সাম্যবাদী কবিতার প্রশ্নের উত্তর MCQ । একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাম্যবাদী কবিতার MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সাম্যবাদী কবিতার MCQ প্রশ্নের উত্তর পাঠ করে নিম্নে দেওয়া কবিতার প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
সাম্যবাদী কবিতার প্রশ্নের উত্তর MCQ । একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার :
১) ‘সাম্যবাদী’ কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে – সাম্যবাদী
২) “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান” যেখানে এটা সম্ভব – ধর্মব্যবস্থায়
৩) কনফুসিয়াস ছিলেন – চৈনিক দার্শনিক
৪) চার্বাক হল – একটি ভারতীয় দর্শন
৫) কোরান হল – আল্লাহ-র বাণীর সংকলন
৬) ‘ত্রিপিটক’ যাদের ধর্মগ্রন্থ – বৌদ্ধ
৭) ‘জেন্দাবেস্তা’ যাদের ধর্মগ্রন্থ – জরথুস্ট্র
৮) ‘গ্রন্থসাহেব’ যাদের ধর্মগ্রন্থ – শিখদের
৯) “কিন্তু কেন এ পণ্ডশ্রম…?” – কবি যাকে ‘পণ্ডশ্রম’ বলেছেন – ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
১০) “দোকানে কেন এ দর-কষাকষি?” – কবি এখানে বলতে চেয়েছেন – ধর্মে ধর্মে বিভেদের কথা
১১) কবির মতে ‘তাজা ফুল’ যেখানে ফুটে আছে – পথে
১২) “পথে ফুটে তাজা ফুল” এই ‘তাজা ফুল’ হল – সজীব হৃদয়
১৩) “সকল কালের জ্ঞান’ যেখানে আছে – মানুষের নিজের মধ্যে
১৪) নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে – সকল শাস্ত্র
১৫) ‘দেউল’ শব্দটির উৎস – দেবকুল
১৬) সমস্ত দেবতার মন্দির হল – মানুষের মনে
১৭) ‘মৃত-পুঁথি-কঙ্কালে’ যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন – দেবতা-ঠাকুর
১৮) ‘মৃত-পুঁথি-কঙ্কাল’ বলতে কবি বুঝিয়েছেন – পুথির জ্ঞানের অসারতাকে
১৯) মানুষের হৃদয়কে কবি বলেছেন – অমৃতরূপ
২০) ‘অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’ যিনি হাসেন – দেবতা-ঠাকুর
২১) ‘বন্ধু, বলিনি ঝুট’ কবি যা মিথ্যা বলেননি – মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে
২২) নীলাচল’ হল – পুরী
২৩) জেরুজালেম বিখ্যাত যে কারণে – বাণিজ্যকেন্দ্র হিসেবে
২৪) মদিনা বিখ্যাত যে কারণে – হজরত মহম্মদের জন্য
২৫) ঈসা মুসা ছিলেন – একজন নবি
২৬) ঈসা মুসা হৃদয়ে যার সন্ধান পেয়েছিলেন – সত্যের পরিচয়
২৭) ‘বাঁশির কিশোর’ বলতে যাকে বোঝানো হয়েছে – শ্ৰীকৃষ্ণ
২৮) ‘বাঁশির কিশোর’ যা করেছিলেন – মহা-গীতা রচনা করেছিলেন
২৯) ‘নবিরা খোদার মিতা’ যে হয়েছিল – মেষের রাখাল
৩০) শাক্যমুনি হলেন – বুদ্ধদেব
৩১) শাক্যমুনি যেখানে বসেছিলেন – হৃদয়ের ধ্যানগুহায়
৩২) ‘কন্দর’ শব্দের অর্থ – গুহা
৩৩) ‘আরব-দুলাল’ বলতে যাকে বোঝানো হয়েছে – খোদা
৩৪) “এইখানে বসি গাহিলেন তিনি…” – যা গাওয়ার কথা বলা হয়েছে – কোরানের সাম-গান
৩৫) কোরানের গান কবির কাছে – সাম্যের গান
৩৬) সব থেকে বড়ো মন্দির-কাবার নাম হল – হৃদয়
৩৭) যেখানে মিশেছে হিন্দু ________ মুসলিম-ক্রিশ্চান – বৌদ্ধ
৩৮) ‘কে তুমি, পার্সি, ________ ? ইহুদী?’ – জৈন
৩৯) ‘জেন্দাবেস্তা ________ পড়ে যাও যত শখ’ – গ্রন্থসাহেব
৪০) ‘কিন্তু কেন এ ________ ?’ – পণ্ডশ্রম
৪১) ‘তোমাতে রয়েছে সকল ________ ‘ – কেতাব
৪২) ‘তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল ________ ‘ – যুগাবতার
৪৩) ‘তোমার ________ বিশ্বদেউল সকলের দেবতার’ – হৃদয়
৪৪) ‘কেন খুঁজে ফেরো ________ মৃত-পুঁথি-কঙ্কালে?’ – দেবতা-ঠাকুর
৪৫) ‘বন্ধু, বলিনি ________’ – ঝুট
৪৬) ‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ________ ‘ – রাজমুকুট
৪৭) ‘এই ________ বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা’ – রণভূমে
৪৮) ‘এই হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসিয়া ________’ – শাক্যমুনি
সাম্যবাদী কবিতার আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