নোঙর কবিতার প্রশ্ন উত্তর ।। Nongor Kobitar Prosno Uttor

নোঙর কবিতার প্রশ্ন উত্তর ।। Nongor Kobitar Prosno Uttor

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নোঙর কবিতার প্রশ্ন উত্তর ।। Nongor Kobitar Prosno Uttor প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই নোঙর কবিতার প্রশ্ন উত্তর ।। Nongor Kobitar Prosno Uttor অনুশীলনের মধ্য দিয়ে তাদের পাঠ্য বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

নোঙর কবিতার প্রশ্ন উত্তর ।। Nongor Kobitar Prosno Uttor: 

নোঙর কবিতার MCQ প্রশ্নের উত্তরঃ 

১) ‘তরী ভরা পণ্য’ শব্দবন্ধটি প্রতীকায়িত করে- জীবনের সঞ্চয়কে।

২) দাঁড় টানার মূল কারণ হল- নৌকার অগ্রগমন অব্যাহত রাখা।

৩) ‘নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। এখানে নোঙর পড়ে গেছে কথকের- অজ্ঞাতে।

৪) ‘নোঙর’ কবিতাটিতে নোঙর হল- মানবজীবনের অলঙ্ঘ্য বন্ধনের প্রতিভূ।

৫) “সারারাত তবু দাঁড় টানি”- এ খানে ‘সারারাত’এর অর্থ- সমগ্র জীবন।

৬) ‘নোঙর’ কবিতাটির রচয়িতা হলেন- অজিত দত্ত।

৭) ‘নোঙর’ কবিতাটি যে-কাব্যগ্রন্থ থেকে গৃহীত, তা হল- শাদা মেঘ কালো পাহাড়।

৮) ‘নোঙর’ শব্দের অর্থ হল- বড়শি আকৃতির লৌহনির্মিত যন্ত্র।

৯) কবি যা পার হচ্ছিলেন, তা হলো- সিন্ধু।

১০) কবির যেখানে পাড়ি দিতে হবে- সিন্ধুপারে।

১১) কবির নোঙর যেখানে পড়ে গিয়েছে, তা হলো- তটের কিনারে।

১২) কবির তাঁর দাঁড় টানাকে মনে করেছেন- মিছে।

১৩) কথক মিছে দাঁড় টানেন- সারারাত।

১৪) ‘মিছে দাঁড় টানি’-র অন্তর্নিহিত অর্থ হল- নিষ্ফল প্রচেষ্টা।

১৫) ঢেউগুলি যেখানে মাথা ঠুকছে- তরিতে।

১৬) জোয়ারভাটায় যা বাঁধা আছে, তা হলো- বাণিজ্যতরি।

১৭) “জোয়ার-ভাঁটায় বাঁধা এ-তটের কাছে” – এখানে ‘জোয়ার-ভাঁটা’ হল- জীবনের উত্থানপতনের প্রতীক।

১৮) আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে- তটের কাছে।

১৯) ‘নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।’ — ‘কাছি’ বলতে বোঝানো হয়- মোটা দড়ির গুচ্ছ।

২০) “ততই বিরামহীন এই দাঁড় টানা।” — এই বিরামহীনতার কারণ- বন্ধনমুক্তির অনিঃশেষ আকুতি।

নোঙর কবিতার SAQ প্রশ্নের উত্তরঃ 

১) ‘নোঙর’কবিতায় ‘নোঙর’ ও ‘নৌকা’ কীসের প্রতীক?

উঃ কবিতাটিতে নৌকা গতিশীল জীবন এবং নোঙর বন্ধন বা আবদ্ধতার প্রতীক।

২) নৌকায় দাঁড় ও পালের কার্যকারিতা কী?

উঃ পাল বাতাসের গতিকে কাজে লাগিয়ে আর দাঁড় জল কেটে নৌকাকে এগিয়ে নিয়ে চলে।

৩) ‘নোঙর’ কবিতায় কবিতার কথকের কোন মূল মনোভাবটি ফুটে উঠেছে?

