পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) একাদশ শ্রেণি- বাংলা (Part 2)

পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) একাদশ শ্রেণি- বাংলা (Part 2)

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) একাদশ শ্রেণি- বাংলা (Part 2) বাংলা প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) একাদশ শ্রেণি- বাংলা (Part 2) অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) একাদশ শ্রেণি- বাংলা (Part 2):

৭১) ভাঙ্গা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গলে যে গাছ যে গাছ ছিল- পাথরকুচি-কোন্টিকারী

৭২) ভাঙ্গা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গল যারা পরিষ্কার করছিল- ক্ষেন্তি ও তার ছোটবোন 

৭৩) অন্নপূর্ণার মতে পুঁইচারা পোঁতার সময়- বর্ষাকাল 

৭৪) ক্ষেন্তি পুঁই গাছকে বাঁচাবে- রোজ জল ঢেলে 

৭৫) অন্নপূর্ণার যে কারণে মনে হয়েছে পুই ডাঁটাটি হয়তো বেঁচে যাবে- রাতে খুব শিশির পড়ে 

৭৬) সহায়হরি সকালে ছোট মেয়েকে গায়ে যা দিতে দেখলেন- দোলাই 

৭৭) সহায়হরির ছোট মেয়ে শীত সকালে যার প্রত্যাশায় ছিল- রোদ উঠবার 

৭৮) রোদ উঠবার আশায় দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়ে ছিল- কাঁঠাল তলায়

৭৯) ক্ষেন্তি শীত সকালে গিয়েছিল- গোবর কুড়াতে

৮০) ক্ষেন্তি গোবর কুড়াতে যেখানে গিয়েছিল- মুখুয্যে বাড়িতে 

৮১) গোবর কুড়িয়ে আনার জন্য ক্ষেন্তি যা ব্যবহার করেছিল- ভাঙা ঝুড়ি 

৮২) সহায়হরি মেয়ের মুখ অনেকদিন পরে ভাল করে দেখলেন- সুশ্রী হয়েছে 

৮৩) ক্ষেন্তির জামাখানি আনা হয়েছিল- হরিপুরের রাসের মেলা থেকে

৮৪) ক্ষেন্তির জামাখানি হরিপুরের রাসের মেলা থেকে এনেছিল- সহায়হরি

৮৫) হরিপুরের মেলা থেকে আনা ক্ষেন্তির জামার মূল্য ছিল- আড়াই টাকা 

৮৬) বর্তমানে জামাখানি যে কারনে অব্যবহার্য হয়ে পড়েছে- ছোট হয়ে যাওয়ায় 

৮৭) জামা খানির রঙ ছিল- কালো 

৮৮) জামাখানির বর্তমান অবস্থান- টিনের তোরঙ্গে

৮৯) জামাখানি ছিল- সার্জের

৯০) অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিলেন- পৌষ সংক্রান্তিতে 

৯১) পিঠে বানাতে ব্যবহৃত দ্রব্যগুলি হল- চালের গুঁড়া, ময়দা, গুড় ও নারকেলকোরা

৯২) অন্নপূর্ণা প্রথমে ক্ষেন্তিকে নারকেল কুরতে দেন নি, কারণ- কাপড় চোপড় শুচি নয় বলে

৯৩) ক্ষেন্তি ময়দার গোলা চায়নি, কারণ- মা পাছে বকে 

৯৪) অন্নপূর্ণা ক্ষেন্তির জন্য ময়দার মাখা গোলা রেখেছিলেন- নারিকেলের মালাতে 

৯৫) পৌষ সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল- রাঙা দিদি

৯৬) পুঁটির জেঠাইমারা ওবেলা যাদের নেমন্তন্ন করেছিল- সুরেশ কাকা ও তিনুর বাবাকে

৯৭) ক্ষেন্তির জেঠিমার বাড়িতে যে যে পিঠে হচ্ছিল- পায়েস, ঝোলপুলি ও মুগতক্তি 

৯৮) অন্নপূর্ণা যা দিয়ে খোলায় তেল মাখাচ্ছিলেন- বেগুনের বোঁটা দিয়ে

৯৯) পাটিসাপটা করতে ক্ষীরের পুর লাগে এ কথা বলেছিল- খেঁদী 

১০০) ক্ষেন্তি খেঁদীর বাড়ি গিয়েছিল- জামাই দেখতে 

১০১) পাটিসাপটা ক্ষীর দিলে ছাই হয় খেতে কথা বলার কারণ- সামর্থের অভাবে না কুলানোয় বোনেদের মন রাখতে

