪) মঙ্গলীরা ভালো ছুটতে- পারত না।  

৪৬) মঙ্গলীয়দের গা থেকে যেমন গন্ধ বের হচ্ছিল- আঁশটে।

৪৭) মঙ্গলীয়দের দেখে প্রহ্লাদের যে অবস্থা হয়েছিল- অজ্ঞান হয়ে গিয়েছিল।  

৪৮) ‘সে তার চেয়ারে বসে দুলছে আর মধ্যে মধ্যে ‘টাফা’ বলছে’- এখানে টাফা কথার অর্থ- তোফা। 

৪৯) বিধুশেখরের মতে সৌরজগতের প্রথম সভ্য লোক বাস করে- টাফায়। 

৫০) টাফায় লোকেরা বাস করে- গর্ত দিয়ে মাটির ভিতরে।

৫১) ‘কাল থেকে উধাও’ – এখানে যার উধাও হওয়ার কথা বলা হয়েছে- বিধুশেখরের।  

৫২) টাফার লোকেরা যা এখনো শেখিনি বলে প্রফেসর শঙ্কুর মনে হয়েছিল- হাঁচতে। 

৫৩) মঙ্গল গ্রহ যাত্রায় প্রফেসর শঙ্কুর সঙ্গে যারা ছিল- প্রহ্লাদ, বিড়াল নিউটন এবং বিধুশেখর।

৫৪)মঙ্গল গ্রহ যাত্রায় প্রফেসর শঙ্কু রসদ সঙ্গে নিয়েছিলেন- পাঁচ বছরের। 

৫৫) রকেটটি ওজন বহন করতে পারতো- ২০ মণ।

উপরের প্রশ্নের উত্তরগুলি কেমন তৈরি হয়েছে তা যাচাই করতে MCQ MOCK TEST প্রদান করার জন্য নিম্নের লিঙ্ক দুটি অনুসরণ করোঃ 

ব্যোমযাত্রীর ডায়রি থেকে SAQ প্রশ্নের উত্তরঃ 

১) প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়রিটি লেখক কার কাছ থেকে পেয়েছিলেন?

উঃ প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়রিটি লেখক তারক চাটুজ্যে নামের এক গরিব ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলেন।

২) প্রোফেসর শঙ্কুর নিরুদ্দেশ সম্পর্কে কী কী কথা প্রচলিত ছিল?

উঃ প্রোফেসর শঙ্কুর নিরুদ্দেশ সম্পর্কে বলা হত যে, এক্সপেরিমেন্টের কারণে তিনি হয় মৃত, না হয় কোথাও লুকিয়ে কাজ করেছেন।

৩) তারকবাবু কোন্ জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন?

উঃ তারকবাবু প্রোফেসর শঙ্কুর লাল ডায়রিটি প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন।

৪) তারকবাবুকে দেখে লেখকের কেন গরিব মনে হত?

উঃ তারকবাবুর ছেঁড়া পোশাক-আশাক দেখে লেখকের মনে হত ভদ্রলোক বেশ গরিব।

৫) ব্যোমযাত্রীর ডায়রি গল্পে প্রোফেসর শঙ্কুকে কত বছর নিরুদ্দেশ বলা হয়েছে?

উঃ প্রোফেসর শঙ্কু বছর পনেরো নিরুদ্দেশ ছিলেন বলা হয়েছে। 

৬) তারকবাবুর কাছে প্রোফেসর শঙ্কুর ডায়রিটা পৌঁছেছিল কী করে?

উঃ সুন্দরবনে উল্কাপাতের ঘটনার পর সেখানে বাঘছালের খোঁজে গিয়ে তারকবাবু উল্কাপাতের গর্তে প্রোফেসর শঙ্কুর ডায়রিটা পেয়েছিলেন।

৭) তারকবাবু তাঁর প্রতি কথায় কী প্রসঙ্গ টেনে আনতেন?

উঃ সত্যজিৎ রায় রচিত ব্যোমযাত্রীর ডায়রি গল্পের চরিত্র তারকবাবু তাঁর প্রতি কথায় বাঘের প্রসঙ্গ টেনে আনতেন।

৮) ‘এটা সত্যি ঘটনা। কাগজে বেরিয়েছিল।’- এখানে কোন্ ঘটনার কথা বলা হয়েছে?

উঃ ব্যোমযাত্রীর ডায়রি কাহিনি থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলের উল্কাপাতের কথা বলা হয়েছে।

৯) উল্কাপাতের ঘটনা সম্পর্কে ব্যোমযাত্রীর ডায়রিতে কী বলা হয়েছে?

উঃ সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের পাথরটি ছিল বিশাল, কলকাতার জাদুঘরে রাখা পাথরের প্রায় দ্বিগুণ।

১০) ‘কিন্তু সে গুড়ে বালি’ – উক্তিটির প্রসঙ্গ বুঝিয়ে দাও।

উঃ তারকবাবু সুন্দরবনে উল্কাপাতের পর বাঘছাল পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন কিন্তু তা না পাওয়ায় এই আক্ষেপ করেছিলেন।

১১) উল্কাপাতের সঙ্গে খাতার কী সম্পর্কের কথা বলা হয়েছে?

উঃ উল্কাপাতের পর বাঘছাল পাওয়ার আশায় তারকবাবু সুন্দরবনে গেলেও বাঘছালের বদলে উল্কাপাতের গর্তে প্রোফেসর শঙ্কুর খাতাটি পেয়েছিলেন।

১২) ‘তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার’ – লেখকের কেন এরকম মনে হয়েছে?

উঃ প্রোফেসর শঙ্কুর ডায়রির কালির রং সবুজ থেকে লাল এবং পরে নীলে পরিণত হয়, তারপর নীল হয়ে যায় হলুদ। তাই লেখকের ব্যাপারটি আশ্চর্য মনে হয়েছে।

১৩) প্রোফেসর শঙ্কুর ডায়রির পৃষ্ঠাগুলির বিশেষত্ব সম্পর্কে ব্যোমযাত্রীর ডায়রি-তে লেখক কী জানিয়েছেন?

উঃ প্রোফেসর শঙ্কুর ডায়রির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যেত, তা ছেঁড়া ও পোড়ানো ছিল অসম্ভব। আবার কালির রংও বদলে যেত।

১৪) প্রহ্লাদ কত দিন ধরে প্রোফেসর শঙ্কুর ভৃত্য হিসেবে নিযুক্ত ছিল?

উঃ প্রহ্লাদ সাতাশ বছর ধরে প্রোফেসর শঙ্কুর ভৃত্য হিসেবে নিযুক্ত ছিল।

১৫) প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রোফেসর শঙ্কু কী প্রয়োগ করেছিলেন?

উঃ প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রোফেসর শঙ্কু নিজের আবিষ্কৃত নস্যাস্ত্র তার ওপর প্রয়োগ করেছিলেন।

১৬) প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফল কী হবে জানিয়েছেন শঙ্কু?

উঃ প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফলে প্রোফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী তেত্রিশ ঘণ্টার আগে তার হাঁচি থামবে না।

১৭) প্রোফেসর শঙ্কুর প্রথমবার রকেটযাত্রায় কেলেঙ্কারির জন্য কে দায়ী?

উঃ প্রোফেসর শঙ্কুর প্রথমবার রকেটযাত্রায় কেলেঙ্কারির জন্য দায়ী ছিল ভৃত্য প্রহ্লাদ।

১৮) প্রোফেসর শঙ্কুর বিড়ালের নাম কী?

উঃ প্রোফেসর শঙ্কুর বিড়ালের নাম ছিল নিউটন।

১৯) প্রোফেসর শঙ্কুর প্রথমবার রকেটযাত্রায় কী কেলেঙ্কারি হয়েছিল?

উঃ ভৃত্য প্রহ্লাদের ভুলে প্রোফেসর শঙ্কুর রকেট সাড়ে তিন ঘণ্টা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুটা উঠে অবিনাশবাবুর মুলোর খেতে পড়ে গিয়েছিল।

২০) অবিনাশবাবু পাঁচশো টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন?

