শিক্ষালয় ওয়েবসাইটে ইতিপূর্বে আমরা সমাস, সমাসবদ্ধ পদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য প্রভৃতি সমাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বিষদ ধারণা প্রদান করেছি। আজ আমরা আলোচনা করবো সমাসের শ্রেণিবিভাগ সম্পর্কে। নিম্নে সমাসের শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করা হলো-
১) তৎপুরুষ – রাজপুত্র= রাজার পুত্র
২) কর্মধারয় – মহারাজা= মহান যে রাজা
৩) দ্বন্দ্ব – পিতামাতা = পিতা ও মাতা
৪) বহুব্রীহি – গৌরাঙ্গ= গৌর অঙ্গ যার
৫) দ্বিগু – পঞ্চবটি= পঞ্চ বটের সমাহার
৬) অব্যয়ীভাব– উপকূল= কূলের সমীপে
৭) নিত্য – দেশান্তর= অন্য দেশ
সমাস থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
এছাড়াও অনেকে বাক্যাশ্রয়ী সমাস এবং অলুক সমাসকে আলাদা শ্রেণিভূক্ত করেছেন। এখন দেখে নেওয়া যাক সমাস নির্ণয়ের ক্ষেত্রে সমস্যমান পদগুলি কি ভূমিকা পালন করে থাকে। সমাসবদ্ধ পদে সমস্যমান পদগুলির মধ্যে কোনটির অর্থ প্রাধান্য পাচ্ছে তার ভিত্তিতে সমাসের শ্রেণিকরণ হয়ে থাকে। যেমন-
পূর্বপদের প্রাধান্য- অব্যয়ীভাব,
পরপদের প্রাধান্য- কর্মধারয় ও তৎপুরুষ,
উভয় পদের প্রাধান্য- দ্বন্দ্ব,
কোনো পদের প্রাধান্য নেই- বহুব্রীহি।
সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-
বাংলা ব্যাকরণের অন্যান্য আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
এই ওয়েবসাইটে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত পাঠ্য বিষয়ের সাথে সাথে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সাহিত্যের ইতিহাস, ভাষা, ভাষাবিজ্ঞান, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রভৃতি বিবিধ বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে। নির্দিষ্ট শ্রেণি নির্বাচন করে সেই শ্রেণির অন্তর্গত বিষয়গুলি দেখা যাবে।
- পঞ্চম শ্রেণি বাংলা নোট
- ষষ্ঠ শ্রেণি বাংলা নোট
- সপ্তম শ্রেণি বাংলা নোট
- অষ্টম শ্রেণি বাংলা নোট
- নবম শ্রেণি বাংলা নোট
- দশম শ্রেণি বাংলা নোট
- একাদশ শ্রেণি বাংলা নোট
- দ্বাদশ শ্রেণি বাংলা নোট
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