শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরন থেকে ‘বাক্য পরিবর্তন ।। দশম শ্রেণি বাংলা ব্যাকরণ ।। পর্ব ২’ প্রদান করা হলো। এই আলোচনার শেষে শিক্ষার্থীদের জন্য বাক্য থেকে পরবর্তী আলোচনাগুলির লিঙ্কও প্রদান করা হয়েছে।
নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করোঃ-
১) বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়,কিন্তু ভারী রোগা দেখাইলো। (সরল)
সরল: বয়স ত্রিশ-বত্রিশের অধিক না হলেও ভারী রোগা দেখাইলো।
২) অপূর্ব তাঁহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল। (যৌগিক)
যৌগিকঃ অপূর্ব তাঁহার মুখের প্রতি চাহিল এবং তাঁহার অর্থ বুঝিল।
৩) কৃপা কর নিরঞ্জন। (নির্দেশক)
নির্দেশকঃ নিরঞ্জনের কৃপা প্রার্থনা করি।
৪) সিন্ধুতীরে দেখি দিব্যস্থান। (জটিল)
জটিলঃ সিন্ধুতীরে যে স্থান দেখি তা দিব্যস্থান।
৫) লড়ে যা তোরা, বেশ মজা হবে। (সরল)
সরলঃ তোরা লড়ে গেলে বেশ মজা হবে।
৬) শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। (যৌগিক)
যৌগিকঃ অমৃত শুনলো এবং সেইমাত্র সে ফতোয়া জারি করে দিল।
৭) কালিয়া তো ওকে ছাড়লই না। (অস্ত্যর্থক)
অস্ত্যর্থকঃ কালিকা তো ওকে আটকে রাখলো।
বাংলা MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৮) তার মানেও স্পষ্ট হবে। (জটিল)
জটিলঃ তার যা মানে তা স্পষ্ট হবে।
৯) অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে। (যৌগিক)
যৌগিকঃ অস্ত্র ফ্যালো এবং তা পায়ে রাখো।
১০) গান তো জানি একটা দুটো। (জটিল)
জটিলঃ গান যা জানি তা একটা দুটো।
গুরুত্বপূর্ণ লিঙ্কঃ
বাংলা ব্যাকরণ থেকে অন্যান্য আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে