পুঁইমাচা গল্পের আরো প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার

পুঁইমাচা গল্পের আরো প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির নতুন পাঠক্রম শুরু হতে চলেছে। একাদশ শ্রেণির বাংলা পরীক্ষা দুটি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার পরীক্ষায় পুঁইমাচা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প থেকে ৮টি ১ নম্বরের MCQ প্রশ্নের উত্তর করতে হবে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ‘পুঁইমাচা গল্পের আরো প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার’ প্রদান করা হলো। ‘পুঁইমাচা গল্পের আরো প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার’ অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্য গল্পটি ভালো করে বুঝতে পারবে এবং অসংখ্য MCQ প্রশ্ন-উত্তর সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

পুঁইমাচা গল্পের আরো প্রশ্নের উত্তর ।। একাদশ শ্রেণি প্রথম সেমিস্টারঃ 

১) পুঁইমাচা গল্পটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়- প্রবাসী পত্রিকায়।

২) পুঁইমাচা গল্পটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে- মেঘমল্লার গল্পগ্রন্থ। 

৩) পুঁইমাচা গল্পে প্রধান চরিত্র আছে- ৫ টি।  

৪) পুঁইমাচা গল্পের কাহিনী শুরু হয় যে ঋতুতে- শীতকালে। 

৫) সহায়হরি একটা ঘটি চেয়েছিল- রস আনার জন্য। 

৬) গল্পের শুরুতে সহায়হরি রস আনতে স্ত্রীর কাছে চেয়েছিল- বাটি বা ঘটি। 

৭) স্ত্রী অন্নপূর্ণার মতে সহায়হরির দিন কাটাত- মাছ ধরে আর রস খেয়ে।

৮) গ্রামে গুজব রটেছিল- সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে।

৯) একঘরে করার কথা হয়েছিল- চৌধুরীদের চণ্ডীমন্ডপে। 

১০) সহায়হরির বড়ো মেয়ের নাম- ক্ষেন্তি। 

১১) ক্ষেন্তির বয়স ছিল- ১৫ বছর। 

১২) পুঁই পাতায় জড়ানো ছিল- চিংড়ি মাছ।

১৩) ক্ষেন্তি চিংড়ি মাছ পেয়েছিল যার কাছে- গয়া বুড়ি। 

১৪) ক্ষেন্তিকে পুঁইশাক দিয়েছিল- রায় কাকা।

১৫) গয়া বুড়ির কাছে সহায়হরির ধার ছিল- দুই পয়সা।  

১৬) সহায়হরি অত্যন্ত ভয় করতো- অন্নপূর্ণাকে। 

১৭) ‘মেয়ে মানুষের আবার অত নোলা কিসের’- কথাটি বলেছে- অন্নপূর্ণা। 

১৮) ‘তার মনে বড় কষ্ট হইলো’- যার মনে কষ্ট হয়েছিল- সহায়হরির। 

১৯) অন্নপূর্ণার মনে পড়েছিল যে দিনের কথা- গত অরন্ধনের আগের দিনের কথা। 

২০) ক্ষেন্তির লোভ ছিল যার উপরে- পুঁইশাক। 

২১) অন্নপূর্ণা চোখের জল লুকিয়েছিল- শুকনো লংকা পাড়ার অভিনয় করে। 

২২) সহায়হরির ডাক পড়েছিল- কালীময় চৌধুরীর চণ্ডীমন্ডপে।

২৩) মনিগায়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে ক্ষেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল- কালীময় চৌধুরী।

২৪) শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল- দুইটি।

২৫) অন্নপূর্ণা পুঁইডাটাগুলি ফেলে দিতে বলেছিল- রাধীকে। 

পুঁইমাচা গল্পের আরো অনেক প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

You cannot copy content of this page