উঃ প্রোফেসর শঙ্কুর রকেট পড়ে অবিনাশবাবুর মুলোর খেত নষ্ট হয়ে যাওয়ায় তিনি পাঁচশো টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন।

২১) ‘একেই বলে দিনে ডাকাতি’- কোন্ ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে?

উঃ প্রোফেসর শঙ্কুর রকেট অবিনাশবাবুর মুলোর খেতে ভেঙে পড়ে। এজন্য অবিনাশবাবুর ৫০০ টাকা ক্ষতিপূরণের দাবিকে দিনে ডাকাতি বলা হয়েছে।

২২) প্রোফেসর শঙ্কু প্রহ্লাদকে কেন সঙ্গে নিতে চেয়েছিলেন?

উঃ প্রহ্লাদ বোকা হলেও সাহসী ছিল বলেই প্রোফেসর শঙ্কু প্রহ্লাদকে সঙ্গে নিতে চেয়েছিলেন।

২৩) প্রোফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল?

উঃ প্রোফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের দুই মন সাত সের, শঙ্কর এক মন এগারো সের, বিধুশেখরের সাড়ে পাঁচ মন ওজন ছিল।

২৪) শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কী ঢুকেছিল?

উঃ শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কতকগুলো উচ্চিংড়ে ঢুকেছিল।

২৫) ‘এই হল অবিনাশবাবুর রসিকতার নমুনা’ – রসিকতা কী ছিল?

উঃ প্রোফেসর শঙ্কুর মঙ্গলযাত্রা প্রসঙ্গে অবিনাশবাবু চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন বলে রসিকতা করেছিলেন।

২৬) অবিনাশবাবু চা-এ চিনির বদলে কী খেতেন?

উঃ অবিনাশবাবু চা-এ চিনির বদলে স্যাকারিন খেতেন।

২৭) নিউটনকে মঙ্গলযাত্রায় সঙ্গী করার জন্য প্রোফেসর শঙ্কু কী করেছিলেন?

উঃ নিউটনকে মঙ্গলযাত্রায় সঙ্গী করার জন্য প্রোফেসর শঙ্কু ফিসপিল বানিয়েছিলেন। এর একটা খেলেই নিউটনের সাত দিনের খাওয়া হয়ে যেত।

২৮) ব্যোমযাত্রীর ডায়রি-তে একটি বেড়াল ও একটি কুকুরের নাম পাওয়া যায়। সেগুলি কী কী?

উঃ ব্যোমযাত্রীর ডায়রি-তে প্রোফেসর শঙ্কুর বেড়ালটির নাম ছিল নিউটন এবং লেখকের কুকুরটির নাম ছিল ভুলো।

২৯) প্রোফেসর শঙ্কু আশ্বিন-কার্তিক মাসে প্রতিদিন রাতে খাবার পরে বাগানের আরামকেদারায় তিন ঘণ্টা শুয়ে কাটাতেন কেন?

উঃ আশ্বিন-কার্তিক মাসে উল্কাপাত দেখার জন্য প্রতিদিন রাতে খাবার পরে প্রোফেসর শঙ্কু বাগানের আরামকেদারায় শুয়ে দু-তিন ঘণ্টা কাটাতেন।

৩০) কত তারিখ, ক’টায় প্রোফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন?

উঃ ১৩ জানুয়ারি ভোর পাঁচটায় শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন।

৩১) প্রোফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কত ওজন নেওয়ার ক্ষমতা ছিল?

উঃ প্রোফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কুড়ি মন পর্যন্ত ওজন নেওয়ার ক্ষমতা ছিল।

৩২) মহাকাশযাত্রার সময় প্রোফেসর শঙ্কুর রকেটে যাত্রী ও মালপত্রসমেত কত ওজন নেওয়া হয়েছিল?

