দশম শ্রেণি বাংলা ব্যাকরণঃ সমাস থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
সমাস ও সমাসের শ্রেণিবিভাগ সম্পর্কে বিষদ আলোচনা দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে
সমাস নির্ণয়ঃ
কনক-আসন= কনক নির্মিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
ছদ্মবেশী= ছদ্ম বেশ যার (সাধারণ বহুব্রীহি সমাস)
মহারাজ= মহান যে রাজা (সাধারণ কর্মধারয় সমাস)
রাজপদ= রাজার পদ (সম্মন্ধ তৎপুরুষ সমাস)
মেঘবাহন= মেঘ বাহন যার (সাধারণ বহুব্রীহি সমাস)
কথাশিল্পী= কথার শিল্পী (সম্মন্ধ তৎপুরুষ সমাস)
আমরাও= তুমি, সে ও আমি- ও (একশেষ দ্বন্দ্ব)
ডিমভাজা= ভাজা যে ডিম (সাধারণ কর্মধারয় সমাস)
বারোমাস= বারো মাসের সমাহার (সমাহার দ্বিগু সমাস)
অশুভ= নয় শুভ (না- তৎপুরুষ সমাস)
সমাস সম্পর্কে প্রাথমিক ধারণা
তৎপুরুষ সমাস ও তার শ্রেণিবিভাগ
কর্মধারয় সমাস ও তার শ্রেণিবিভাগ
দ্বন্দ্ব সমাস ও তার শ্রেণিবিভাগ
বহুব্রীহি সমাস ও তার শ্রেণিবিভাগ
দ্বিগু সমাস ও তার শ্রেণিবিভাগ
অব্যয়ীভাব সমাস ও তার শ্রেণিবিভাগ
নিত্য সমাস সম্পর্কে আলোচনা
অলুক সমাস ও বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা
সমাস নির্ণয় (পর্ব ১)
সমাস নির্ণয় (পর্ব ২)
সমাস নির্ণয় (পর্ব ৩)