নিরুদ্দেশ গল্পে শোভন চরিত্র

নিরুদ্দেশ গল্পে শোভন চরিত্র

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণি বাংলা নিরুদ্দেশ গল্প থেকে শোভন চরিত্রটি আলচনা এই ‘নিরুদ্দেশ গল্পে শোভন চরিত্র’ পেজে প্রদান করা হলো। আশাকরি শিক্ষার্থীরা এই ‘নিরুদ্দেশ গল্পে শোভন চরিত্র’ প্রশ্নের উত্তরটি তৈরি করলে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

নিরুদ্দেশ গল্পে শোভন চরিত্রঃ 

১) ‘নিরুদ্দেশ’ গল্প অবলম্বনে শোভন চরিত্রটি বিশ্লেষণ করো। ৫ 

উৎসঃ 

আধুনিক যুগের বিশিষ্ট লেখক ‘প্রেমেন্দ্র মিত্র’ রচিত ‘নিরুদ্দেশ’ গল্পের প্রধান চরিত্র শোভন। 

শোভন চরিত্র বিচারঃ 

এখন আমরা ক্রমান্বয়ে তার বিবিধ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করে দেখতে পারি- 

পরিচয়ঃ 

শোভন ছিল এক প্রাচীন জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী। তবে, বিষয়-সম্পত্তির প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তার আনুমানিক বয়স ষোলো-সতেরো বছর। নিরুদ্দেশের বিজ্ঞাপনে তার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে- ‘দোহারা ছিপছিপে একটি বছর ষোলো-সতেরোর ছেলে। পরিচয়-চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড়ো জড়ুল।’ 

নিরুদ্দেশের কারণঃ 

সোমেশের কথা থেকে জানা যায় যে, কোনো অভিমান নয়; শোভন বাড়ি ছেড়েছিল সংসারের প্রতি তার আকর্ষণ না থাকার কারণে। সোমেশের বর্ণনায়- ‘পৃথিবীতে দু-একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে।’ 

শোভনের ট্র্যাজেডিঃ 

দুবছর পরে বাড়ি ফিরে এসে শোভন এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। বাড়ির পুরোনো নায়েবমশাই কিংবা খাজাঞিমশাই কেউই তাকে চিনতে পারেননি- ‘ওঃ ইনি আজই এসেছেন বুঝি!’ 

শোভনকে বারবাড়িতে বসতে বলা হয়। তাকে শোনানো হয় তারই মৃত্যুসংবাদ! এমনকি বৃদ্ধ বাবাও তাকে চিনতে না পেরে বলেন- ‘কে?’ 

আর সব থেকে ট্র্যাজিক মুহূর্তটি আসে যখন শোভনের হাতে কিছু টাকা দিয়ে নায়েবমশাই বলেন যে, শোভনকে তার মায়ের সামনে তারই ভূমিকায় অভিনয় করতে হবে! 

শোভন ও সোমেশের সম্পর্কঃ 

গল্পের পরিসমাপ্তি এই ইঙ্গিত প্রদান করে যে, সোমেশই শোভন। কারণ কথকের বর্ণনায়- ‘সোমেশ তমার কানের কাছে একটা জড়ুল আছে।’ আর ইঙ্গিতপূর্ণ ভাবে সাোমেশ প্রত্যুত্তরে জানিয়েছে- ‘সেই জন্যেই গল্প বানানো সহজ হলো।’ 

এইরূপেই সমগ্র গল্পঘটনা জুড়ে শোভন চরিত্রটি পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ 

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

You cannot copy content of this page

Need Help?