উঃ মহাকাশযাত্রার সময় প্রোফেসর শঙ্কুর রকেটে যাত্রী ও মালপত্রসমেত পনেরো মন বত্রিশ সের তিন ছটাক ওজন নেওয়া হয়েছিল।

৩৩) প্রোফেসর শঙ্কু তাঁর যাত্রীদলের খাওয়াদাওয়ার কীরকম ব্যবস্থা করেছিলেন?

উঃ শঙ্কু নিউটনের জন্য fish pill, প্রহ্লাদ এবং নিজের ও প্রহ্লাদের জন্য বটিকা-ইন্ডিকা নামক হোমিওপ্যাথিক বড়ি নিয়েছিলেন।

৩৪) নিউটনের Fish Pill খেলে কী হয়?

উঃ Fish Pill খেলে নিউটনের সাতদিনের খিদে মিটে যায়।

৩৫) বটিকা-ইন্ডিকা কী?

উঃ বটিকা-ইন্ডিকা হল বটফলের রস থেকে তৈরি বড়ি, যা খেলে চব্বিশ ঘণ্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়।

৩৬) ‘আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি’- জিনিসগুলি কী কী?

উঃ মঙ্গলে নামার জন্য প্রোফেসর শঙ্কুর সঙ্গের প্রয়োজনীয় জিনিসগুলি হল ক্যামেরা, দূরবিন, অস্ত্রশস্ত্র এবং ফার্স্ট-এড বক্স।

৩৭) ‘আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝেয় গড়াগড়ি’- কেন এরকম হয়েছিল?

উঃ যন্ত্রমানব বিধুশেখর যন্ত্রপাতির বোর্ডের কাছে গিয়ে রকেট উলটোদিকে যাওয়ার হ্যান্ডেলটিতে প্রচণ্ড টান দিলে সবাই কেবিনের মেঝেতে গড়াগড়ি দিয়েছিল।

৩৮) মঙ্গলগ্রহে জল কীরকম ছিল?

উঃ মঙ্গলগ্রহে নদীর জল ছিল লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো। তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক।

৩৯) ‘কিন্তু এর কাছে সে জল কিছুই না’ – প্রসঙ্গটি কী?

উঃ মঙ্গলগ্রহে জল পান করার প্রসঙ্গে গারো পাহাড়ের ঝরনার জল পানের তুলনা টেনে প্রশ্নোদ্ধৃত কথাটি লিখেছিলেন প্রোফেসর শঙ্কু।

৪০) ‘অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা তিনটি প্রাণী মঙ্গলগ্রহের মাটিতে পদার্পণ করলাম’ – এই তিনটি প্রাণী কে কে?

উঃ আলোচ্য উদ্ধৃতিতে তিনটি প্রাণী বলতে স্বয়ং প্রোফেসর শঙ্কু, ভৃত্য প্রহ্লাদ এবং বেড়াল নিউটনকে বোঝানো হয়েছে।

৪১) মঙ্গলগ্রহে কোথায় বসে শঙ্কু ডায়রি লিখেছিলেন?

উঃ মঙ্গলগ্রহে একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপরে বসে শঙ্কু তাঁর ডায়রি লিখেছিলেন।

৪২) মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন?

উঃ মঙ্গলীয় সৈন্যরা মানুষও না, জন্তুও নয়, মাছও নয়। কিন্তু এই তিনের সঙ্গেই তাদের কিছু কিছু সাদৃশ্য ছিল।

৪৩) ‘সেটাও অসম্ভব বলে মনে হয়’ ― কোন্ বিষয়কে অসম্ভব বলে মনে হয়?

উঃ মঙ্গলগ্রহের প্রাণীরা যে মানুষের মতো কিছু হবে সেটাকে অসম্ভব বলে মনে হয়েছে।

৪৪) ‘সে দিব্যি নিশ্চিন্ত আছে’ — কে কেন নিশ্চিন্ত আছে?

উঃ গ্রহের নাম যেহেতু মঙ্গল তাই সেখানে কোনো অনিষ্ট হতে পারে না ভেবে প্রহ্লাদ নিশ্চিন্ত হয়ে ছিল।

৪৫) ‘তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল’ – কার মাথা কেন বিগড়ে গিয়েছিল?

