করোনা পরিস্থিতির কারণে জানুয়ারি মাসে রাজ্য জুড়ে “পাড়ায় সমাধান” ও “দুয়ারে সরকার”-এর কর্মসূচী সাময়িকভাবে স্থগিত হয়েছিল। সেই কর্মসূচী পুনরায় শুরু হতে চলেছে। হলদিবাড়িতে “পাড়ায় সমাধান” কর্মসূচী শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে। অপরদিকে হলদিবাড়ি পৌর এলাকায় “দুয়ারে সরকার” কর্মসূচী” শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে। বিস্তারিত নিম্নে প্রদান করা হলোঃ-
হলদিবাড়িতে পুনরায় শুরু হতে চলেছে দুয়ারে সরকারের কর্মসুচি। দুই দফায় এই ক্যাম্পগুলি হলদিবাড়ির দুটি স্থানে অনুষ্ঠিত হবে। দুয়ারে সরকারে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কার্স্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, একশ দিনের কাজ, স্টুডেন্টস্ ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আধার কার্ডের কাজ, জমি সংক্রান্ত নানাবিধ কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রভৃতি সুবিধাগুলি প্রদান করা হবে। এবার মৎস্যজীবীদের জন্যও চালু হচ্ছে বিশেষ কার্ড। শিল্পীদের জন্য ঘোষণা করা হয়েছে ‘আর্টিসন’ কার্ডের কথা; এতে সুবিধা পাবেন শিল্পীরা।
হলদিবাড়ি পৌর এলাকার ১১টি ওয়ার্ডের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে শহরের দুটি নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট দিনগুলিতে দুয়ারে সরকারের সুবিধাগুলি প্রদান করা হবে।
নিম্নে হলদিবাড়ি পৌর এলাকার “পাড়ায় সমাধান” ও “দুয়ারে সরকার”-এর ক্যাম্পের জন্য নির্ধারিত দিন, স্থান ও ওয়ার্ড নম্বর প্রদান করা হলোঃ
Paray Samadhan
-
01.02.2022- Purbapara Primary School- 1, 2, 3, 4, 5, 11
-
07.02.2022- Uttarpara Primary School- 6, 7, 8, 9, 10
-
10.02.2022- Purbapara Primary School- 1, 2, 3, 4, 5, 11
-
12.02.2022- Uttarpara Primary School- 6, 7, 8, 9, 10
Duare Sarkar
-
15.02.2022- Purbapara Primary School- 1, 2, 3, 4, 5, 11- 1st Round
-
16.02.2022- Purbapara Primary School- 1, 2, 3, 4, 5, 11- 1st Round
-
17.02.2022- Uttarpara Primary School- 6, 7, 8, 9, 10- 1st Round
-
21.02.2022- Uttarpara Primary School- 6, 7, 8, 9, 10- 1st Round
-
03.03.2022- Purbapara Primary School- 1, 2, 3, 4, 5, 11- 2nd Round
-
04.03.2022- Purbapara Primary School- 1, 2, 3, 4, 5, 11- 2nd Round
-
05.03.2022- Uttarpara Primary School- 6, 7, 8, 9, 10- 2nd Round
-
07.03.2022- Uttarpara Primary School- 6, 7, 8, 9, 10- 2nd Round
এবারে দেখে নেওয়া যাক কি কি পরিষেবা দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে পাওয়া যাবে-