একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় এই ইতিহাস সাজেশনটি তাদের সহায়ক হয়ে উঠবে। 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন :

চতুর্থ অধ্যায় : রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনমন্ত্রঃ 

মানঃ ৩ 

১) ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? 

২) মনসবদারি প্রথা বলতে কী বোঝো ?

৩) ‘মনসব’ শব্দের অর্থ কী ? মনসবদার কীভাবে নিযুক্ত হতেন ? 

৪) জিজিয়া কর কী? জিজিয়া কর কাদের কাছ থেকে আদায় করা হত এবং কে এই কর বিলোপ করেন ?  

৫) অর্থশাস্ত্র গ্রন্থটি কে, কবে আবিষ্কার করেন? কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাজস্বব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

৬) সর্বপ্রথম খলিফার দিল্লির কোন্ সুলতান  স্বীকৃতি পান? ‘খুৎবা’ ও ‘সিকা’ কী ? 

৭) খলিফা কারা ? জিম্মি কাদের বলা হয় ?

৮) ‘দ্য রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা কে? প্রজাতান্ত্রিক রোমের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের শ্রেণিবিভাজন করো।

৯) অ্যাক্ট অফ সুপ্রিমেসি কী ?

১০) ‘পিলগ্রিমেস অফ গ্রেস’ কী ?

১১) ‘স্যাট্রাপ’ (Satrap) কী ?

১২) ‘ম্যান্ডারিন’ বলতে কী বোঝো? 

১৩) চিনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে?

১৪) দাগ ও হুলিয়া কী? মোগল দরবারে প্রধান তিনটি অভিজাত গোষ্ঠীর নাম লেখো। 

১৫) সপ্তম হেনরি কে ছিলেন? টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 

১৬) ‘গৌরবময় বিপ্লব’ বলতে কী বোঝো? এটি কবে সংঘটিত হয় ? 

১৭) ম্যাকিয়াভেলি রচিত একটি বইয়ের নাম লেখো। তাঁর রাষ্ট্রদর্শনে কীভাবে রাষ্ট্র ও সরকারের স্বরূপ বর্ণিত হয়েছে ?

১৮) ‘দ্য স্পিরিট অফ লজ’-এর লেখক কে ? এ বইয়ের মূল বস্তব্য কী ? 

মানঃ ৪ 

১) ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা কে বলেছিলেন? চেয়ারে জাঁ বোঁদার রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো। 

২) জন লকের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো।  

৩) দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 

৪) ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী?

৫) বরনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল।

৬) ‘আধুনিক রাষ্ট্রচিন্তার জনক’ নামে কে পরিচিত এবং কেন?

৭) গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলের মতে আদর্শ রাষ্ট্রের ধারণা কেমন ছিল? 

৮) রাষ্ট্রনীতিতে সিসেরোর অবদান আলোচনা করো। 

৯) আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো।

১০) ইকতা ব্যবস্থার ত্রুটিগুলি কী কী ছিল ?

১১) বরনির মতানুযায়ী দিল্লি সুলতানি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ছিল ব্যাখ্যা করো। 

১২) ‘উলেমা’ কারা? ‘হিন্দুস্তানের তোতাপাখি’ কাকে কেন বলা হয়? 

১৩) সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন ‘নতুন রাজতন্ত্র’ বলা হয় ? 

১৪) মনসবদারি প্রথা প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কী কী ছিল ? 

১৫) ভারতে মোগল শাসনব্যবস্থায় মনসবদারি ব্যবস্থার গুরুত্ব কী ছিল ?

১৬) ম্যান্ডারিনদের কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।

 

মানঃ ৮ 

১) আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো।

২) অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো।

৩) দিল্লি সুলতানিতে ইকতা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো। 

৪) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।

 

পঞ্চম অধ্যায় : পরিবর্তনশীল ঐতিহ্য

মানঃ ৩

১) শিল্প ও চিত্রকলায় রেনেসাঁস যুগের বৈশিষ্ট্যগুলি লেখো।

২) ষোড়শ শতাব্দীর ইতালীয় রেনেসাঁস বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছিল? 

৩) মানবতাবাদী আন্দোলন বলতে কী বোঝো?

৪) পূর্ব ভারতে ভক্তিবাদ প্রসারে শ্রীচৈতন্যদেবের অবদান কী ছিল?

৫) তৎকালীন সমাজের ওপর সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব লেখো। 

৬) প্রথম ক্রুসেড কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল? প্রথম ক্রুসেড-এর দ্বারা খ্রিস্টানরা কীভাবে জেরুজালেম দখল করেছিল ?

৭) চতুর্থ ক্রুসেড সম্পর্কে কী জানো? 

৮) শিল্পকলায় লিওনার্দো দ্য ভিঞ্চি-এর ভূমিকা লেখো।

৯) ইউরোপের নবজাগরণ কি প্রকৃত অর্থে নবজাগরণ ছিল ?

১০) ইউরোপে নবজাগরণের কারণ কী ছিল?

৯) নবজাগরণ প্রসূত মানবতাবাদ সম্পর্কে টাকা লেখো।

১০) ইউরোপীয় নবজাগরণ কি শুধুমাত্র ইটালিকেন্দ্রিক ছিল।

১১) অষ্টাদশ শতাব্দীর নবজাগরণের সীমাবদ্ধতা কী কী ছিল ?

১২) কনফুসীয়বাদের তিনটি তাত্ত্বিক নীতি লেখো।

১৩) রেনেসাঁস সংস্কৃতি মানবতাবাদী সাহিত্যে কী প্রভাব ফেলেছিল ?

১৪) মার্টিন লুথার কে ছিলেন? ইনডালজেন্স কী?

১৫) ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল? 

১৬) ‘ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা’ কাকে বলা হয়? লোলার্ড নামে কারা পরিচিত।

১৭) মার্টিন লুথার কীভাবে রোমান ক্যাথোলিক চার্চের অন্যায়ের প্রতিবাদ করেন।

১৮) ক্যাথোলিক এবং প্রোটেস্টান্টদের মধ্যে মৌলিক পার্থক্যগুলি লেখো।

১৯) হিউগনট ও অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হত? 

২০) চিনে কনফুসীয় মতবাদ কতখানি প্রভাব বিস্তার করেছিল? 

২১) সিলসিলা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো।

২২) তাওবাদ বলতে কী বোঝো?

২৩) তাওবাদ কোথায় প্রচলিত ছিল? তাওবাদের তিনটি প্রধান বিশ্বাস কী কী ? 

মানঃ ৪ 

১) রেনেসাঁস কী?

২) ইটালিতে রেনেসাঁস কেন ঘটেছিল?

৩) কেন ইটালিকে ইউরোপের রেনেসাঁসের প্রাণকেন্দ্র বলা হয়?

৪) রেনেসাঁস যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।

৫) ক্রুসেডের কারণগুলি আলোচনা করো।

৬) সুফিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 

৭) ভক্তিবাদের গুরুত্বগুলি লেখো।

৮) সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 

৯) মানবতাবাদী চিন্তাধারার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো।

১০) কনফুসিয়াস কে ছিলেন? কনফুসীয়বাদের মূল ধারণাগুলি কী কী?

১১) ভক্তিবাদী আন্দোলনের সাধক হিসেবে গুরু নানকের অবদান কতখানি?

১২) সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো।

১৩) ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে মিল কোথায় তা আলোচনা করো।

১৪) মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের ক্রুসেডে অংশগ্রহণের পশ্চাতে ধর্মীয় কারণটি ব্যাখ্যা করো।

১৫) ক্রুসেড কী? এর ফলাফলগুলি লেখো।

১৬) ক্রুসেডের তাৎপর্য আলোচনা করো। 

১৭) ক্রুসেড বা ধর্মযুদ্ধের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো।  

১৮) টীকা লেখোঃ রাফায়েল। 

১৯) ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো।

২০) কে ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন? মানে সংসদ নমুনা প্রশ্ন ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনে জন

২১) ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কারো।

২২) ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল?

২৩) ভক্তিবাদী সাধক হিসেবে কবিরের ভূমিকা কী ছিল?

২৪) মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল?

২৫) তাওবাদ চিনা সংস্কৃতিকে কীভাবে প্রভাবিত করেছে?

২৬) টীকা লেখোঃ শিন্টো ধর্ম। 

 

ষষ্ঠ অধ্যায়ঃ দিগন্তের প্রসার

মানঃ ৩

১) ‘অভিকর্ষ সূত্র’ কে আবিষ্কার করেন ? কীভাবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আত্মপ্রকাশ সম্ভব হয় ? 

২) সূর্যসিন্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? জ্যোতির্বিজ্ঞানচর্চার তিনটি ফলাফল উল্লেখ করো। 

৩) কে, কবে অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন ? কোন রসায়নবিদ প্রমাণ করেন যে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার ওপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ?

৪) কোন্ দেশ প্রথম কাগজ তৈরির কৌশল আবিষ্কার করে। আর পঞ্চদশ শতকে ইউরোপের মুদ্রণ বিপ্লবের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো।

৫) অ্যালকেমি বা অপরসায়নবিদ্যা বলতে কী বোঝো? 

৬) আধুনিক ছাপাখানা কে আবিষ্কার করেল? কবে, কোথায় প্রথম আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয়েছিল ?

৭) বৌদ্ধধর্ম প্রচারকদের হাত ধরে কীভাবে জাপানে মুদ্রণ ব্যবস্থার অগ্রগতি ঘটেছিল ?

৮) পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন? প্রাচীন ভারতের কয়েকজন জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো। 

৯) জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে। 

১০) ‘পঞ্চসিদ্ধান্তিকা’ ও ‘ব্রহ্মস্ফুট সিন্ধান্ত’ গ্রন্থগুলির রচয়িতাদের নাম লেখো।প্রাচীন ভারতের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন?

১১) ‘কোপারনিকাস বিপ্লব’ বলতে কী বোঝো ?

১২) আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে, কেন বলা হয়।

 ১৩) ‘Two New Sciences’ গ্রন্থটির রচয়িতা কে? রহ্মগুপ্ত কে ছিলেন ?

১৪) কৃষিবিপ্লব বলতে কী বোঝো? নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন ? 

১৫) মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো? 

১৬) কে, কবে প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? তা কীভাবে এটি আবিষ্কৃত হয়েছিল ?

১৭) আমেরিকা কে, কবে আবিষ্কার করেন। কার নাম অনুসারে ‘নতুন বিশ্বের’ নাম হয় আমেরিকা ?

১৮) আধুনিক বিজ্ঞানের জনক নামে কে কেন পরিচিত? 

১৯) অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল কাকে বলে? কে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন। 

২০) গুটেনবার্গ কে ? তিনি কীভাবে মুদ্রণযন্ত্র তৈরি করেন ? 

২১) কে, কোন্ অন্তরীপকে ঝড়ের অন্তরীপ বলেছিলেন? কে ‘ঝড়ের অন্তরীপ’-এর নামকরণ উত্তমাশা অন্তরীপ করেন? 

২২) ভাস্কো-দা-গামা ভারতের কোন্ বন্দরে এসেছিলেন? আজ চৌম্বক সুচ কী কাজে ব্যবহৃত হয়?

২৩) কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন।

২৪) আমেরিগো ভেসপুচি কে ছিলেন? নতুন পৃথিবীর আবিষ্কার সম্পর্কে অতি-সংক্ষিপ্ত ধারণা দাও। 

২৫) ম্যাগেলান কেন বিখ্যাত? প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন? 

২৬) পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝো? 

২৭) আতসকাঁচ কে আবিষ্কার করেন? প্রযুক্তিবিদ্যার অর্থ কী?  

 

মানঃ ৪

১) মুদ্রণ বিপ্লব কী ? ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? 

২) প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কোথায় ? ইউরোপে মুদ্রণ ব্যবস্থার সূচনা কীভাবে হয়েছিল? 

৩) আধুনিক মুদ্রণের বিকাশে গুটেনবার্গের অবদান কী ছিল ? কে প্রথম বাইবেলের মুদ্রণ করেন ? 

৪) আধুনিক বিজ্ঞানচর্চার উদ্ভবের কারণ ও বিনাশ আলোচনা করো। 

৫) আধুনিক জ্যোতির্বিদ্যার অগ্রগতিতে গ্যালিলিয়ো গ্যালিলেই-এর অবদান আলোচনা করো। 

৬) পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী ? জাপানে মুদ্রণ বিপ্লবের ফলাফল উল্লেখ করো। 

৭) কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন ? ভাস্কো-দা-গামার ভৌগোলিক আবিষ্কারের বর্ণনা দাও।

 

মানঃ ৮

১) ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো। এর গুরুত্ব আলোচনা করো। 

২) ভৌগোলিক অভিযানে ভাস্কো-দা-গামা ও বার্থেলোমিউ দিয়াজের ভূমিকা আলোচনা করো।

৩) ভৌগোলিক আবিষ্কারে স্পেন ও পোর্তুগালের অগ্রণী ভূমিকা আলোচনা করো।  

৪) প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চা সম্পর্কে কী জানো। সূর্যকেন্দ্রিক বিশ্বব্রয়াণ্ড সম্পর্কে কোপারনিকাসের মতামত আলোচনা করো।

৫) ইউরোপে সূর্যকেন্দ্রিক জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির বিবরণ দাও।

৬) কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো।

৭) পঞ্চদশ ও ষোড়শ শতকে সামরিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?