শ্রীকৃষ্ণকীর্তন MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে শ্রীকৃষ্ণকীর্তন MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তর শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে এখানে প্রদান করা হলো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার দিতে চলা শিক্ষার্থীরা এই শ্রীকৃষ্ণকীর্তন MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারঃ
শ্রীকৃষ্ণকীর্তন MCQ প্রশ্ন-উত্তরঃ
১) সাহিত্যের ইতিহাসে ‘অন্ধকারময় যুগ’ হল- ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী
২) ‘মধ্যযুগ’ বলতে বোঝায়- পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী
৩) ‘চৈতন্য পর্ব’ নামে অভিহিত- ষোড়শ শতাব্দী
৪) কবি ভারতচন্দ্রের মৃত্যু হয়- ১৭৬০খ্রিঃ
৫) বাংলা সাহিত্যের ‘যুগসন্ধিক্ষণ’ হল- ১৭৬০-১৮০০খ্রিঃ
৬) হিন্দু কবিদের ভাষায় হুসেন শাহ ছিলেন- নৃপতিতিলক
৭) ‘আর্যাসপ্তশতী’ নামক সংস্কৃত কাব্যটির রচয়িতা- গোবর্ধন আচার্য
৮) ইফ্তিকারুদ্দিন বিন বখ্তিয়ার খিলজির বাংলাদেশ আক্রমণকালে রাজা ছিলেন- লক্ষ্ণণ সেন
৯) বাংলাদেশে তুর্কি আক্রমণ হয়- ১২০৩ খ্রিঃ
১০) বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়- অন্ধকারময় যুগ
১১) আলাউদ্দিন হুসেন শাহ বাংলার সিঙ্ঘাসনে বসেন- ১৪৯৩ খ্রিঃ
১২) আদি-মধ্যযুগের প্রাথমিক নিদর্শন হল- শ্রীকৃষ্ণকীর্তন
১৩) শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন- বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
১৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল- ১৯০৯ খ্রিঃ
১৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়- বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে
১৬) শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি প্রকাশিত হয়- বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
১৭) শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি প্রকাশিত হয়- ১৯১৬ খ্রিঃ
১৮) শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি প্রকাশিত হয়- বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভের সম্পাদনায়
১৯) শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটিতে প্রাপ্ত চিরকূটে নাম পাওয়া যায়- শ্রীকৃষ্ণসন্দর্ভ
২০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয়- ১৪৭৩-১৪৮০ খ্রিঃ মধ্যে
২১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির রচয়িতা- বড়ু চন্ডীদাস
২২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি যে কটি খন্ডে বিভক্ত- ১৩টি
২৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম- রাধাবিরহ
২৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র- কৃষ্ণ
২৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে যে কাব্যের প্রভাব পরিলক্ষিত হয়- জয়দেবের গীতগোবিন্দ
আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