পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা উত্তরগুলি অনুশীলনের মধ্য দিয়ে পুঁইমাচা গল্পের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। একাদশ শ্রেণি প্রথম সেমিষ্টার পরীক্ষায় এই পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা উত্তরগুলি সহায়ক হবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি বাংলাঃ 

১) পুঁইমাচা গল্পের লেখক হলেন- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

২) পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল- প্রবাসী পত্রিকায় 

৩) পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র- ক্ষেন্তি 

৪) ক্ষেন্তির পিতার নাম হলো- সহায়হরি 

৫) ক্ষেন্তির মায়ের নাম হলো- অন্নপূর্ণা 

৬) সহায়হরির মেয়ে ছিল- তিনজন

৭) সহায়হরির তিন মেয়ের নাম হল- ক্ষেন্তি, পুঁটি ও রাধী  

৮) ক্ষেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে- শ্রীমন্ত মজুমদারের ছেলে 

৯) শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল- অসৎ চরিত্রের 

১০) শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল- কুম্ভকার বধূর আত্মীয়রা 

১১) শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে ক্ষেন্তির বিয়ে- সহায়হরি ভেঙে দেন 

১২) সহায়হরি ও ক্ষেন্তি জঙ্গলে গিয়েছিল- মেটে আলু তুলতে 

১৩) ‘তিনকাল গিয়েছে এক কাল আছে’ বলেছিল- অন্নপূর্ণা 

১৪) ‘তিনকাল গিয়েছে এক কাল আছে’ বলা হয়েছিল- সহায়হরিকে 

১৫) সহায়হরি মেটে আলু এনেছিল- বরোজ পোতার বন থেকে 

১৬) সহায়হরি বলেছিল সে মেটে আলু এনেছে- চৌকিদারের বেড়ার গা থেকে 

১৭) অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল- পৌষ সংক্রান্তিতে 

১৮) অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছিল- তিন মেয়ের জন্য 

১৯) অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল- পাটি সাপটা 

২০) অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটি সাপটা বানিয়েছিল- নারিকেলের পুর দিয়ে 

২১) ক্ষেন্তি পাটি সাপটা খেয়েছিল- বাইশ-চব্বিশটা 

২২) ক্ষেন্তির বিয়ে হয়েছিল- বৈশাখ মাসে

২৩) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল- চল্লিশের বেশি নয় 

২৪) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা ছিল- সঙ্গতি সম্পন্ন 

২৫) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি ছিল- শহরে 

২৬) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল শোনা গিয়েছিল তার ছিল- ব্যবসা

২৭) ক্ষেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল- আষাঢ় 

২৮) ক্ষেন্তি বাড়িতে নিয়ে আসার কথা বলেছিল- দুই মাস বাদে 

২৯) ক্ষেন্তির শশুড় বাড়ির মতে ক্ষেন্তির খাওয়া ছিল- হাভাতের মতো 

৩০) ক্ষেন্তির শশুড় বাড়ির মতে ক্ষেন্তির চাল-চলন ছিল- ছোটলোকের মেয়ের মতো 

৩১) বিয়ের যত মাসের মাথায় ক্ষেন্তি মারা যায়- দশ মাস 

৩২) ক্ষেন্তির বিয়ে হয়েছিল- বৈশাখ মাসে 

৩৩) বিয়ের সময় ক্ষেন্তির বয়স ছিল- পনেরো বছর 

৩৪) ক্ষেন্তির বিবাহ স্থির হওয়া পাত্রের বয়স ছিল- চল্লিশ বছর 

৩৫) পাত্রটি ছিল- দ্বিতীয় পক্ষের 

৩৬) ক্ষেন্তি মারা গিয়েছিল- ফাল্গুন মাসে 

৩৭) ক্ষেন্তির যে রোগ হয়েছিল- বসন্ত 

৩৮) ক্ষেন্তিকে তার শশুর বাড়ির লোকেরা রেখে এসেছিল- কালীঘাটে 

৩৯) ক্ষেন্তিকে তার শশুর বাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল- সহায়হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে

