মাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর সমাধান করলে মাধ্যমিক পরীক্ষায় উপকৃত হবে। 

 

১) “ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা”- কোনগুলির কথা বলা হয়েছে?

২) “বাঃ এ তো বেশ মজার ব্যাপার”- মজার ব্যাপারটি কী ছিল?

৩) “বাংলায় একটা কথা চালু ছিল”- চালু কথাটি কি?

৪) “কঙ্কাবতী” গ্রন্থটির লেখক কে?

৫) “কেবল আশ্চর্য”- কোন বিষয়টি আশ্চর্যের?

৬) “লেখে তিনজন”- তিনজন কে কে?

৭) অকারক কয় প্রকার ও কী কী?

৮) “কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি”- কোন ঘটনার কথা বলা হয়েছে?

৯) ক্যালিগ্রাফিস্ট কাদের বলে?

১০) শূন্য বিভক্তির উদাহরণ দাও। 

১১) করণে বীপ্সার উদাহরণ দাও।

১২) “সব চূর্ণ হয়ে গেল”- কী কী চূর্ণ হয়ে গিয়েছিল?

১৩) “ফাউন্টেন পেনের এক বিপদ”- বিপদটি কী? 

১৪) “কলম তাঁদের কাছে অস্পৃশ্য”- কেন?

১৫) অলোপ সমাস কয় প্রকার ও কী কী? 

১৬) “কাল গুণে বুঝিবা আমরাও তাই”- আমরা কি?

১৭) “সে ভয়ানক দুর্লভ জিনিস”- কোন জিনিসকে দুর্লভ বলা হয়েছে?

১৮) “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা”- কোন কাজের কথা বলা হয়েছে?

১৯) “আমাদের ইতিহাস নেই”- কেন?

২০) ‘অসুরারি রিপু’ বলতে কাকে বোঝানো হয়েছে?

২১) “তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা”- কার কথা বলা হয়েছে?

২২) “সেই আঘাতেই নাকি তাঁর মৃত্য”- কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে?

২৩) বহুব্রীহি শব্দের অর্থ কী?

২৪) “পৃথিবী হয়তো বেঁচে আছে”- এমন অনিশ্চয়তার কারণ কী?

২৫) নির্দেশক বলতে কী বোঝো?

২৬) “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের”- কোন বিষয়ে কেন সন্দেহ ছিল?

২৭) অপূর্ব ট্রেনের কোন শ্রেণীর যাত্রী ছিলেন?

২৮) “এবার মহানিশার শেষে”- কে আসবে বলে কবি জানিয়েছেন?

২৯) প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল?

৩০) কে কলমের পরিবর্তে টাইপ্রাইটারে লিখতেন?

৩১) বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো।

৩২) নিরপেক্ষ কর্তা কাকে বলে?

৩৩) সমস্ত পদের অপর নাম কী?

৩৪) “খাঁটি মানুষ তো নয়”- কার কথা বলা হয়েছে?

৩৫) “বড়বাবু হাসিতে লাগিলেন”- হাসির কারণ কী ছিল?

৩৬) “ইত্যবসরে এই ব্যাপার”- কোন ব্যাপারের কথা বলা হয়েছে?

৩৭) “কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি”- লঙ্কা কেঁপে ওঠার কারণ কী?

৩৮) “এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে”- কোন নেশার কথা বলা হয়েছে?

৩৯) অক্ষুণ্ণ কর্ম কাকে বলে? উদাহরণ দাও।

৪০) অ-বিভক্তির অপর নাম কী? কেন এই নাম?

৪১) সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 

৪২) “তাছাড়া এতবড়ো বন্ধু”- কাকে কেন বন্ধু বলা হয়েছে? 

৪৩) ভামো যাত্রার ত্রেনে অপূর্বর সঙ্গী কে কে ছিল?

৪৪) তপনের লেখা গল্পটির নাম কী?

৪৫) “সে ভয়ানক দুর্লভ জিনিস”- দুর্লভ জিনিসটি কী?

৪৬) “সে জানত না”- সে কী জানত না?

৪৭) “কথায় বলে”- কথায় কী বলে?

৪৮) সোনার দোয়াত কলম প্রাবন্ধিক কোথায় দেখেছিলেন?

৪৯) ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কী?

৫০) একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও। 

৫১) কোন সমাসের ব্যাসবাক্য হয় না?

৫২) তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। 

৫৩) উপমিত ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো।

৫৪) সমাস শব্দের অর্থ কী?

৫৫) দ্বিগু শব্দের অর্থ কী?

৫৬) দ্বন্দ্ব শব্দের অর্থ কী?

৫৭) একদেশী তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও।  

৫৮) “এ কলঙ্ক পিতঃ ঘুষিবে জগতে”- কোন কলঙ্ক?

৫৯) কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল?

৬০) প্রযোজ্য কর্তা কাকে বলে? 

৬১) “বাবুজি এসব কথা বলার দুঃখ আছে”- কোন কথার কথা বলা হয়েছে? 

৬২) “শিশু আর বাড়িরা খুন হলো”- তাৎপর্য লেখো। 

৬৩) “আলো তার ভরবে এবার ঘর”- কার আলোতে ঘর ভোরে উঠবে? 

৬৪) “হায় ছায়াবৃতা”- কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে?

৬৫) ‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা’ কথার অর্থ কী? 

৬৬) “করজোড়ে কহিলা”- বক্তা কি বলেছিলেন? 

৬৭) “লাঠি, তোমার দিন ফুরাইয়াছে”- কার লেখা? 

৬৮) “যেন নেশায় পেয়েছে”- কোন নেশার কথা বলা হয়েছে?

৬৯) “বড়োরা শিখিয়ে দিয়েছিলেন”- বড়োরা কী শিখিয়ে দিয়েছিলেন? 

৭০) “বুড়ো মানুষের কথাটা শুনো”- বুড়ো মানুষটি কে?

৭১) “দিগম্বরের জটায় হাসে”- দিগম্বর কে?

৭২) দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা? 

৭৩) “ও নিয়ম শুধু রেলওয়ে কর্মচারীদের জন্য”- কোন নিয়মের কথা বলা হয়েছে? 

৭৪) “চমকে উঠলেন জগদীশবাবু”- চমকে ওঠার কারণ কী? 

৭৫) “তারপর যুদ্ধ এলো”- যুদ্ধ কীভাবে এলো? 

৭৬) ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কী? 

৭৭) “মিথ্যেবাদী কোথাকার”- কে, কাকে মিথ্যেবাদী বলে অভিহিত করেছেন?

৭৮) “ছরানো রয়েছে কাছে দূরে”- কী ছরানো রয়েছে? 

৭৯) “তোরা সব জয়ধ্বনি কর!”- তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? 

৮০) ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? 

৮১) লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের কি নামে চিহ্নিত করেছেন? 

৮২) সমধাতুজ কর্তার উদাহরণ দাও।

৮৩) সমধাতুজ কর্মের উদাহরণ দাও। 

৮৪) বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে?

৮৫) “সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন”- এমন মনে করার কারণ কী? 

৮৬) “কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল”- এমন ঘটনার কারণ কী?

৮৭) “মন প্রাণের সন আকাঙ্খা নিয়ে শুধু একজনের আপন হতে চেষ্টা করুন”- তাৎপর্য লেখো। 

৮৮) “ভঙ্গিটি ঠিক সে-রকম”- ভঙ্গিটির পরিচয় দাও।

৮৯) “তবে এ বস্তুটি পকেটে কেন?”- বস্তুটি কী?

৯০) চুরির সময় তেওয়ারি কোথায় ছিল? 

৯১) “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী”- সভ্যতার শেষ পুণ্যবাণীটি কী? 

৯২) “আমরা ভিখারি বারোমাস”- ‘আমরা’ কারা? 

৯৩) “দিগম্বরের জটায় হাসে”- কে হাসে?

৯৪) “সমানি সম শীর্ষাণি ঘনানি বিরলানি চ”- এর অর্থ কী? 

৯৫) সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। 

৯৬) বিরাগীর মতে পরম সুখ কী? 

৯৭) “এতেক কহিয়া রাজা”- রাজা এরপর কী করলেন?

৯৮) “একজন বিদেশী সাংবাদিক লিখেছিলেন”- কোন কথা লিখেছিলেন?

৯৯) কলম কখন খুনির ভূমিকা নিয়েছিল?

১০০) জাদু পাইলট কী? 

শিক্ষার্থীরা শিক্ষালয় ওয়েবসাইটের সকল আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
sikkhalaya youtube
শিক্ষালয় ইউটিউব চ্যানেল
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?