শিক্ষালয় ওয়েবসাইটে নিয়মিত বাংলা ব্যাকরণ বিষয়ে বিবিধ আলোচনা প্রদান করা হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করবো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। আমরা আজকে জানবো বিভক্তি ও অনুসর্গের মধ্যে প্রধান পার্থক্যগুলির বিষয়ে।
বিভক্তি ও অনুসর্গের মধ্যে যে সকল পার্থক্যগুলি পরিলক্ষিত হয় সেগুলি ক্রমান্বয়ে আলোচিত হলো-
বিভক্তি ও অনুসর্গের পার্থক্যঃ
প্রথমত, বিভক্তি শব্দকে পদে পরিণত করে।
কিন্তু, অনুসর্গ শব্দকে পদে পরিণত করতে পারে না। বিভক্তিযুক্ত শব্দের পরেই অনুসর্গ বসে।
দ্বিতীয়ত, বিভক্তি হল বর্ণ বা বর্ণসমষ্টি।
পক্ষান্তরে, অনুসর্গ নিজেই একটি পদ (অব্যয়পদ)।
তৃতীয়ত, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ শব্দের সঙ্গে মিশে যায়।
অপরপক্ষে, অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে।
চতুর্থত, বিভক্তি সাধারণত অর্থহীন।
অপরপক্ষে, প্রতিটি অনুসর্গের নিজস্ব অর্থ আছে।
কারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনার লিঙ্কসমূহঃ
২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য
৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ
বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপুর্ণ নোটগুলি সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
This is very much
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।