৪০) ক্ষেন্তি মারা গিয়েছিল- বিনা চিকিৎসায় 

৪১)  ক্ষেন্তি ভালোবাসতো- খেতে 

৪২) ক্ষেন্তিকে গল্পে বিশেষায়িত করা হয়েছে যা বলে- লোভী মেয়েটি 

৪৩) ক্ষেন্তি যে গাছের চারা লাগিয়েছিল- পুঁই 

৪৪) যে গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের ক্ষেন্তির কথা মনে পড়েছে- পুঁই 

৪৫) ক্ষেন্তির করুণ পরিণতির জন্য দায়ী- সমাজ ব্যবস্থা 

৪৬) ‘পুঁইমাচা’ গল্পের উৎস- মেঘমল্লার 

৪৭) গাছ কেটেছিল- তারক খুড়ো 

৪৮) অন্নপূর্ণা যে তেল চুলে মাখছিলেন- নারকেল 

৪৯) গায়ে রটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত- চৌধুরী বাড়িতে 

৫০) স্ত্রীর মতানুসারে সহায়হরি ঘুরে বেরান- বাগদী দুলে পাড়ায় 

৫১) পিনটির বয়স খুঁজলে যে যুগের বলে জানা যায়- প্রাগৈতিহাসিক 

৫২) ক্ষেন্তি চিংড়ি মাছে এনেছিল যার থেকে- গয়া পিসি 

৫৩) পুঁই শাকগুলি দিয়েছেন- রায় কাকা 

৫৪) গয়া পিসির কাছে সহায়হরির ধার ছিল- দুটি পয়সা 

৫৫) মায়ের মতে ক্ষেন্তির বিয়ে হলে সে যত সন্তানের মা হতো- চার 

৫৬) অন্নপূর্ণা পুঁইশাক ফেলে দিয়ে আসতে বলেছিলেন- রাধীকে 

৫৭) রাধী ছিল- ছোট মেয়ে

৫৮) অন্নপূর্ণা চোখের জল চাপতে যা করেছিলেন- চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ছিলেন 

৫৯) চন্ডীমন্ডপে সহায়হরিকে ডাকা হয়েছিল- বিকেল বেলা 

৬০) পচা-র জাতি হল- শ্রোত্রিয় 

৬১) আশীর্বাদের যত দিনের মাথায় সহায়হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন- দিন কতক পরে 

৬২) সকালের রোদখানি ছিল- কচি, রাঙা 

৬৩) বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা- সিঁধ দেবার উদ্দেশ্যে যাচ্ছে 

৬৪) অন্নপূর্ণা মুখুয্যে বাড়ি যাওয়ার পথে যা পাখি দেখেন- লেজঝোলা হলদে পাখি লে

৬৫) লেজঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল- আমড়া 

৬৬) সহায়হরির আনা মেটে আলুর ওজন- পনেরো-ষোলো সের 

৬৭) সহায়হরি মেটে আলু এনেছিল- বরজপোতার বন থেকে 

৬৮) ক্ষেন্তির স্নান সেরে আসতে সময় লেগেছিল- আধ ঘন্টা 

৬৯) ক্ষেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা রেগে উঠেছিলেন- তেলে বেগুনে 

৭০) বরজপোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে- বাঘ 

৭১ থেকে ১২৫ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

উপরের প্রশ্নের উত্তরগুলি অনুশীলনের জন্য নিম্নের MCQ TEST -টি প্রদান করো 

পুঁইমাচা MCQ TEST 1 

পুঁইমাচা MCQ TEST 2 

নিম্নে প্রদান করা প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ১ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৪ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৬ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

…… এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইট। আর শিক্ষালয় ওয়েবসাইটের সব আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইটটি। 

পুঁইমাচা গল্পের প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?