উঃ বিধুশেখরের মনের ওপরে চাপ পড়াতেই সম্ভবত তার মাথা বিগড়ে গিয়েছিল বলে শঙ্কু মনে করেছেন।

৪৬) ‘সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি’ – এই না বোঝার কারণ কী ছিল?

উঃ নদীর জল লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো লাগছিল বলে সেটাকে নদী বলে বোঝা যাচ্ছিল না।

৪৭) মঙ্গলে নামার পরে প্রোফেসর শঙ্কুরা কেমন আবহাওয়া পেয়েছিলেন?

উঃ মঙ্গলে কোনো ঠাণ্ডা ছিল না, বরং আবহাওয়া গরমের দিকে। মাঝে মাঝে আসা ঠাণ্ডা হাওয়া শুধু হাড় কাঁপিয়ে দিচ্ছিল।

৪৮) ‘বিধুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ’ – এই ফ্যাসাদের কারণ কী?

উঃ রকেট মঙ্গলে ল্যান্ড করার পরে বোতাম টিপে চালু করা সত্ত্বেও বিধুশেখর কোনো নড়াচড়া করছিল না, এটাই ছিল ফ্যাসাদ। 

৪৯) ‘তারপর দেখলাম প্রহ্লাদকে’ – প্রহ্লাদকে কীভাবে দেখা গিয়েছিল?

উঃ প্রহ্লাদ ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে লাফাতে লাফাতে রকেটের দিকে চলেছিল।

৫০) যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল তাকে দেখতে কেন?

উঃ যে জন্তুটা প্রহ্লাদকে তাকে তাড়া করেছিল সে মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই তিনের সঙ্গেই তার কিছু কিছু মিল ছিল।

৫১) ‘তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না’ – কে কেন প্রহ্লাদের নাগাল পাবে না?

উঃ প্রহ্লাদকে তাড়া করেছিল যে মঙ্গলীয় জন্তুটা সে ভালো ছুটতে পারে না বলেই প্রহ্লাদের নাগাল পাবে না।

৫২) ‘আমার মাথা ঘুরছে’ – কীসে বক্তার মাথা ঘুরছিল?

উঃ মঙ্গলীয় সৈন্যদের গায়ের আঁশটে গন্ধে প্রোফেসর শঙ্কুর মাথা ঘুরছিল।

৫৩) ‘এখনও রয়ে গেছে’ – কী থাকার কথা বলা হয়েছে?

উঃ মঙ্গলগ্রহ থেকে পালিয়ে রকেটে উড়ে চলার সময়ে প্রোফেসর শঙ্কু উপলব্ধি করেন যে ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ তখনও রয়ে গেছে।

৫৪) ‘নিউটনের অরুচিটাও কমেছে’ – নিউটনের অরুচির কী কারণ ভাবা হয়েছিল?

উঃ প্রোফেসর শঙ্কু অনুমান করেন যে, মঙ্গলীয় সৈন্যের গায়ে দাঁত বসানোর ফলেই নিউটনের অরুচি হয়েছিল।

৫৫) ‘ও স্পষ্ট উচ্চারণে বলল, থ্যাঙ্ক ইউ’ – কে কখন এ কথা বলেছিল?

উঃ মঙ্গলগ্রহ থেকে রকেটে উড়ে চলার সময় প্রহ্লাদকে সঙ্গে নিয়ে শঙ্কু বিধুশেখরকে নাড়া দিয়ে কাঁধের বোতাম টিপে দিতেই সে স্পষ্ট উচ্চারণে ধন্যবাদ জানায়।

৫৬) বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল কেন?

উঃ সম্ভবত প্রহ্লাদের মুখে রামায়ণ-মহাভারত শোনার ফলে বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল।

৫৭) ‘এর আগে বিধুশেখরের কথা না শুনে ঠকেছি’ – নতুন করে না ঠকার জন্য শঙ্কু কী করেছিলেন?