১০২) মুখ হল মনের- দর্পণ 

১০৩) অন্নপূর্ণা যাকে জল দেওয়া ভাত আনতে বলেন- ক্ষেন্তিকে

১০৪) ক্ষেন্তির নিকট অন্নপূর্ণার প্রস্তাব মনঃপূত হয় নি, কারণ- সে পিঠে খেতে চেয়েছিল

১০৫) যে প্রস্তাব দেয় যে বড়দি পিঠেই খাক- পুঁটি

১০৬) জল দেওয়া ভাত থাকলে তা তারা খাবে- পরের দিন সকালে

১০৭) পুঁটি খান কয়েক পিঠে খাওয়ার পরে আর খেতে চায়নি, কারণ- অধিক মিষ্টি হওয়ায় 

১০৮) ক্ষেন্তি যতখানি পিঠে খাওয়ার পরও আরও পিঠে খেতে চেয়েছিল- আঠারো-উনিশ

১০৯) অন্নপূর্ণার মতে তার মেয়ে ক্ষেন্তি যার বাড়িতে যাবে তাদের সুখ দেবে কারণ, সে- কাজকর্মে বকুনি, মার খেলেও মুখে টুঁ শব্দ করে না 

১১০) অন্নপূর্ণা খোলায় তেল মাখিয়েছিলেন যাতে করে- বেগুনের বোঁটায় 

১১১) ক্ষীরের পুর দিয়ে ভাজলেই পিঠে হয় না, মনে করেছিল- ক্ষেন্তি 

১১২) ক্ষেন্তির বিবাহ হয়েছিল- বৈশাখ মাসের প্রথমে

১১৩) পাত্রের বয়স ছিল- চল্লিশের খুব বেশি নয় 

১১৪) বিয়েতে অন্নপূর্ণা ছিলেন- অনিচ্ছুক 

১১৫) পাত্রের বাড়ি ছিল- শহরাঞ্চলে

১১৬) পাত্রের পরিবারের ব্যবসা ছিল- সিলেট চুন ও ইটের ব্যবসা 

১১৭) পাত্রটির পরিবার ছিল- সংগতিপূর্ণ 

১১৮) ক্ষেন্তির হাত জামাইয়ের হাতে দিয়েছিলেন- অন্নপূর্ণা 

১১৯) বরের পালকী নামানো হয়েছিল, কারণ- বেহারার সুবিধা করে নেওয়ার জন্য 

১২০) বরের পালকী নামানো হয়েছিল- আমলকীতলায় 

১২১) বেড়ার ধারের মেদিফুলের গুচ্ছগুলি ছিল- নীল রং-এর 

১২১) ক্ষেন্তি পড়েছিল- কম দামের বালুচরী শাড়ি 

১২২) ক্ষেন্তি তাকে যে মাসে ফিরিয়ে আনতে বলেছিল- আষাঢ় 

১২৩) আষাঢ় মাস হতে আর বাকি ছিল- দুই মাস 

১২৪) নাতি দেখতে ক্ষেন্তির বাবা তার বাড়ি যাবে, বলেছিল- ঠানদিদি 

১২৫) উঠানের মাচায় শুকোতে দেওয়া হতো- আমসত্ত্ব 

১২৬) পরবর্তী প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) একাদশ শ্রেণি- বাংলা (Part 1) উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

উপরের প্রশ্নের উত্তরগুলি অনুশীলনের জন্য নিম্নের MCQ TEST -টি প্রদান করো 

পুঁইমাচা MCQ TEST 1 

পুঁইমাচা MCQ TEST 2 

নিম্নে প্রদান করা প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ১ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৪ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৬ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

…… এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইট। আর শিক্ষালয় ওয়েবসাইটের সব আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইটটি। 

পুঁইমাচা গল্পের প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?