ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শূন্যস্থান পূরণ
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শূন্যস্থান পূরণ প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শূন্যস্থান পূরণ পাঠ করে নিম্নে দেওয়া কবিতার প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শূন্যস্থান পূরণ :
১) ‘ ……….. তুমি বিখ্যাত ভারতে।’-
উত্তর: বিদ্যার সাগর
২) ‘বিদ্যার সাগর তুমি ………. ভারতে।’ –
উত্তর: বিখ্যাত
৩) ‘ ……….. সিন্ধু তুমি, সেই জানে মনে,’ –
উত্তর: করুণার
৪) ‘করুনার ………. তুমি, সেই জানে মনে,’ –
উত্তর: সিন্ধু
৫) ‘সেই জানে মনে, / ……… যে, দীনের বন্ধু!’ –
উত্তর: দীন
৬) ‘সেই জানে মনে, / দীন যে, দীনের ……. !’ –
উত্তর: বন্ধু
৭) ‘ ……….. জগতে / হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে!’ –
উত্তর: উজ্জ্বল
৮) ‘উজ্জ্বল জগতে / ……… হেম-কান্তি অম্লান কিরণে!’ –
উত্তর: হেমাদ্রির
৯) ‘উজ্জ্বল জগতে / হেমাদ্রির ………. অম্লান কিরণে!’ –
উত্তর: হেমকান্তি
১০) ‘হেমাদ্রির হেম-কান্তি ……… কিরণে!’ –
উত্তর: অম্লান
১১) কিন্তু ………… পেয়ে সে মহাপর্বতে।’ –
উত্তর: ভাগ্যবলে
১২) ‘যে জন আশ্রয় লয় …..……’ –
উত্তর: সুবর্ণ-চরণে
১৩) ‘সেই জানে কত ……… ধরে কত মতে…’ –
উত্তর: গুণ
১৪) ‘সেই জানে কত গুণ ধরে কত মতে / ……..।’ –
উত্তর: গিরিশ
১৫) ‘কি সেবা তার …….!’ –
উত্তর: সুখ সদনে
১৬) ‘দানে ………. ’ –
উত্তর: বারি
১৭) ‘দানে বারি নদী রূপ বিমলা ……….।’ –
উত্তর: কিঙ্করী
১৮) ‘যোগায় …….. ফল..’ –
উত্তর: অমৃত
১৯) ‘যোগায় অমৃত ফল পরম ……….’ –
উত্তর: আদরে
২০) ‘দীর্ঘ-শিরঃ ……… ,’ –
উত্তর: তরুদল
২১) ‘দীর্ঘ-শিরঃ তরুদল ……… ধরি।’ –
উত্তর: দাসরূপ
২২) ‘ ……… ফুল-কুল,’ –
উত্তর: পরিমলে
২৩) ‘পরিমলে ফুল-কুল, ……… দিশ ভরে,’ –
উত্তর: দশ
২৪) ‘……….. শীতল শ্বাসী ছায়া’ –
উত্তর: দিবসে
২৫) ‘দিবসে শীতল শ্বাসী ছায়া, ……… ’ –
উত্তর: বনেশ্বরী
২৬) ‘নিশায় …….. নিদ্রা,’ –
উত্তর: সুশান্ত
২৭) ‘নিশায় সুশান্ত নিদ্রা …… দূর করে।’ –
উত্তর: ক্লান্তি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রশ্ন ও উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