উঃ ‘নোঙর’ কবিতায় গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার বিপরীতে মুক্তির আকাঙ্ক্ষার আকুতি প্রকাশিত হয়েছে।

৪) ‘নোঙর’ কবিতাটি কার লেখা?

উঃ ‘নোঙর’ কবিতাটি কবি অজিত দত্তের লেখা।

৫) ‘নোঙর’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উঃ ‘নোঙর’ কবিতাটি কবি অজিত দত্তের ‘শাদা মেঘ কালো পাহাড়’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 

৬) ‘ততই বিরামহীন দাঁড় টানা’—দাঁড় টানা বিরামহীন কেন?

উঃ নৌকাকে নোঙরের কাছি থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কথকের দাঁড় টানা বিরামহীন হয়। 

৭) কবি কীভাবে সপ্তসিন্ধুপারে পাড়ি দিতে চান?

উঃ কবি তরিভরা পণ্য নিয়ে সপ্তসিন্ধুপারে পাড়ি দিতে চান। 

৮) ‘নোঙর’ শব্দের অর্থ কী?

উঃ বড়শি আকৃতির লোহার তৈরি যন্ত্র, যা নৌকাকে তটের কিনারে আটকে রাখে, তাকেই নোঙর বলে। 

৯) ‘নোঙর’ কবিতায় নোঙর কীসের রূপক?

উঃ ‘নোঙর’ কবিতায় নোঙর গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার রূপক।

১০) ‘নোঙর’ কবিতায় কথক কোথায় পাড়ি দিতে চেয়েছেন?

উঃ নোঙ্গর কবিতায় কথক সুদূর সিন্ধুপারে পাড়ি দিতে চেয়েছেন। 

১১) কবি সিন্ধুতীরে পাড়ি দিতে পারছেন না কেন?

উঃ কবির নোঙ্গর তটের কিনারে পড়ে যাওয়ায় কবি সিন্ধুতীরে পাড়ি দিতে পারছেন না।

১২) কবি সিন্ধুতীরে সিন্ধুতীরে পাড়ি দিতে চান কেন?

উঃ কবি তার জীবনের সংকীর্ণতাকে ভাঙার জন্য বাণিজ্যতরী নিয়ে সিন্ধুতীরে পাড়ি দিতে চান।

১৩) ‘সারারাত মিছে দাঁড় টানি।—সারারাত মিছে দাঁড় টেনেছেন কেন?

উঃ তটের কিনারে নৌকার নোঙর পড়ে গিয়েছে, তাই কবি সারারাত মিছে দাঁড় টেনেছেন।

১৪) কবিতার কথক কীভাবে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন?

উঃ কবিতার কথক আকাশের তারার পানে চেয়ে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন।

১৫) ‘নোঙর’ কবিতায় কীসের বিরাম নেই?

উঃ নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশায় দাঁড় টানার বিরাম নেই। 

নোঙর কবিতা থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ 

“আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে”- কার ‘বাণিজ্য-তরী’ কোথায় বাঁধা পড়ে আছে? এই ‘বাঁধা পড়ে’ থাকার তাৎপর্য আলোচনা করো।

উত্তর জানতে এই লেখাতে টাচ/ক্লিক করতে হবে

“সারারাত তবু দাঁড় টানি,/তবু দাঁড় টানি”- এখানে ‘তবু’ শব্দটি একাধিকবার ব্যবহারের কারণ কী? উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার কোন্‌ মনোভাব প্রকাশিত হয়েছে?

উত্তর জানতে এই লেখাতে টাচ/ক্লিক করতে হবে

“নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে”- বলতে কী বোঝানো হয়েছে, তা কবিতা অবলম্বনে নিজের ভাষায় আলোচনা করো।

উত্তর জানতে এই লেখাতে টাচ/ক্লিক করতে হবে

নবম শ্রেণির সকল বাংলা অধ্যায়ভিত্তিক PDF NOTE দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

bangla pdf note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?