উঃ নতুন করে না ঠকার জন্য প্রোফেসর শঙ্কু বিধুশেখরের নির্দেশমতো রকেটের জানলা খুলে দিয়েছিলেন।

৫৮) ‘এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি’ – নতুন কথাটি কী ছিল?

উঃ বিধুশেখরের মুখে কথাটি ছিল আসলে একটা নতুন শব্দ ‘টাফা’। 

৫৯) বিধুশেখর টাফায় কাদের বাস বলেছিল?

উঃ বিধুশেখর বলেছিল যে টাফায় সৌরজগতের সব থেকে সভ্য লোকেরা বাস করে।

৬০) টাফায় প্রোফেসর শঙ্কুদের অভ্যর্থনাকারীরা কেমন দেখতে ছিল?

উঃ টাফায় প্রোফেসর শঙ্কুদের যারা অভ্যর্থনা করতে এসেছিল তারা একে-বারেই মানুষের মতো নয়, বরং পিঁপড়ে জাতীয় প্রাণীর সঙ্গে তাদের মিল ছিল।

৬১) টাফার অধিবাসীরা কোথায় থাকে?

উঃ টাফার অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানেই বাস করে।

৬২) ‘কিন্তু তাতে তার কিছু হলো না’ – কার কী হল না?

উঃ টাফার লোকটিকে শঙ্কু নস্যাস্ত্র প্রয়োগ করলেও তাতে তার কিছু হল না, কারণ তারা হাঁচতেই শেখেনি।

৬৩) ‘রকেট থেকে নেমেই সেটা টের পেলাম’ – রকেট থেকে নেমে কী টের পেলেন?

উঃ রকেট থেকে নেমেই প্রোফেসর শঙ্কু মঙ্গলগ্রহে একটা বিশেষ গন্ধ টের পেলেন যা গাছপালা বা জলমাটির গন্ধের থেকে আলাদ।

৬৪) ব্যোমযাত্রীর ডায়রির প্রথম তারিখ ও শেষ তারিখ উল্লেখ করো।

উঃ ব্যোমযাত্রীর ডায়রির প্রথম তারিখ ছিল ১ জানুয়ারি, শেষ তারিখ ছিল ২৫ জানুয়ারি।

নবম শ্রেণি বাংলা ব্যোমযাত্রীর ডায়রি থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ 

১) প্রোফেসর শঙ্কু সম্মন্ধে কী তথ্য আমরা জানতে পারি? তাঁর দুটি আবিষ্কারের নাম লেখো। যে কোন একতি আবিষ্কারের কার্যকারিতা লেখো। ১+২+২

উৎসঃ

   বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ “সত্যজিৎ রায়” রচিত “প্রফেসর শঙ্কুর ডায়রি”-র অন্তর্গত “ব্যোমযাত্রীর ডায়রি” আমাদের পাঠ্য রূপে গৃহীত হয়েছে।

প্রফেসর শঙ্কুর পরিচয়ঃ

   প্রফেসর শঙ্কু বিগত পনের বছর ধরে নিরুদ্দেশ রয়েছেন। অনেকে বলেন যে, তিনি কোনো একটি ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আবার অনেকে মনে করেন যে, তিনি ভারতের কোনো এক অখ্যাত-অজ্ঞাত অঞ্চলে আত্মগোপন করে নিজের গবেষণা চালিয়ে যাচ্ছেন। উপযুক্ত সময়ে তিনি আত্মপ্রকাশ করবেন বলেও অনেকের বিশ্বাস।

তার দুটি আবিষ্কারঃ

   প্রফেসর শঙ্কু নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কারে নিয়োজিত থাকতেন। তার অসংখ্য আবিষ্কারের মধ্যে অন্যতম দুটি হল ফিস পিল ও বটিক ইন্ডিকা।

আবিষ্কারের কার্যকারিতাঃ

   প্রফেসর শঙ্কু বটফলের রস থেকে বটিক ইন্ডিকা তৈরি করেছিলেন। এটি ছিল একটি হোমিওপ্যাথিক বড়ি। বটিক ইন্ডিকার একটি বড়ি সেবন করলে চব্বিশ ঘন্টার জন্য খিদে-তেষ্টা দূর হয়ে যায়। প্রফেসর শঙ্কু প্রায় এক মণ বটিক ইন্ডিকা বড়ি সাথে নিয়ে মঙ্গলযাত্রা করেছিলেন।

২) “একদিনের কথা খুব বেশি করে মনে পড়ে”- কোন্‌ ঘটনার কথা বলা হয়েছে? ৫

উৎসঃ

বাঙালির গর্ব “সত্যজিৎ রায়” রচিত “প্রফেসর শঙ্কুর ডায়রি”-র অন্তর্গত “ব্যোমযাত্রীর ডায়রি” থেকে প্রশ্নোক্ত অংশটি চয়ন করা হয়েছে।

প্রসঙ্গঃ

যন্ত্রমানব বিধুশেখরের কার্যকলাপের পরিচয় প্রদান করতে গিয়ে প্রফেসর শঙ্কু তার ডায়রিতে এই প্রসঙ্গের অবতারণা করেছেন।

ঘটনার বিবরণঃ

মঙ্গল অভিযানের প্রস্তুতি স্বরূপ প্রফেসর শঙ্কু যখন তার রকেট তৈরি করছিলেন তখন তিনি কোন রাসায়নিক দিয়ে তার কাঙ্খিত ধাতু তৈরি করতে সক্ষম হবেন সেই বিষয়ে সন্দিহান ছিলেন।

প্রফেসর শঙ্কু অনেক গবেষণা করে ব্যাঙের ছাতা, কচ্ছপের খোল, সাপের খোলস আর ডিমের খোলার মিশ্রণ তৈরি করার পরে তাতে ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট নাকি একুইয়স্‌ ভেলোসিলিকা মেশাবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না।

যখন প্রফেসর শঙ্কু সেই দ্রবণে ট্যানট্রাম বোরোপ্যাক্সিনেট মেশাতে উদ্যত হন, ঠিক তখনই বিধুশেখর ভয়ংকর শব্দ করে বারণ করার ভঙ্গিতে মাথা নাড়তে থাকে। আবার প্রফেসর শঙ্কু যখন একুইয়স্‌ ভেলোসিলিকা মেশাতে চান তখন বিধুশেখর সম্মতিজ্ঞানপনের মতো মাথা ঝাকাতে থাকে।

শেষপর্যন্ত একুইয়স্‌ ভেলোসিলিকা মিশিয়েই প্রফেসর শঙ্কু তার মঙ্গলযান নির্মাণ করেন। আর তিনি পরীক্ষামূলকভাবে যখন তিনি ট্যানট্রাম বোরোপ্যাক্সিনেট সেই দ্রবণে মেশান তখন তিনি যে চোখ-ধঁধানো সবুজ আলো আর বিষ্ফোরণের শব্দ শুনেছিলেন তা কখনো ভুলবেন না বলেই জানিয়েছেন।

এইরূপে আমরা প্রফেসর শঙ্কুর স্মৃতিচারনায় একটি বিশেষ ঘটনার পরিচয় লাভ করি। 

ব্যোমযাত্রীর ডায়রি থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ 

প্রোফেসর শঙ্কু সম্মন্ধে কী তথ্য আমরা জানতে পারি? তাঁর দুটি আবিষ্কারের নাম লেখো। যে কোন একটি আবিষ্কারের কার্যকারিতা লেখো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি”- বক্তা কে? কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে? বক্তা ওই দিন থেকে কী অনুভব করে আসছেন?

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“ঘটনাটা ঘটল প্রথম দিনেই”- প্রথম দিনেই কী ঘটনা ঘটেছিল লেখো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“আমরা দু’ঘন্টা হল মঙ্গলগ্রহে নেমেছি”- ‘ব্যোমযাত্রীর ডায়রি’ গল্প অবলম্বনে মঙ্গলগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

নবম শ্রেণির সকল বাংলা অধ্যায়ভিত্তিক PDF NOTE দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

bangla pdf note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?