শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরন থেকে ‘বাক্য পরিবর্তন ।। দশম শ্রেণি বাংলা ব্যাকরণ ।। পর্ব ১’ প্রদান করা হলো। এই আলোচনার শেষে শিক্ষার্থীদের জন্য বাক্য থেকে পরবর্তী আলোচনাগুলির লিঙ্কও প্রদান করা হয়েছে।
নির্দেশানুসারে বাক্য পরিবর্তন করোঃ-
১) কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেলো। (জটিল ও যৌগিক)
জটিল= যখন তপন কথাটা শুনলো তখন তার চোখ মার্বেল হয়ে গেলো।
যৌগিক= তপন কথাটা শুনলো এবং তার চোখ মার্বেল হয়ে গেলো।
২) গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই। (সরল)
সরল= গল্প জিনিসটা জানতে বাকি নেই।
৩) তপনের পরিচিত নয়। (অস্তর্থক)
অস্ত্যর্থক= অপনের অপরিচিত।
৪) আমি তাকে ছেড়ে দিলাম। (নস্ত্যর্থক)
নস্ত্যর্থক= আমি তাকে ধরে রাখলাম না।
৫) বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। (জটিল)
জটিল= বৃষ্টিতে যা ধুয়ে দিল তা আমার পায়ের দাগ।
৬) সেই মেয়েটির মৃত্যু হলো না। (অস্ত্যর্থক ও জটিল)
অস্ত্যর্থক= সেই মেয়েটি অমর রইলো।
জটিল= মেয়েটির যা হলো না তা হলো মৃত্যু।
৭) সকলেই জানেন। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক= জানেন না এমন কেউ আছেন কি?
বাংলা MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৮) ওঁর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। (যৌগিক)
যৌগিক= ওরা ওঁর শান্ত গলা শুনলেন এবং ওদের চিন্তা হলো।
৯) একটা পরিচয় না থাকলে চলবে না। (নির্দেশক)
নির্দেশক= একটা পরিচয় থাকা চাই।
১০) তোরা সব জয়ধ্বনি কর। (জটিল)
জটিল= তোরা যা করবি তা হলো জয়ধ্বনি।
১১) বজ্র শিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর। (জটিল)
জটিল= বজ্র শিখার মশাল জ্বেলে যে আসছে সে হলো ভয়ংকর।
১২) ধ্বংস দেখে ভয় কেন তোর? (নস্ত্যর্থক)
নস্ত্যর্থক= ধ্বংস দেখে তুই ভয় করিস না।
১৩) ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। (যৌগিক)
যৌগিক= ক্ষুরের দাপট তারায় লাগে এবং তা নীল খিলানে উল্কা ছুটায়।
১৪) নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। (নস্ত্যর্থক)
নস্ত্যর্থক= নিমাইবাবু কথা কহিলেন না।
১৫) তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। (জটিল ও যৌগিক)
জটিল= যখন সকাল হলো তখন পুলিশে খবর দিতে গেলাম।
যৌগিক= সকাল হলো এবং পুলিশে খবর দিতে গেলাম।
গুরুত্বপূর্ণ লিঙ্কঃ
বাংলা ব্যাকরণ থেকে অন্যান্য আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে