শিক্ষালয় ওয়েবসাইটের বিবিধ বিভাগে বাংলা কাব্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প প্রভৃতির এক ক্ষুদ্র সংস্করণ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। শিক্ষালয় ওয়েবসাইটের ফলোয়াররা তাদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগে প্রকাশ করতে চাইলে যোগাযোগ করবেন। এই বিভাগে অংশগ্রহণ করতে কোনো প্রকার অর্থ নেওয়া বা দেওয়া হবে না। আগ্রহীরা শিক্ষালয়ের সাথে যোগাযোগ করতে পারেন।

 

ইচ্ছের যাযাবর- বিজয় ধর 

আমিও তো ঘুরে বেড়াতে চাই
তোমার মতন তোমার সাথে
গোটা পৃথিবীটা মুড়ে ফেলতে চাই
আমার চক্ষের ভিতরে না হয় তোমার মনের সাথে। আমি উড়ে
যেতে চাই সারা আকাশ ঘিরে, আকাশের ওপারে জানতে চাই
মেঘেরা লুকায় কাদের ঘরে,
নদীরা যখন মিলায় সাগরে
সাগর লুকায় মহাসমুদ্রে,
আমিও তোমার পানসি বেয়ে
বৈঠার সাথী হয়ে
চলে যেতে চাই মহাসমুদ্রের আলিঙ্গন কার সাথে,
তুমি কি নেবে না আমায় তোমার সাথী করে।
কোথায় আকাশ শেষ হয়েছে সাগর কোথায় শেষ দেখবো ঠিকই তোমার চোখে আমার মনের শেষ,

আমি জেনে যেতে চাই পরপারে যাবার আগে পরপারে কারা থাকে আত্মগোপনে, আমি ঘুরে বেড়াতে চাই মননে মননে, পুড়ে যেতে চাই সূর্যের ইন্ধনে, শীতলতা চাই চাঁদের আলোকে।
যেদিন আমি থাকবোনা আর এই ধরাতলে তুমি খুঁজে পাবে কি আমায় তোমার মনের নীড়ে।

 

কবি পরিচিতিঃ 

বিজয় কুমার ধর

জলপাইগুড়ি বন্যপ্রাণী দপ্তর

জলপাইগুড়ি 

 

শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা অন্যান্য গল্প/কবিতাগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে

 

শিক্ষালয় ওয়েবসাইটের বিবিধ বিভাগে বাংলা কাব্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প প্রভৃতির এক ক্ষুদ্র সংস্করণ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। শিক্ষালয় ওয়েবসাইটের ফলোয়াররা তাদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগে প্রকাশ করতে চাইলে যোগাযোগ করবেন। এই বিভাগে অংশগ্রহণ করতে কোনো প্রকার অর্থ নেওয়া বা দেওয়া হবে না। আগ্রহীরা শিক্ষালয়ের সাথে যোগাযোগ করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page