ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা
ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে এখানে বিবিধ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট লিংকে টাচ/ক্লিক করে ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
একাদশ শ্রেণির বাংলা বিষয়ে ভাষা একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভাষা অংশের একটি বিভাগ হলো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় তোমাদের ভাষা থেকে MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে। একাদশ শ্রেণিতে বাংলা বিষয়ে ভালো ফলাফল করতে এই অংশটি খুব ভালো করে তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হলো।
ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা বড়ো প্রশ্নের উত্তরঃ
১) সাধু ও চলিত ভাষার পার্থক্যগুলি কী কী?
উত্তরঃ
বাংলা গদ্য ভাষাকে দুটি ভাগে বিভক্ত করা হয়। যথা- সাধু ভাষা এবং চলিত ভাষা।
সাধু ও চলিত ভাষার পার্থক্যঃ
সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যগুলি ক্রমান্বয়ে আলোচিত হল-
♣ সাধুভাষায় তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ বেশি ব্যবহার করা হয়। চলিত ভাষায় তদ্ভব শব্দের সংখ্যাই বেশি ব্যবহৃত হয়।
♣ সাধুভাষায় সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয়। যেমন- তাহার, যাহার ইত্যাদি। কিন্তু চলিত ভাষায় সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন- তার, যার ইত্যাদি।
♣ সাধুভাষায় ক্রিয়াপদের পুর্ণরূপ ব্যবহার করা হয়। কিন্তু চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন- যাইতেছেন (সাধু ভাষা), যাচ্ছেন (চলিত ভাষা)।
♣ সাধুভাষায় বাক্যের পদবিন্যাস হয় কর্তা-কর্ম-ক্রিয়া। কিন্তু চলিত ভাষায় এই নিয়ম সর্বদা মানা হয় না। যেমন- গানটা গেয়ে শোনাও তো আমাকে তুমি (চলিত)।
♣ সাধুভাষায় সমাসবদ্ধ পদের সংখ্যা বেশি। কিন্তু চলিত ভাষায় সমাসবদ্ধ পদের অনেক কম। আপাদমস্তক (সাধু ভাষা)।
♣ সাধুভাষায় বানানের ক্ষেত্রে শব্দের মূলরূপটি মেনে চলা হয়। কিন্তু চলিত ভাষায় তৎসম শব্দগুলির বানানও হ্রস্ব হয়ে যায়। যেমন- পাখি, রুপো ইত্যাদি (চলিত ভাষা)।
সুতরাং, আলোচনার মাধ্যমে আমরা সাধু ভাষা ও চলিত ভাষার প্রধান পার্থক্যগুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারলাম।
ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে আরো কিছু বড়ো প্রশ্নের উত্তরঃ
ভাষাবৈচিত্র ও বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর।
সাধু ও চলিত ভাষার পার্থক্যগুলি কী কী?
বাংলা উপভাষাগুলির মধ্যে কোনটি মান্য উপভাষা? কীভাবে একটি উপভাষা মান্য ভাষার মর্যাদা পায়।
উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