পঞ্চম শ্রেণি বাংলা সাজেশন

পঞ্চম শ্রেণি বাংলা সাজেশন

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা বিষয়ের অধ্যায়ধর্মী পঞ্চম শ্রেণি বাংলা সাজেশন (Class Five Bengali Suggestion) প্রদান করা হলো। শিক্ষার্থীরা নিম্নের বিভাগগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণি নির্বাচন করে পঞ্চম শ্রেণি বাংলা সাজেশন (Class Five Bengali Suggestion) -গুলির সহায়তা গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

পঞ্চম শ্রেণি বাংলা সাজেশনঃ 

পঞ্চম শ্রেণি বাংলা প্রথম ইউনিট টেষ্ট সাজেশনঃ 

১) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরণের গল্প আছে?

২) ‘রুপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে আছে?

৩) গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?

৪) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?

৫) দুটো বুনো হাস দলছুট হয়েছিল কেন?

৬) ‘এমনি করে সারা শীতকাল কেটে গেল’- কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কী ঘটনা ঘটল?

৭) হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?

৮) দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।

৯) গাঁয়ের নাম হাতিঘর হলো কেনো?

১০) এতোয়া নামটি কেন হয়েছিল?

১১) কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?

১২) বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?

১৩) সেই রাত জেগে থাকার দলে কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?

১৪) বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়?

১৫) ‘তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই’- বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কী?

১৬) বিমলার অভিমানের কারণ কী?

১৭) বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল?

১৮) তাঁর বাড়ির নীচতলায় বারান্দায় বসে রেলিঙের ফাঁক দিয়ে কী কী দেখা যেত?

১৯) পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল?

২০) পাঠ্যাংশে কাকে, কেন বাংলাদেশের ‘শিশু লিভিংস্টন’ বলা হয়েছে? 

২১) কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান?

২২) ছুট মানে কী বুঝতে গেলে কী করতে হবে? 

২৩) পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে?

 

পঞ্চম শ্রেণি বাংলা দ্বিতীয় ইউনিট টেষ্ট সাজেশনঃ 

  1. ‘মাঠ’ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো।
  2. কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান?
  3. ছুট মানে কী তা বুঝতে গেলে কী করতে হবে?
  4. পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে?
  5. পশ্চিমবঙ্গের যে-কোনো একটি পাহাড়ের নাম লেখো।
  6. বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়?
  7. বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়?
  8. ‘খরা’ বলতে কী বোঝায়?
  9. অনাবৃষ্টির ফলে মানুষ, পশুপাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল?
  10. প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেনো?
  11. লিমেরিক কবিতাটি কার লেখা?
  12. পশ্চিমবঙ্গে কোন ঋতুতে কালবৈশাখী হয়?
  13. দিনের কোন সময়ে কালবৈশাখী ঝড় হয়?
  14. দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেনো?
  15. ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরণের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়?
  16. সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদীগুলি বয়ে গেছে তার নাম লেখো।
  17. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে?
  18. কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়?
  19. ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত?
  20. ‘বাঘাযতীন’ নামে কে পরিচিত?
  21. ‘সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ’- এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো।
  22. ধনাই কীসের মন্ত্র জানে?
  23. ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল?
  24. ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল?
  25. ‘মায়াতরু’ শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে ‘মায়াতরু’ বলা হয়েছে কেন?
  26. দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন?
  27. গাছের কাঁটা কীভাবে তাকে বাঁচায়?
  28. ছোট্ট ফণমনসা গাছের মনে শান্তি ছিল না কেন?
  29. ফণিমনসা বারেবারে পাতাগুলো পালটে দেওয়ার আবেদন কার কাছে করছিল?
  30. ডাকাতদলকে দেখতে কেমন?
  31. ফণীমনসার দেমাক ভেঙে গেল কীভাবে?
  32. শেষ পর্যন্ত ফণীমনসা কেমন পাতা চাইল নিজের জন্য?
  33. কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়?
  34. কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরনোবেল পুরষ্কার পান?
  35. বৃষ্টির দিনে কবির মনে কোন কোন গান ভেসে আসে?
  36. মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? 
  37. তোমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম লেখো। 
  38. মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। 
  39. চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল?
  40. শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল? 
  41. চল্‌ চল্‌ চল্‌ গানটি কার লেখা? 
  42. লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও। 
  43. বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? উদাহরণ দাও। 
  44. চিঠি ও পাঠ্যাংশের ব্যাকরণ ভালো করে অনুশীলন করতে হবে। 

 

পঞ্চম শ্রেণি বাংলা তৃতীয় ইউনিট টেষ্ট সাজেশনঃ

খুব শীঘ্রই প্রদান করা হবে। লক্ষ্য রাখুন শিক্ষালয় ওয়েবসাইটে।  

 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

You cannot copy content of this page